ETV Bharat / state

দায়িত্ব নিয়েই ডিএম-এসপিদের সঙ্গে বড় বৈঠকে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, কথা আইনশৃঙ্খলা নিয়ে - স্বরাষ্ট্রসচিব

State Law and Order Situation: দায়িত্ব নেওয়ার 24 ঘণ্টার মধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের নতুন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। আর তাতে ঠিক হয়েছে পুলিশ-প্রশাসনের মধ্যে যোগাযোগ রেখে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার ৷

মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের লক্ষ্য আইনশৃঙ্খলা
State Law and Order
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 10:13 AM IST

কলকাতা, 2 জানুয়ারি: দায়িত্ব নিয়েই জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। মঙ্গলবার হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর দায়িত্ব নিয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা। আর কয়েক মাস আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিবের পদ হারানো নন্দিনীকে নিয়ে আসা হয়েছে স্বরাষ্ট্র সচিব পদে। দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন তাঁরা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনের বৈঠকে মূলত আইনশৃঙ্খলা উপরই জোর দেওয়া হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না-হয় তার উপর জোর দিয়েছেন এই দুই আমলা। নির্বাচন যত এগিয়ে আসছে প্রশাসনিক স্তরে এই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

পাশাপাশি, নির্বাচনের আগেই রাজ্যে চলা বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ যাতে ঠিকমতো শেষ করা যায় তাও এদিন আলোচনা হয়েছে। নবান্ন সূত্র থেকে আরও জানা গিয়েছে, নবনিয়ুক্ত মুখ্যসচিব সমস্ত জেলাশাসকদের এই অর্থবর্ষ শেষের আগে বিভিন্ন প্রকল্পের বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন প্রকল্পের ব্যাপারে খোঁজ-খবরও নিয়েছেন।

নির্বাচন ঘোষণা হয়ে গেলে বেশ কয়েক মাস কোনও উন্নয়নের কাজ আর নতুন করে করা যাবে না তাই তার আগে এই সময়টিকে কাজে লাগাতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নবান্ন সূত্র থেকে আরও জানা গিয়েছে, খুব শীঘ্রই প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল হতে চলেছে ৷ আর এই রদবদল হবে মূলত নির্বাচনকে সামনে রেখেই। তবে নির্বাচনের আগে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলায়, যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর পরিস্থিতি না-তৈরি হয় ৷ এ বিষয়ে প্রত্যেক জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নতুন স্বরাষ্ট্রসচিব।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ বকেয়া 3 কোটি 61 লক্ষ, টাকা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি রাজভবনকে
  2. রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী
  3. পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা

কলকাতা, 2 জানুয়ারি: দায়িত্ব নিয়েই জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। মঙ্গলবার হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর দায়িত্ব নিয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা। আর কয়েক মাস আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিবের পদ হারানো নন্দিনীকে নিয়ে আসা হয়েছে স্বরাষ্ট্র সচিব পদে। দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন তাঁরা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনের বৈঠকে মূলত আইনশৃঙ্খলা উপরই জোর দেওয়া হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না-হয় তার উপর জোর দিয়েছেন এই দুই আমলা। নির্বাচন যত এগিয়ে আসছে প্রশাসনিক স্তরে এই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

পাশাপাশি, নির্বাচনের আগেই রাজ্যে চলা বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ যাতে ঠিকমতো শেষ করা যায় তাও এদিন আলোচনা হয়েছে। নবান্ন সূত্র থেকে আরও জানা গিয়েছে, নবনিয়ুক্ত মুখ্যসচিব সমস্ত জেলাশাসকদের এই অর্থবর্ষ শেষের আগে বিভিন্ন প্রকল্পের বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন প্রকল্পের ব্যাপারে খোঁজ-খবরও নিয়েছেন।

নির্বাচন ঘোষণা হয়ে গেলে বেশ কয়েক মাস কোনও উন্নয়নের কাজ আর নতুন করে করা যাবে না তাই তার আগে এই সময়টিকে কাজে লাগাতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নবান্ন সূত্র থেকে আরও জানা গিয়েছে, খুব শীঘ্রই প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল হতে চলেছে ৷ আর এই রদবদল হবে মূলত নির্বাচনকে সামনে রেখেই। তবে নির্বাচনের আগে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলায়, যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর পরিস্থিতি না-তৈরি হয় ৷ এ বিষয়ে প্রত্যেক জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নতুন স্বরাষ্ট্রসচিব।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ বকেয়া 3 কোটি 61 লক্ষ, টাকা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি রাজভবনকে
  2. রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী
  3. পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.