কলকাতা, 22 মে: পশ্চিমবঙ্গে একের পর এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাকে রাশিয়ার ইউক্রেন হামলা সঙ্গে তুলনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রবিবার গভীর রাতে টুইট করে বজবজ বিস্ফোরণ প্রসঙ্গে রাজ্য প্রশাসনকে বাক্যবাণে বিদ্ধ করেন নন্দীগ্রামের বিধায়ক।তাঁর দাবি, 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের মাটিতে যত না বিস্ফোরণ হয়েছে তার থেকে অনেক বেশি বিস্ফোরণ হয়েছে এই বাংলায় । পাশাপাশি বজবজের ঘটনাতেও এনআইএ তদন্ত প্রয়োজন বলে মনে করেন শুভেন্দু । স্বভাবতই শুভেন্দুর এই টুইট যে চলতে থাকা রাজনৈতিক তরজাকে নয়া মাত্রা দেবে তাতে সন্দেহ নেই।
16 মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম আর 21 মে বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর দাসপাড়া- এক সপ্তাহে দুটি জায়গায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে । দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট 14 জন। আহতের সংখ্যাও কম নয় । এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বারুদের স্তুপে বসে রয়েছে বলে দাবি বিরোধীদের। রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এই বিষয়টাকে হাতিয়ার করেই রাজ্য সরকারকে নিশানা করে চলেছে বিরোধী শিবির । বারবার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা সামনে আসায় শাসক শিবিরকে চাপে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। টুইটে আরও একবার সেই চেষ্টাই করলেন শুভেন্দু।
-
Russia began their invasion of Ukraine on February 24, 2022.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I think if one calculates & compares the number of explosions that have taken place on Ukrainian soil until now, the number would be fewer than the explosions that took place in West Bengal during this timeframe.
The… pic.twitter.com/VhRv2VUBsi
">Russia began their invasion of Ukraine on February 24, 2022.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 21, 2023
I think if one calculates & compares the number of explosions that have taken place on Ukrainian soil until now, the number would be fewer than the explosions that took place in West Bengal during this timeframe.
The… pic.twitter.com/VhRv2VUBsiRussia began their invasion of Ukraine on February 24, 2022.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 21, 2023
I think if one calculates & compares the number of explosions that have taken place on Ukrainian soil until now, the number would be fewer than the explosions that took place in West Bengal during this timeframe.
The… pic.twitter.com/VhRv2VUBsi
টুইটে শুভেন্দু লেখেন, "রাশিয়া 24 ফেব্রুয়ারি, 2022-এ ইউক্রেন যুদ্ধ শুরু করে। আমি মনে করি এই সময়ের মধ্যে ইউক্রেনের মাটিতে যতগুলি বিস্ফোরণ হয়েছে তার থেকে বাংলার বিস্ফোরণের সংখ্যা বেশি। পোড়া মাংস এবং বিস্ফোরকের গন্ধ এখনও এগড়ার খাদিকুল গ্রামের আকাশে-বাতাসে ঘোরাফেরা করছে । এরইমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর দাসপাড়া গ্রামে আরেকটি বিস্ফোরণে আহতদের অবস্থা অত্যন্ত গুরুতর । এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। এই তিনজনই মহিলা । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে । কারও মনে হতে পারে, আমি একই কথা বারবার বলছি কিন্তু এই ঘটনাতেও এনআইএ তদন্ত প্রয়োজন । মমতা সরকারের ঘুম কবে ভাঙবে ? আর কত মৃত্যু তাঁর বিবেককে নাড়া দেবে? পুনশ্চ. - যথারীতি মমতার পুলিশ যা করার তাই করেছে । তল্লাশির নামে প্রমাণ লোপাট করেছে ।"
এর আগে এগরার বিস্ফোরণের ঘটনাতেও এনআইএ তদন্ত দাবি করেছিলেন শুভেন্দু । এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলাও করেন তিনি। এবার বজবজের ঘটনাতেও এনআইএ তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা। তবে তিনি যেভাবে বাংলার অবস্থাকে ইউক্রেনের থেকেও খারাপ বলেছেন তা অবশ্যই তৃণমূলের অস্বস্তি বাড়াবে। এমতাবস্থায় শাসক শিবির কী প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার।
আরও পড়ুন: বজবজে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের পর রাতভর তল্লাশি, আটক একাধিক