ETV Bharat / state

Lawyers of TMC Cell Against Kalyan Banerjee : কল্যাণের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে চিঠি দিলেন তৃণমূল সেলের আইনজীবীরা

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূল সেলের আইনজীবীরা (Lawyers of TMC Cell Against Kalyan Banerjee) ৷ চিঠি দিলেন সুপ্রিমকোর্টে ৷ কীসের অভিযোগে চিঠি দিলেন তাঁরা ?

Lawyers of TMC Cell Against Kalyan Banerjee
কল্যাণের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ
author img

By

Published : Jan 19, 2022, 3:57 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন ৷ এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা (Lawyers of TMC Cell Against Kalyan Banerjee) ৷ একই চিঠির কপি পাঠানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । চিঠিতে দাবি করা হয়েছে, সরকারি পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন । তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা ।

মঙ্গলবার হাইকোর্টের সামনে তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ৷ মূলত স্বজনপোষণ ও দীর্ঘ লাঞ্ছনা-বঞ্চনার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনজীবীরা সরব হয়েছেন বলে জানা গিয়েছে । বিক্ষোভের সময় মহিলাদের তরফেও জানানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাঙ্গপাঙ্গরা মহিলাদের উদ্দেশ্যে অশালীন ভাষায় কথা বলেন ও অসম্মানজনক আচরণ করেন ।

Kalyan Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দেওয়া চিঠির প্রথমাংশ
Kalyan Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দেওয়া চিঠির প্রথমাংশ

আরও পড়ুন : মেয়াদ শেষে রাজ্যপালকে জেলে পাঠাতে এখন থেকে অভিযোগ দায়ের করুন : কল্যাণ

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের মতো পদাধিকারীকে তিনি সাম্প্রতিককালে যে ভাষায় আক্রমণ করেছেন তা গ্রহণযোগ্য নয় । এই ধরনের ভাষা অসাংবিধানিক এবং বারের একজন বর্ষীয়ান আইনজীবীর কাছ থেকে এই আচরণ প্রত্যাশিত নয় ।

Kalyan Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দেওয়া চিঠির দ্বিতীয়াংশ

দু'পাতার এই চিঠির মূল নির্যাসই হচ্ছে তিনি সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন । নিজের ঘর গুছিয়েছেন । নিজের ছেলে-মেয়ে এবং অপ্রত্যাশিতভাবে কিছু মহিলা আইনজীবীকে অজানা কারণে সুবিধা পাইয়ে দিয়েছেন । সরকারি প্যানেলের আইনজীবী হিসাবে নিজের ছেলে-মেয়েকে ঢুকিয়েছেন । এতে যোগ্যরা বঞ্চিত হয়েছে । সরকারি প্যানেলকে দুর্বল করা হয়েছে । সরকারি ক্ষমতা বলে তিনি অন্যান্যদের তাঁর হাতের পুতুল বানাতে চান । কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যাবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আইনজীবীরা । যাতে পরবর্তীতে যাঁরা ক্ষমতায় থাকবে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করার সাহস না পায় ।

আরও পড়ুন : রাজ্যপালকে বিজেপির শনি বলে কটাক্ষ কল্যাণের

কলকাতা, 19 জানুয়ারি : কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন ৷ এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা (Lawyers of TMC Cell Against Kalyan Banerjee) ৷ একই চিঠির কপি পাঠানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । চিঠিতে দাবি করা হয়েছে, সরকারি পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন । তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা ।

মঙ্গলবার হাইকোর্টের সামনে তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ৷ মূলত স্বজনপোষণ ও দীর্ঘ লাঞ্ছনা-বঞ্চনার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনজীবীরা সরব হয়েছেন বলে জানা গিয়েছে । বিক্ষোভের সময় মহিলাদের তরফেও জানানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাঙ্গপাঙ্গরা মহিলাদের উদ্দেশ্যে অশালীন ভাষায় কথা বলেন ও অসম্মানজনক আচরণ করেন ।

Kalyan Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দেওয়া চিঠির প্রথমাংশ
Kalyan Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দেওয়া চিঠির প্রথমাংশ

আরও পড়ুন : মেয়াদ শেষে রাজ্যপালকে জেলে পাঠাতে এখন থেকে অভিযোগ দায়ের করুন : কল্যাণ

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের মতো পদাধিকারীকে তিনি সাম্প্রতিককালে যে ভাষায় আক্রমণ করেছেন তা গ্রহণযোগ্য নয় । এই ধরনের ভাষা অসাংবিধানিক এবং বারের একজন বর্ষীয়ান আইনজীবীর কাছ থেকে এই আচরণ প্রত্যাশিত নয় ।

Kalyan Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দেওয়া চিঠির দ্বিতীয়াংশ

দু'পাতার এই চিঠির মূল নির্যাসই হচ্ছে তিনি সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন । নিজের ঘর গুছিয়েছেন । নিজের ছেলে-মেয়ে এবং অপ্রত্যাশিতভাবে কিছু মহিলা আইনজীবীকে অজানা কারণে সুবিধা পাইয়ে দিয়েছেন । সরকারি প্যানেলের আইনজীবী হিসাবে নিজের ছেলে-মেয়েকে ঢুকিয়েছেন । এতে যোগ্যরা বঞ্চিত হয়েছে । সরকারি প্যানেলকে দুর্বল করা হয়েছে । সরকারি ক্ষমতা বলে তিনি অন্যান্যদের তাঁর হাতের পুতুল বানাতে চান । কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যাবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আইনজীবীরা । যাতে পরবর্তীতে যাঁরা ক্ষমতায় থাকবে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করার সাহস না পায় ।

আরও পড়ুন : রাজ্যপালকে বিজেপির শনি বলে কটাক্ষ কল্যাণের

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.