ETV Bharat / state

Lalbazar sends Letter to KMC: পুজোর আগেই রাস্তা সারাই থেকে ভ্যাট পরিষ্কার নিয়ে পৌরনিগমকে চিঠি লালবাজারের

Kolkata Police sends letter to Kolkata Municipal Corporation: পুজোর সময় ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নিতে লালবাজারকে ৷ তার উপর রাস্তা খারাপ থাকলে ট্রাফিক নিয়ন্ত্রণে নাকাল হতে হয় কলকাতা পুলিশকে ৷ সেই কারণে পুলিশের তরফে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগম, কেএমডিএ ও পূর্ত দফতরকে, যাতে দ্রুত রাস্তা মেরামত হয় ৷ সেই সঙ্গে ভ্যাট পরিষ্কারের কথাও বলা হয়েছে ৷

Lalbazar sends Letter to KMC
Lalbazar sends Letter to KMC
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 8:07 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন । তার আগে প্রায় প্রতিদিনের বৃষ্টিতে অবর্ণনীয় অবস্থা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার । কোনও প্রকারে মেরামত করা হলেও কিছু কিছু রাস্তার অবস্থা আবারও খারাপ হয়েছে ৷ কোনও কোনও রাস্তার একাংশে উঠে গিয়েছে পিচের প্রলেপ । অভিযোগ, সব জেনেও সে দিকে নজর নেই প্রশাসনের । এই পরিস্থিতিতে পুজোর আগে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট রাস্তাগুলির হাল ফেরাতে এবং রাস্তার ধারে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার কলকাতা পৌরনিগম, পূর্ত দফতর, কেএমডিএ-সহ বিভিন্ন দফতরকে চিঠি ধরালো লালবাজার ।

লালবাজার সূত্রের খবর, চিঠিতে শহরের 330টি রাস্তার কথা উল্লেখ করে দ্রুত মেরামতির জন্য বলা হয়েছে । পাশাপাশি, 226টি রাস্তার বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্যও বলা হয়েছে কলকাতা পৌরনিগমকে ।

একই সঙ্গে লালবাজারের তরফে পৌরনিগমকে জানানো হয়েছে, শহরের যে 142টি জায়গায় রাস্তার ধারে ভ্যাট রয়েছে, সেখান থেকে প্রায়ই দুর্গন্ধ ছড়াচ্ছে এবং দৃশ্য দূষণ করছে । পুজোর দিনগুলিতে যেন সকাল সকাল সেখান থেকে আবর্জনা সরিয়ে নেওয়া হয় । এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) সন্তোষ পাণ্ডের তরফে সংশ্লিষ্ট রাস্তাগুলির নাম দিয়ে সেগুলি যত শীঘ্র সম্ভব মেরামতির কথা জানিয়ে চিঠি পাঠানো হয় বলে লালবাজার সূত্রের খবর ।

এই বিষয় নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পুজোর আগেই তাঁরা শহরজুড়ে একটি সমীক্ষা চালিয়েছেন । এখান থেকেই তাঁরা জানতে পারেন, শহরের কোন কোন রাস্তা খারাপ রয়েছে৷ কোন কোন রাস্তা খানাখন্দে ভরা এবং শহরের কোন জায়গায় স্ট্রিট লাইটের প্রয়োজন রয়েছে । লালবাজারের তরফে বলা হয়েছে, যে সব জায়গায় রাস্তার উপরে গাছের ডাল এসে পড়েছে, সেগুলি কাটার ব্যবস্থা করতে হবে । ঠিক মতো আলো লাগাতে হবে 95টি জায়গায় । যদিও এই বিষয়ে পৌরনিগমের কোনও আধিকারিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ।

লালবাজার সূত্রের খবর কলকাতা পুলিশের তরফে যে 330টি রাস্তার নাম দিয়ে চিঠি কলকাতা পৌরনিগম এবং অন্যান্য দফতরগুলিকে পাঠানো হয়েছে, তার মধ্যে আছে ডায়মন্ড হারবার রোড, মহাত্মা গান্ধি রোড, সার্কুলার রোড, কলকাতা পোর্ট ট্রাস্টের লাগোয়া গার্ডেনরিচ রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, দেশপ্রাণ শাসমল রোড, রাজা এসসি মল্লিক রোড, আলিপুর রোড, বেলেঘাটা মেন রোড, শিয়ালদহ উড়ালপুল, রবীন্দ্র সরণি, বিবেকানন্দ রোড, বিকে পাল অ্যাভিনিউ, সত্য ডাক্তার রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হরিশ মুখার্জি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ।

এই বিষয়ে কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘সমস্ত রাস্তা গুরুত্বপূর্ণ । দুর্গাপুজোর সময় এই সকল রাস্তাগুলিতে ব্যাপক চাপ থাকে । ফলে এই সকল রাস্তাগুলির ভগ্নদশা হলে পুজোর সময় ট্রাফিকে একাধিক অসুবিধা হতে পারে । তাছাড়াও শহর জুড়ে যানজটের সমস্যাও হতে পারে । ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলি সারাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷’’

আরও পড়ুন: কেইআইআইপি'র কাজের জেরে শহর যেন সত্যি 'নরক', দুর্ভোগ থেকে মুক্তি কবে প্রশ্ন বাসিন্দাদের

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন । তার আগে প্রায় প্রতিদিনের বৃষ্টিতে অবর্ণনীয় অবস্থা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার । কোনও প্রকারে মেরামত করা হলেও কিছু কিছু রাস্তার অবস্থা আবারও খারাপ হয়েছে ৷ কোনও কোনও রাস্তার একাংশে উঠে গিয়েছে পিচের প্রলেপ । অভিযোগ, সব জেনেও সে দিকে নজর নেই প্রশাসনের । এই পরিস্থিতিতে পুজোর আগে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট রাস্তাগুলির হাল ফেরাতে এবং রাস্তার ধারে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার কলকাতা পৌরনিগম, পূর্ত দফতর, কেএমডিএ-সহ বিভিন্ন দফতরকে চিঠি ধরালো লালবাজার ।

লালবাজার সূত্রের খবর, চিঠিতে শহরের 330টি রাস্তার কথা উল্লেখ করে দ্রুত মেরামতির জন্য বলা হয়েছে । পাশাপাশি, 226টি রাস্তার বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্যও বলা হয়েছে কলকাতা পৌরনিগমকে ।

একই সঙ্গে লালবাজারের তরফে পৌরনিগমকে জানানো হয়েছে, শহরের যে 142টি জায়গায় রাস্তার ধারে ভ্যাট রয়েছে, সেখান থেকে প্রায়ই দুর্গন্ধ ছড়াচ্ছে এবং দৃশ্য দূষণ করছে । পুজোর দিনগুলিতে যেন সকাল সকাল সেখান থেকে আবর্জনা সরিয়ে নেওয়া হয় । এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) সন্তোষ পাণ্ডের তরফে সংশ্লিষ্ট রাস্তাগুলির নাম দিয়ে সেগুলি যত শীঘ্র সম্ভব মেরামতির কথা জানিয়ে চিঠি পাঠানো হয় বলে লালবাজার সূত্রের খবর ।

এই বিষয় নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পুজোর আগেই তাঁরা শহরজুড়ে একটি সমীক্ষা চালিয়েছেন । এখান থেকেই তাঁরা জানতে পারেন, শহরের কোন কোন রাস্তা খারাপ রয়েছে৷ কোন কোন রাস্তা খানাখন্দে ভরা এবং শহরের কোন জায়গায় স্ট্রিট লাইটের প্রয়োজন রয়েছে । লালবাজারের তরফে বলা হয়েছে, যে সব জায়গায় রাস্তার উপরে গাছের ডাল এসে পড়েছে, সেগুলি কাটার ব্যবস্থা করতে হবে । ঠিক মতো আলো লাগাতে হবে 95টি জায়গায় । যদিও এই বিষয়ে পৌরনিগমের কোনও আধিকারিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ।

লালবাজার সূত্রের খবর কলকাতা পুলিশের তরফে যে 330টি রাস্তার নাম দিয়ে চিঠি কলকাতা পৌরনিগম এবং অন্যান্য দফতরগুলিকে পাঠানো হয়েছে, তার মধ্যে আছে ডায়মন্ড হারবার রোড, মহাত্মা গান্ধি রোড, সার্কুলার রোড, কলকাতা পোর্ট ট্রাস্টের লাগোয়া গার্ডেনরিচ রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, দেশপ্রাণ শাসমল রোড, রাজা এসসি মল্লিক রোড, আলিপুর রোড, বেলেঘাটা মেন রোড, শিয়ালদহ উড়ালপুল, রবীন্দ্র সরণি, বিবেকানন্দ রোড, বিকে পাল অ্যাভিনিউ, সত্য ডাক্তার রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হরিশ মুখার্জি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ।

এই বিষয়ে কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘সমস্ত রাস্তা গুরুত্বপূর্ণ । দুর্গাপুজোর সময় এই সকল রাস্তাগুলিতে ব্যাপক চাপ থাকে । ফলে এই সকল রাস্তাগুলির ভগ্নদশা হলে পুজোর সময় ট্রাফিকে একাধিক অসুবিধা হতে পারে । তাছাড়াও শহর জুড়ে যানজটের সমস্যাও হতে পারে । ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলি সারাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷’’

আরও পড়ুন: কেইআইআইপি'র কাজের জেরে শহর যেন সত্যি 'নরক', দুর্ভোগ থেকে মুক্তি কবে প্রশ্ন বাসিন্দাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.