ETV Bharat / state

কোরোনায় রাজ্যে নতুন করে আক্রান্ত 370, মৃত 11 - কোরোনা আক্রান্ত

গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে 370 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 14 হাজার 728 ৷ তবে কোচবিহার, কালিম্পং, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে গত 24 ঘণ্টায় নতুন করে কারোর শরীরে কোরোনা সংক্রমণ লক্ষ্য করা যায়নি ৷

coronavirus
coronavirus
author img

By

Published : Jun 23, 2020, 10:35 PM IST

কলকাতা, 23 জুন : এখন পর্যন্ত রাজ্যে নয় হাজার 218 জন কোরোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় 531 জন ব্যক্তি কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট কোরোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন 14 হাজার 728 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 370 জনের শরীরে কোরোনার হদিস পাওয়া গিয়েছে ৷ এপর্যন্ত মৃত্যু হয়েছে 580 জনের ৷ তার মধ্যে গত 24 ঘণ্টায় নতুন করে 11 জনের মৃত্যু হয়েছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 4,930 জন ৷ তবে কোচবিহার, কালিম্পং, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে গত 24 ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি ৷

রাজ্যে এপর্যন্ত কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 9,218 জন ৷ আজ নতুন করে 531 জন সুস্থ হয়েছেন ৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যে কোরানা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার হার 62.58 শতাংশ ৷ রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত 4 লাখ 10 হাজার 854 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ নতুন করে 9 হাজার 423 জনের নমুনা পরীক্ষা করা হয় ৷ এপর্যন্ত মোট 4 লাখ 20 হাজার 277 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রতি 10 লাখে 4 হাজার 670 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট 49টি ল্যাবে চলছে কোরোনা পরীক্ষা ৷

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 77টি হাসপাতালে কোরোনা ভাইরাসের চিকিৎসা করা হচ্ছে ৷ তার মধ্যে 24টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতালে চলছে কোরোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ৷ সেই সঙ্গে রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টার রয়েছে 582টি ৷ বর্তমানে সেখানে 8 হাজার 819 জন রয়েছেন ৷ এখন পর্যন্ত কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পেয়েছে 91 হাজার 469 জন ৷ বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 21 হাজার 294 জন৷

কলকাতা, 23 জুন : এখন পর্যন্ত রাজ্যে নয় হাজার 218 জন কোরোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় 531 জন ব্যক্তি কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট কোরোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন 14 হাজার 728 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 370 জনের শরীরে কোরোনার হদিস পাওয়া গিয়েছে ৷ এপর্যন্ত মৃত্যু হয়েছে 580 জনের ৷ তার মধ্যে গত 24 ঘণ্টায় নতুন করে 11 জনের মৃত্যু হয়েছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 4,930 জন ৷ তবে কোচবিহার, কালিম্পং, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে গত 24 ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি ৷

রাজ্যে এপর্যন্ত কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 9,218 জন ৷ আজ নতুন করে 531 জন সুস্থ হয়েছেন ৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যে কোরানা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার হার 62.58 শতাংশ ৷ রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত 4 লাখ 10 হাজার 854 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ নতুন করে 9 হাজার 423 জনের নমুনা পরীক্ষা করা হয় ৷ এপর্যন্ত মোট 4 লাখ 20 হাজার 277 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রতি 10 লাখে 4 হাজার 670 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট 49টি ল্যাবে চলছে কোরোনা পরীক্ষা ৷

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 77টি হাসপাতালে কোরোনা ভাইরাসের চিকিৎসা করা হচ্ছে ৷ তার মধ্যে 24টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতালে চলছে কোরোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ৷ সেই সঙ্গে রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টার রয়েছে 582টি ৷ বর্তমানে সেখানে 8 হাজার 819 জন রয়েছেন ৷ এখন পর্যন্ত কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পেয়েছে 91 হাজার 469 জন ৷ বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 21 হাজার 294 জন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.