কলকাতা, 25 জুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাজ্যে যৌথভাবে আন্দোলনে নামতে চলেছে বাম ও কংগ্রেস । 29 তারিখ যৌথভাবে বিক্ষোভ দেখাবে তারা । গতকাল একাধিক বিষয়ে আলোচনার জন্য বৈঠক করে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ 16টি বাম দলের নেতৃত্ব ৷ আলোচনা হয়েছে বিধানসভা নির্বাচনে জোট প্রক্রিয়া এবং তার কৌশল নিয়েও ।
BJP এবং তৃণমূলের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন, প্রচার এবং রণকৌশল নিয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে । ব্লক স্তর থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে জনমত তৈরির কাজ করা হবে । সোমেন মিত্র বলেন, "মিনিমাম কমন প্রোগ্রামের ভিত্তিতে জোট প্রক্রিয়া শুরু হবে । যৌথ কর্মসূচি নেওয়ার আগে প্ল্যানিং কমিটি তৈরি করা হবে, যারা কর্মসূচি ঠিক করবে । এই অবস্থাতেই মানুষের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে । দীর্ঘ লকডাউনে কীভাবে গণবণ্টন ব্যবস্থা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করা হয়েছে তা তুলে ধরতে হবে ।" বিমান বসু বলেন, "আসন সমঝোতা নিয়ে আলোচনা পরে হবে । তার আগে বাম-কংগ্রেস যৌথভাবে তৃণমূল এবং BJP-র মোকাবিলা কীভাবে করবে তা নিয়েই আলোচনা হয়েছে । কয়েকটি বিশেষ রণকৌশল তৈরি হয়েছে । কংগ্রেস এবং বামফ্রন্টের নিচুতলার কর্মীরা যৌথভাবে রাজ্যের সর্বত্র জনসংযোগ গড়ে তুলবে । বিক্ষুব্ধ তৃণমূল এবং বিক্ষুব্ধ BJP কর্মীদের সঙ্গে কথা বলা হবে ।"
কেবলমাত্র নির্বাচনের জন্য নয়, তার আগেই মানুষের বিপদে এবং সমস্যায় যৌথভাবে রাস্তায় নামবে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব । সোমবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলন হবে । বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরা যৌথভাবে সেই আন্দোলনে অংশ নেবে । রেড রোডে বিকেল চারটের সময় থাকবেন বিমান বসু, সোমেন মিত্র ছাড়াও অন্য বাং ও কংগ্রেস নেতারা । 7 জুলাই আমফান এবং কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নিয়ে ফের পথে নামবে তারা ।
আগামী মাসের 8 এবং 9 তারিখ ফের রিভিউ বৈঠক করবে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব ।