কলকাতা, 6 সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের নামে গেল আইনি নোটিশ । মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে এই নোটিশ পাঠিয়েছেন বিজেপি নেতা পেশায় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি । এক্ষেত্রে সাক্ষী হিসাবে তৃণমূল নেতা কুণাল ঘোষকেই পার্টি করেছেন তিনি । এ খবর প্রকাশ্যে আসতে কুণাল জানান, তিনি নোটিশ পেয়েছেন । আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন (BJP Leader Lawyer sends notice over Mamata Banerjee Family to Kunal Ghosh) ।
কালীঘাটের 30বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী । এই ঠিকানায় রয়েছেন মোট তিন জনপ্রতিনিধি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমোর ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্য়োপাধ্যায় । বর্তমানে তিনি কাউন্সিলর ৷ নির্বাচন কমিশনের হলফনামায় তিনি জানান তাঁর পেশা সমাজসেবা । এই মুহূর্তে কাজরীর সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা ৷
আরও পড়ুন: আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
বিজেপি নেতা তরুণজ্যোতি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর আমি জানি না ৷ তবে তাঁর বাবার চারটি কোম্পানি আছে ।" তাৎপর্যপূর্ণভাবে আইনজীবীর অভিযোগ, 2013-র পরবর্তী সময় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুখ্যমন্ত্রীর ভাইপোর বাবা-সহ বাকি জনপ্রতিনিধিদের উত্থান এবং সম্পত্তি বৃদ্ধি শুরু হয়েছে । সে সময় সারদা মামলা চলাকালীন কুণাল ঘোষ বলেছিলেন সব টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকনো আছে । এখন তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ৷
এই মুহূর্তে কালীঘাটে বন্দোপাধ্যায় পরিবারের সম্পত্তির সঙ্গে কি সারদার কোনও যোগ রয়েছে ? এক্ষেত্রে তরুণজ্যোতির দাবি, তাঁরা আয়কর বিভাগ, ইডি এবং সিবিআইয়ের তদন্ত চান ৷ যে কোনও একটি সংস্থা তদন্ত করলেই সত্যিটা সামনে আসবে বলে তিনি মনে করেন ।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "আমার কাছে একগুচ্ছ কাগজের তাড়া এসেছে, দেখতে পেয়েছি । তবে সেই কাগজে আমার বিরুদ্ধে কোনও মামলা হয়েছে, এমন তথ্য পাইনি । এক্ষেত্রে আমার মনে হয়েছে যিনি মামলাটি করেছেন, তিনি আমাকে প্র্যাকটিক্যালি একজন উইটনেস হিসাবে ব্যবহার করতে চেয়েছেন । আমি গোটা বিষয়টি দেখার জন্য কাগজগুলি আইনজীবীকে দিয়েছি । এক্ষেত্রে আদালত যা নির্দেশ দেবে, তা মেনে চলব ।"
আরও পড়ুন: পাচারের টাকা কালীঘাটের কোথায় এসেছে, নামটা স্পষ্ট করে বলুন ! তোপ মমতার