ETV Bharat / state

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীরা - শুভেন্দুর রক্ষাকবচ

অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের বিচারপতির নামে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন, এই অভিযোগ তুলে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আরজি জানিয়েছেন আইনজীবীরা । আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By

Published : Jul 17, 2023, 12:31 PM IST

কলকাতা, 17 জুলাই: দিন তিনেক আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই বক্তব্য নিয়ে বিতর্কের জল এবার গড়াল আদালত পর্যন্ত ৷ সোমবার হাইকোর্টের কাছে অভিষেকের বিরুদ্ধে স্বতঃস্ফুর্ত মামলা দায়েরের আরজি জানান আইনজীবীরা ৷ আদালত সেই আরজি গ্রহণ করে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷

হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে মামলা: কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের বিচারপতির নামে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন । সোমবার এই নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা ৷

বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য আবেদন করেন, ‘হাইকোর্ট মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে । এত খুন হয়েছে হাইকোর্টের জন্য’, প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করা হচ্ছে । স্পেশাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দিক আদালত । অন্যদিকে আইনজীবী শাক্য সেনও বলেন, "এই একই ব্যক্তি আগেও হাইকোর্টের বিচারপতিদের নামে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন ।’’ তিনি এই বিষয়ে কড়া পদক্ষেপ করার আরজি জানান আদালতের কাছে ৷

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছিল কলকাতা শহরে ও হাইকোর্ট চত্বরে ৷ তাঁর বেঞ্চ বয়কটও করেছিলেন আইনজীবীদের একাংশ ৷ সেই নিয়ে ইতিমধ্যে একটি মামলা চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ আদালত অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়ে জানিয়েছে, মান্থার মামলারটির সঙ্গে অভিষেকের মামলার শুনানি হবে ৷

আরও পড়ুন: সমাজবিরোধীদের 'রক্ষাকবচ' দিচ্ছেন বিচারপতি ! অভিষেকের নিশানায় হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দাবি: পঞ্চায়েত ভোট মেটার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ৷ কোথাও আক্রান্ত বিরোধীরা, তো কোথাও আক্রান্ত শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ সেই আক্রান্তদের অনেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি ৷ দিনতিনকে আগে সেই কর্মী-সমর্থকদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন অভিষেক ৷

তার পর হাসপাতালের বাইরে এসে কড়া প্রতিক্রিয়া দেন ৷ সেই সময়ই তিনি নিশানা করেন কলকাতা হাইকোর্ট ও হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে ৷ সেদিন অভিষেকের বক্তব্য ছিল, বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন । অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কিছু করতে পারছে না । কারণ, হাইকোর্টের এক বিচারপতি বিজেপির কর্মীদের রক্ষাকবচ দিয়ে রেখেছে ।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সেদিন নিশানা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ৷ সেই আক্রমণের সময়ও আদালতের সমালোচনা করেছিলেন ৷ জানিয়েছিলেন, একজনের জন্য বিচারব্যবস্থা কলুষিত হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ-প্রশাসনকে নিয়ে সবাই সমালোচনা করছে । আর শুভেন্দু অধিকারী লোককে গাড়ি চাপা দিলেও তাঁর বিরুদ্ধে রক্ষাকবচ দিয়ে রেখেছেন হাইকোর্টের বিচারপতি ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা ! অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই

শুভেন্দুর রক্ষাকবচ: পুলিশি হেনস্তার অভিযোগ তুলে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলাগুলির শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷ তিনি শুভেন্দুকে একাধিক মামলায় রক্ষাকবচ দিয়েছেন ৷ এমনকী, শুভেন্দুর বিরুদ্ধে ভবিষ্যতে এফআইআর করতে গেলেও আদালতের অনুমতি দিতে হবে বলে রায় দিয়ে রেখেছেন ৷

আর এই বিষয়টিকে সামনে রেখেই বারবার শুভেন্দুর বিরুদ্ধে সরব হয়েছেন শাসক দল ৷ এমনকী, বিচারপতি মান্থাকেও তৃণমূলের সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ সম্প্রতি অভিষেক আবারও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ৷

কলকাতা, 17 জুলাই: দিন তিনেক আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই বক্তব্য নিয়ে বিতর্কের জল এবার গড়াল আদালত পর্যন্ত ৷ সোমবার হাইকোর্টের কাছে অভিষেকের বিরুদ্ধে স্বতঃস্ফুর্ত মামলা দায়েরের আরজি জানান আইনজীবীরা ৷ আদালত সেই আরজি গ্রহণ করে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷

হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে মামলা: কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের বিচারপতির নামে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন । সোমবার এই নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা ৷

বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য আবেদন করেন, ‘হাইকোর্ট মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে । এত খুন হয়েছে হাইকোর্টের জন্য’, প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করা হচ্ছে । স্পেশাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দিক আদালত । অন্যদিকে আইনজীবী শাক্য সেনও বলেন, "এই একই ব্যক্তি আগেও হাইকোর্টের বিচারপতিদের নামে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন ।’’ তিনি এই বিষয়ে কড়া পদক্ষেপ করার আরজি জানান আদালতের কাছে ৷

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছিল কলকাতা শহরে ও হাইকোর্ট চত্বরে ৷ তাঁর বেঞ্চ বয়কটও করেছিলেন আইনজীবীদের একাংশ ৷ সেই নিয়ে ইতিমধ্যে একটি মামলা চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ আদালত অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়ে জানিয়েছে, মান্থার মামলারটির সঙ্গে অভিষেকের মামলার শুনানি হবে ৷

আরও পড়ুন: সমাজবিরোধীদের 'রক্ষাকবচ' দিচ্ছেন বিচারপতি ! অভিষেকের নিশানায় হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দাবি: পঞ্চায়েত ভোট মেটার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ৷ কোথাও আক্রান্ত বিরোধীরা, তো কোথাও আক্রান্ত শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ সেই আক্রান্তদের অনেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি ৷ দিনতিনকে আগে সেই কর্মী-সমর্থকদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন অভিষেক ৷

তার পর হাসপাতালের বাইরে এসে কড়া প্রতিক্রিয়া দেন ৷ সেই সময়ই তিনি নিশানা করেন কলকাতা হাইকোর্ট ও হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে ৷ সেদিন অভিষেকের বক্তব্য ছিল, বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন । অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কিছু করতে পারছে না । কারণ, হাইকোর্টের এক বিচারপতি বিজেপির কর্মীদের রক্ষাকবচ দিয়ে রেখেছে ।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সেদিন নিশানা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ৷ সেই আক্রমণের সময়ও আদালতের সমালোচনা করেছিলেন ৷ জানিয়েছিলেন, একজনের জন্য বিচারব্যবস্থা কলুষিত হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ-প্রশাসনকে নিয়ে সবাই সমালোচনা করছে । আর শুভেন্দু অধিকারী লোককে গাড়ি চাপা দিলেও তাঁর বিরুদ্ধে রক্ষাকবচ দিয়ে রেখেছেন হাইকোর্টের বিচারপতি ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা ! অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই

শুভেন্দুর রক্ষাকবচ: পুলিশি হেনস্তার অভিযোগ তুলে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলাগুলির শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷ তিনি শুভেন্দুকে একাধিক মামলায় রক্ষাকবচ দিয়েছেন ৷ এমনকী, শুভেন্দুর বিরুদ্ধে ভবিষ্যতে এফআইআর করতে গেলেও আদালতের অনুমতি দিতে হবে বলে রায় দিয়ে রেখেছেন ৷

আর এই বিষয়টিকে সামনে রেখেই বারবার শুভেন্দুর বিরুদ্ধে সরব হয়েছেন শাসক দল ৷ এমনকী, বিচারপতি মান্থাকেও তৃণমূলের সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ সম্প্রতি অভিষেক আবারও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.