ETV Bharat / state

Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর কোচে বসছে এলইডি স্ক্রিন - কলকাতা মেট্রো কোচে বসছে এলইডি টিভি

এবার মেট্রো সফর হবে আরও সুন্দর ৷ গন্তব্যে যেতে যেতেই দেখতে পারবেন নানা অনুষ্ঠান ৷ মেট্রো কোচে বসতে চলেছে এলইডি স্ক্রিন (LED Screen in Metro Coaches) ৷

Etv Bharat
কলকাতা মেট্রো
author img

By

Published : Jan 13, 2023, 10:09 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: এবার টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখতে দেখতেই মেট্রোয় সফর করতে পারবেন যাত্রীরা । এতদিন স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পেতেন । তবে এবার থেকে মেট্রোয় বসে যেতে যেতেও দেখতে পারবেন টিভি । কারণ স্টেশনের পর এবার মেট্রো কোচের ভিতরেও বসতে চলছে এলইডি টিভি স্ক্রিন (LED Screen in Kolkata Metro Coaches)। আয় বাড়াতেই এই নতুন উদ্যোগ বলে শুক্রবার জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।

দ্বিতীয় লকডাউনের পর যখন লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছিল তখন একাধিক লোকাল ট্রেনের কামরায় প্রথমবার এই ধরনের এলইডি স্ক্রিন চোখে পড়েছিল যাত্রীদের । এবার ঠিক তেমনই পরিষেবা পাবেন মেট্রো যাত্রীরাও । বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান যেমন খবর, খেলা, ধারাবাহিক, নতুন ও পুরনো সিনেমার দৃশ্য এবং গান ছাড়াও জরুরি ঘোষণা দেখতে দেখতেই সফর করতে পারবেন যাত্রীরা । এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনও দেখানো হবে ।

আরও পড়ুন : গেট থেকে হ্যান্ডেল, আয় বাড়াতে মেট্রো রেলে ব্র্যান্ডিং সর্বত্র

মেধা এসি রেকে এই স্ক্রিনগুলি বসানো হবে বলে জানা গিয়েছে । নর্থ সাউথ করিডোর অর্থাৎ ব্লু লাইনে যে 16টি মেধা এসি রেক চলে তার প্রতিটি কামরায় দু'টি করে এই ধরনের স্ক্রিন বসানো হবে । একটি স্ক্রিন থাকবে সামনের দিকে অন্যটি থাকবে পিছনের দিকে। কলকাতা মেট্রোরেল এই মর্মে একটি বেসরকারি সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে । এই বেসরকারি সংস্থা 32 ইঞ্চির এলইডি স্ক্রিন প্রতিটি মেধা কোচে বসাবে । এতদিন মেট্রোর প্ল্যাটফর্মের টিভি স্ক্রিনেই সচেতনতামূলক-সহ বিভিন্ন বিনোদন অনুষ্ঠান দেখা যেত ৷ কিন্তু এখন তা কোচের ভেতরেও দেখা যাবে । স্ক্রিনে হরেকরকম অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও দেখানো হবে । যারা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তারা তাঁদের সংস্থার বিজ্ঞাপন দিতে পারবেন এখানে ।
করোনাকালে যাত্রীভাড়া একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল । তাই বিকল্প উপায় রোজগারের জন্য একাধিকবার বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো । কো-ব্র্যান্ডিংয়ের পর এবার কোচে বসানো হচ্ছে এলইডি স্ক্রিন ৷

কলকাতা, 13 জানুয়ারি: এবার টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখতে দেখতেই মেট্রোয় সফর করতে পারবেন যাত্রীরা । এতদিন স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পেতেন । তবে এবার থেকে মেট্রোয় বসে যেতে যেতেও দেখতে পারবেন টিভি । কারণ স্টেশনের পর এবার মেট্রো কোচের ভিতরেও বসতে চলছে এলইডি টিভি স্ক্রিন (LED Screen in Kolkata Metro Coaches)। আয় বাড়াতেই এই নতুন উদ্যোগ বলে শুক্রবার জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।

দ্বিতীয় লকডাউনের পর যখন লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছিল তখন একাধিক লোকাল ট্রেনের কামরায় প্রথমবার এই ধরনের এলইডি স্ক্রিন চোখে পড়েছিল যাত্রীদের । এবার ঠিক তেমনই পরিষেবা পাবেন মেট্রো যাত্রীরাও । বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান যেমন খবর, খেলা, ধারাবাহিক, নতুন ও পুরনো সিনেমার দৃশ্য এবং গান ছাড়াও জরুরি ঘোষণা দেখতে দেখতেই সফর করতে পারবেন যাত্রীরা । এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনও দেখানো হবে ।

আরও পড়ুন : গেট থেকে হ্যান্ডেল, আয় বাড়াতে মেট্রো রেলে ব্র্যান্ডিং সর্বত্র

মেধা এসি রেকে এই স্ক্রিনগুলি বসানো হবে বলে জানা গিয়েছে । নর্থ সাউথ করিডোর অর্থাৎ ব্লু লাইনে যে 16টি মেধা এসি রেক চলে তার প্রতিটি কামরায় দু'টি করে এই ধরনের স্ক্রিন বসানো হবে । একটি স্ক্রিন থাকবে সামনের দিকে অন্যটি থাকবে পিছনের দিকে। কলকাতা মেট্রোরেল এই মর্মে একটি বেসরকারি সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে । এই বেসরকারি সংস্থা 32 ইঞ্চির এলইডি স্ক্রিন প্রতিটি মেধা কোচে বসাবে । এতদিন মেট্রোর প্ল্যাটফর্মের টিভি স্ক্রিনেই সচেতনতামূলক-সহ বিভিন্ন বিনোদন অনুষ্ঠান দেখা যেত ৷ কিন্তু এখন তা কোচের ভেতরেও দেখা যাবে । স্ক্রিনে হরেকরকম অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও দেখানো হবে । যারা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তারা তাঁদের সংস্থার বিজ্ঞাপন দিতে পারবেন এখানে ।
করোনাকালে যাত্রীভাড়া একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল । তাই বিকল্প উপায় রোজগারের জন্য একাধিকবার বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো । কো-ব্র্যান্ডিংয়ের পর এবার কোচে বসানো হচ্ছে এলইডি স্ক্রিন ৷

আরও পড়ুন : কলকাতা মেট্রো টোকেনেও আজাদি কা অমৃত মহোৎসব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.