কলকাতা, 21 জুলাই : নিশানায় ছিলেন মূলত তাঁরাই ৷ 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী অভিযোগ করেছিলেন, CBI-কে ব্যবহার করছে BJP ৷ কয়েক ঘণ্টার মধ্যেই আসরে গেরুয়া শিবির ৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, মিথ্যা বলছেন মমতা ৷ আর রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে মমতার দাবিকে উড়িয়ে দিল বামেরা ৷ আর কংগ্রেসের দাবি, দিশাহারা হয়ে গিয়েছে তৃণমূল ৷
ধর্মতলার 21-এর মঞ্চ থেকে আজ বাম এবং BJP-কে আক্রমণ করেন তৃণমূল নেত্রী ৷ তবে, কংগ্রেসের বিরুদ্ধে তাঁর সুর ছিল অপেক্ষাকৃত নরমই ৷ সবথেকে বেশি আক্রমণ করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকেই ৷ বিধায়ক কেনা বেচা থেকে শুরু করে EVM কারচুপির অভিযোগও তুলেছেন BJP-র বিরুদ্ধে ৷ সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করলেন দীলিপ ঘোষরা ৷ BJP-র রাজ্য সভাপতির চ্যালেঞ্জ, "CBI কর্মীরা ভয় দেখাচ্ছে, এটা ভুল কথা ৷ একজন এমন CBI কর্মীর নাম তৃণমূল নেত্রী বলতে পারবেন না ৷ " মমতা CBI-কে বদনাম করছেন বলেও অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ ৷ পাশাপাশি বিধায়ক কেনার যে অভিযোগ তৃণমূল নেত্রী আজ মঞ্চ থেকে করেছেন তার কটাক্ষও শোনা গেল দিলীপ ঘোষের গলায় ৷ তাঁর বক্তব্য, "তৃণমূলের কোনও বিধায়ককেই কেউ কিনবেন না ৷" 21 জুলাইয়ের প্রস্তুতি নিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ ৷ তারা নয় তৃণমূল সমর্থকরাই BJP-র সভা বানচাল করার চক্রান্ত করেছে বলেও অভিযোগ করলেন তিনি ৷ পুলিশের ভূমিকা নিয়েও দিলীপ ঘোষ আক্রমণ করেন রাজ্য প্রশাসনকে ৷ BJP তৃণমূল কর্মীদের পথ আটকেছে বলে যে অভিযোগ আজ মমতা একুশের মঞ্চ থেকে করেছেন তা উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, "26 বছরের মধ্যে আজই সবথেকে কস লোক হয়েছে ধর্মতলায় ৷ আদতে এটি একটি ফ্লপ শো ৷"
আজ তৃণমূল নেত্রীও দাবি করেছিলেন, বাংলায় কর্মসংস্থান হচ্ছে, ভিন রাজ্য থেকে এখানে চাকরির জন্য মানুষ আসছেন ৷ শিল্প নিয়েও ইতিবাচক বার্তা দেন মমতা ৷ এই শিল্প নিয়েই এবার মমতাকে আক্রমণ করলেন বামেরা ৷ CPI(M)-এর মহম্মদ সেলিমের মন্তব্য, "এভাবে 21-এর মঞ্চ থেকে মিথ্যা কথা বলবেন ভাবতে পারিনি ৷ রাজ্যে শিল্প বলতে কিছু নেই ৷ চাকরির কোনও খবর নেই ৷ আর মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কর্মসংস্থান হচ্ছে ৷ " বিভিন্ন তথ্য-প্রযুক্তি সংস্থা এরাজ্য থেকে মুখ ফিরিয়েছে বলেও দাবি করেন সেলিম ৷
অন্যদিকে, নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিশেহারা হয়ে গিয়েছিলেন বলে কটাক্ষ কংগ্রেসের ৷ বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের দাবি, প্রতিদিন এরাজ্যের মানুষ অন্যরাজ্যে কাজ করতে গিয়ে খুন হচ্ছেন ৷ তাঁর কথায়, "রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে ৷ কর্মসংস্থান নেই ৷ আর মুখ্যমন্ত্রী বলছেন, বাইরে থেকে এরাজ্যে মানুষ চাকরি করতে আসছেন ৷" তৃণমূল নেত্রী আজকের সভায় অনেক ভুল কথা বলেছেন বলেও দাবি মান্নানের ৷