ETV Bharat / state

শিশুদের অধিকার সুরক্ষায় শহরের দ্রষ্টব্য স্থানগুলি নীল আলোয় সাজানো হলো - কলকাতা

Landmarks of city are decorated in blue light to protect rights of children: ভারত-সহ সারা বিশ্বে সোমবার শিশুরা এবং তাদের বিকাশকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তাদের বেঁচে থাকা, শারীরিক ও মানসিক বৃদ্ধি, সার্বিক বিকাশ, সুরক্ষা এবং বিভিন্ন কাজে অংশগ্রহণকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এইভাবে নীল আলোয় সাজানোর মাধ্যমে এই বার্তাটাই সাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 10:53 PM IST

কলকাতা, 20 নভেম্বর: দিন দুয়েক ধরে কলকাতা ও রাজ্যের বেশ কিছু দ্রষ্টব্য স্থান, বিশিষ্ট ভবন ও ধর্মীয় স্থানকে নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে। 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে, শিশুদের অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকার সুরক্ষিত করার আবেদন জানাতে এই বছর ইউনিসেফ তাদের 'গো-ব্লু' ক্যাম্পেনের অংশ হিসেবে কলকাতায় বিধানসভা ভবন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, মেটকাফ হল, বিড়লা তারামণ্ডল, নেহরু শিশু মিউজিয়ম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ম এবং ইউনিসেফ অফিসকে নীল আলোয় সাজিয়েছে।

শিশুদের অধিকার সুরক্ষা
শিশুদের অধিকার সুরক্ষা

ভারত-সহ সারা বিশ্বে সোমবার শিশুরা এবং তাদের বিকাশকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তাদের বেঁচে থাকা, শারীরিক ও মানসিক বৃদ্ধি, সার্বিক বিকাশ, সুরক্ষা এবং বিভিন্ন কাজে অংশগ্রহণকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এইভাবে নীল আলোয় সাজানোর মাধ্যমে এই বার্তাটাই সাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপরোক্ত ভবনগুলি ছাড়াও, বিভিন্ন ধর্মীয় স্থান যেমন পুরুলিয়া শহরের জেলেপাড়া দুর্গামন্দির ও সেন্ট জোসেফ বিলিভার্স ইস্টার্ন গির্জা, মালদার কালিয়াচকের শেখপাড়া জামামসজিদ, দক্ষিন দিনাজপুরের পাতিরামের সেন্ট মেরি গির্জাকেও একইভাবে নীল আলোয় সাজানো হয়েছে।

শিশুদের অধিকার সুরক্ষা
শিশুদের অধিকার সুরক্ষা

কলকাতা শহরের পরেশনাথের মন্দির, জাপানি বুদ্ধ মন্দির, নূর মসজিদ এবং সন্ত কুটিয়া গুরদ্বারও নীলাভ রূপ নিয়েছে। ধর্মীয়স্থানগুলিকে সাজানোর মাধ্যমে এইসব ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও শিশু অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে উঠবে। এই প্রসঙ্গে ইউনিসেফের পশ্চিমবঙ্গ অফিসের ভারপ্রাপ্ত প্রধান অমিত মেহরোত্রা বলেন, "মেয়ে ও ছেলে যে সমান এবং তাদেরকে সমানভাবে বেড়ে উঠতে দেওয়া উচিত, একথা বোঝার সময় এসে গেছে। পরিবারের সকলকে উৎসাহ দিন যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেন। মেয়ে ও ছেলে উভয়কেই নিয়মিত বিদ্যালয় গিয়ে তাদের শিক্ষা সম্পূর্ণ করতে বলুন। সর্বোপরি, আসুন আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আজকের পৃথিবীকে শিশুদের জন্য রক্ষা করি।"

'গো-ব্লু' ক্যাম্পেনকে শিশুদের সুরক্ষার এক অঙ্গীকার বলে বর্ণনা করে তিনি সমাজকে শিশু শ্রম, শিশু বিবাহ ও শিশুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠতে আহ্বান জানান। এই বছর বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সময়ে ইউনিসেফ ও ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মেয়ে ও ছেলেদের মধ্যে সমানাধিকার ও তাদের সশক্তিকরণের বার্তাকে সাধারণের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে #বি চ্যাম্পিয়ন বলে এক উদ্যোগ নেয়।

আরও পড়ুন

এমআরআই পায়ের, রিপোর্ট মাথার ! চূড়ান্ত গাফিলতির নমুনা উত্তরবঙ্গ মেডিক্যালে

মঙ্গলে শুরু দু’দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, উপস্থিতির সম্ভাবনা আম্বানি-হিরানান্দনিদের

কলকাতা, 20 নভেম্বর: দিন দুয়েক ধরে কলকাতা ও রাজ্যের বেশ কিছু দ্রষ্টব্য স্থান, বিশিষ্ট ভবন ও ধর্মীয় স্থানকে নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে। 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে, শিশুদের অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকার সুরক্ষিত করার আবেদন জানাতে এই বছর ইউনিসেফ তাদের 'গো-ব্লু' ক্যাম্পেনের অংশ হিসেবে কলকাতায় বিধানসভা ভবন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, মেটকাফ হল, বিড়লা তারামণ্ডল, নেহরু শিশু মিউজিয়ম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ম এবং ইউনিসেফ অফিসকে নীল আলোয় সাজিয়েছে।

শিশুদের অধিকার সুরক্ষা
শিশুদের অধিকার সুরক্ষা

ভারত-সহ সারা বিশ্বে সোমবার শিশুরা এবং তাদের বিকাশকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তাদের বেঁচে থাকা, শারীরিক ও মানসিক বৃদ্ধি, সার্বিক বিকাশ, সুরক্ষা এবং বিভিন্ন কাজে অংশগ্রহণকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এইভাবে নীল আলোয় সাজানোর মাধ্যমে এই বার্তাটাই সাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপরোক্ত ভবনগুলি ছাড়াও, বিভিন্ন ধর্মীয় স্থান যেমন পুরুলিয়া শহরের জেলেপাড়া দুর্গামন্দির ও সেন্ট জোসেফ বিলিভার্স ইস্টার্ন গির্জা, মালদার কালিয়াচকের শেখপাড়া জামামসজিদ, দক্ষিন দিনাজপুরের পাতিরামের সেন্ট মেরি গির্জাকেও একইভাবে নীল আলোয় সাজানো হয়েছে।

শিশুদের অধিকার সুরক্ষা
শিশুদের অধিকার সুরক্ষা

কলকাতা শহরের পরেশনাথের মন্দির, জাপানি বুদ্ধ মন্দির, নূর মসজিদ এবং সন্ত কুটিয়া গুরদ্বারও নীলাভ রূপ নিয়েছে। ধর্মীয়স্থানগুলিকে সাজানোর মাধ্যমে এইসব ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও শিশু অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে উঠবে। এই প্রসঙ্গে ইউনিসেফের পশ্চিমবঙ্গ অফিসের ভারপ্রাপ্ত প্রধান অমিত মেহরোত্রা বলেন, "মেয়ে ও ছেলে যে সমান এবং তাদেরকে সমানভাবে বেড়ে উঠতে দেওয়া উচিত, একথা বোঝার সময় এসে গেছে। পরিবারের সকলকে উৎসাহ দিন যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেন। মেয়ে ও ছেলে উভয়কেই নিয়মিত বিদ্যালয় গিয়ে তাদের শিক্ষা সম্পূর্ণ করতে বলুন। সর্বোপরি, আসুন আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আজকের পৃথিবীকে শিশুদের জন্য রক্ষা করি।"

'গো-ব্লু' ক্যাম্পেনকে শিশুদের সুরক্ষার এক অঙ্গীকার বলে বর্ণনা করে তিনি সমাজকে শিশু শ্রম, শিশু বিবাহ ও শিশুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠতে আহ্বান জানান। এই বছর বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সময়ে ইউনিসেফ ও ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মেয়ে ও ছেলেদের মধ্যে সমানাধিকার ও তাদের সশক্তিকরণের বার্তাকে সাধারণের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে #বি চ্যাম্পিয়ন বলে এক উদ্যোগ নেয়।

আরও পড়ুন

এমআরআই পায়ের, রিপোর্ট মাথার ! চূড়ান্ত গাফিলতির নমুনা উত্তরবঙ্গ মেডিক্যালে

মঙ্গলে শুরু দু’দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, উপস্থিতির সম্ভাবনা আম্বানি-হিরানান্দনিদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.