কলকাতা, 24 জুন : কাটমানি ইশুতে উত্তাল হল বিধানসভা । আজ বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস বিধায়করা । অধ্যক্ষকে উদ্দেশ্য করে "কাটমানি" ফেরত চাই বলে স্লোগানও দেন তাঁরা । এরপর তাঁরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন । বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । বিরোধীরা স্লোগান দেন "C ফর কাট, M ফর মানি । অর্থাৎ এরাজ্যে CM অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথার অর্থ হল কাটমানি ।" বিক্ষোভ চলাকালীন বিধানসভার ন্যায়দণ্ড নিজের হাতে তুলে নেন পুরুলিয়া বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় । অন্যদিকে, আগামীকাল ও বুধবার এই ইশুতে তাদের দলের বিধায়করা সরব হবেন বলে BJP নেতৃত্ব জানিয়েছেন । তাই তারা এই ইশুতে আজ বিধানসভায় বিক্ষোভ দেখাননি ।
এই সংক্রান্ত আরও পড়ুন : জনরোষের মুখে কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতাদের
বিধানসভার বাইরে আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন । প্রকাশ্যে বিবৃতি দিন যে তাঁর কোন কোন জনপ্রতিনিধি কোথায় কত টাকা নিয়েছেন । না হলে আমরা এটা নিয়ে বিধানসভায় আলোচনা চাইব ।" কয়েকদিন আগে কাউন্সিলরদের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন । এরপরই কাটমানি ফেরত নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ । জনরোষের মুখে পড়ে কোনও কোনও জায়গায় কাটমানি ফেরত দেওয়ারও প্রতিশ্রুতিও দেন তৃণমূল নেতারা । কোনও কোনও নেতা আবার বলেন , "নিজের জন্য টাকা নিইনি, দলের স্বার্থে টাকা নিয়েছি ।"
গতকাল এই ইশুতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলের 99.99 শতাংশ কর্মীই সৎ ।" কিন্তু তাতে পরিস্থিতি উন্নতি হয়নি । আজ ফের এই ইশুতে উত্তাল হল বিধানসভা ।
অন্যদিকে, লোকসভা নির্বাচনের খারাপ ফলাফল নিয়ে আজ উত্তর 24 পরগনার তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক করলেন দলের জেলা সভা জ্যোতিপ্রিয় মল্লিক । বৈঠকে অবশ্য বিধাননগরের বিধায়ক সব্যসাচী দত্ত উপস্থিত ছিলেন না । বিধানসভার বিজয় সিংহ নাহার কক্ষে এই বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, শীলভদ্র দত্ত সহ অন্য বিধায়করা । সূত্রের খবর, BJP-র বাড়বাড়ন্ত ঠেকানো নিয়েও আলোচনা হয় এই বৈঠকে । বিধায়কদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন জ্যোতিপ্রিয়বাবু । যে সব জায়গায় তৃণমূলের বিধায়ক নেই সেখানে প্রাক্তন বিধায়কদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন তিনি । এছাড়া ,রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় সেজন্য জনপ্রতিনিধিদের নজর রাখতে বলেন তিনি ।