ETV Bharat / state

Kolkata Police on ATM Guard : শহরের রক্ষীবিহীন এটিএম পাহারার দায়িত্বে লালবাজার - শহরের রক্ষীবিহীন এটিএম পাহারার দায়িত্বে লালবাজারের গোয়েন্দা বিভাগ

শহরের বুকে কতকগুলি অসংরক্ষিত এটিএম কাউন্টার রয়েছে তার যাবতীয় হিসাব রাখতে হবে স্থানীয় থানাকে (Kolkata Police to Guard ATM) । পরে এক সপ্তাহের মধ্যে সেই হিসাব পাঠাতে হবে লালবাজারে । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে এমনটাই খবর ।

Lalbazar on Duty
Kolkata Police
author img

By

Published : Mar 20, 2022, 9:45 PM IST

কলকাতা, 20 মার্চ : সম্প্রতি শহরে এটিএম লুঠের ঘটনা ঘটছে প্রায়শই ৷ আজ উত্তর তো পরশু দক্ষিণ কলকাতায় (Kolkata) ৷ শহরে অসংরক্ষিত এটিএম কাউন্টার থেকে টাকা গায়েব করে নিচ্ছে নাইজেরিয়া গ্যাং। জানা গিয়েছে, অসংরক্ষিত এটিএম কাউন্টারগুলিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের টাকা তুলে নিচ্ছিল সেই গ্যাং । উত্তর কলকাতার কাশীপুর, বেলগাছিয়া এলাকায় এদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল ৷ মধ্য কলকাতার বড়বাজার, পোস্তা এবং দক্ষিণ কলকাতার যাদবপুর,গল্ফ গ্রীন সহ একাধিক এটিএমগুলিকে টার্গেট করেছিল এরা ৷

আরও পড়ুন: Electric Meter in KMC Markets : কলকাতা পৌরনিগমের বাজারগুলিতে দোকানদারদের নামে মিটার বসাতে সমীক্ষা

যে সকল এটিএম কাউন্টারগুলি রক্ষীবিহীন শুধু সেগুলির দিকে নাইজেরিয়া গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছিল তেমনটা নয় । বরং কলকাতার বুকে এমন একাধিক বার হয়েছে যেখানে রক্ষীবিহীন এটিএম কাউন্টার থেকে গ্রাহকদের টাকা ক্লোন মারফত সরিয়ে নেওয়া হয়েছে । ফলে কখনও নাইজেরিয়া গ্যাং আবার কখনও জামতাড়া গ্যাং ৷ শহরে একাধিক বার রক্ষীবিহীন এটিএম কাউন্টার থেকে একাধিক পদ্ধতিতে গ্রাহকদের টাকা সরানোর মতো খবর সামনে এসেছে ।

ফলে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) নগরপাল বিনীত গোয়েল গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিয়েছেন যে শহরের রক্ষীবিহীন এটিএম কাউন্টারের সংখ্যা খুঁজে বার করতে । এই কাজে গোয়েন্দা বিভাগকে সাহায্য় করবে স্থানীয় থানা । সেই রিপোর্ট লালবাজারে জমা পড়লে সংশ্লিষ্ট ব্যাংক কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একটি সিদ্ধান্তে উপনীত হবে লালবাজার ।

আরও পড়ুন: ED Notice To Abhishek: আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের

যদিও লালবাজার সূত্রের খবর, এই প্রকারের বৈঠক অতীতেও একাধিক করেছে কলকাতা পুলিশ । কিন্তু ব্যাংকের এটিএম কাউন্টারগুলিতে যে কেন রক্ষী থাকে না তার কোনও সদুত্তর দিতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষগুলি । তবে এবারে শহরে রক্ষীবিহীন এটিএম কাউন্টার সম্পর্কে ওয়াকিবহাল থাকতে দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগকে । ফলে ব্যাংক কর্তৃপক্ষগুলির সঙ্গে কথা বলে কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, সেই দিকেই তাকিয়ে পুলিশের অপর একটি মহল ।

কলকাতা, 20 মার্চ : সম্প্রতি শহরে এটিএম লুঠের ঘটনা ঘটছে প্রায়শই ৷ আজ উত্তর তো পরশু দক্ষিণ কলকাতায় (Kolkata) ৷ শহরে অসংরক্ষিত এটিএম কাউন্টার থেকে টাকা গায়েব করে নিচ্ছে নাইজেরিয়া গ্যাং। জানা গিয়েছে, অসংরক্ষিত এটিএম কাউন্টারগুলিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের টাকা তুলে নিচ্ছিল সেই গ্যাং । উত্তর কলকাতার কাশীপুর, বেলগাছিয়া এলাকায় এদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল ৷ মধ্য কলকাতার বড়বাজার, পোস্তা এবং দক্ষিণ কলকাতার যাদবপুর,গল্ফ গ্রীন সহ একাধিক এটিএমগুলিকে টার্গেট করেছিল এরা ৷

আরও পড়ুন: Electric Meter in KMC Markets : কলকাতা পৌরনিগমের বাজারগুলিতে দোকানদারদের নামে মিটার বসাতে সমীক্ষা

যে সকল এটিএম কাউন্টারগুলি রক্ষীবিহীন শুধু সেগুলির দিকে নাইজেরিয়া গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছিল তেমনটা নয় । বরং কলকাতার বুকে এমন একাধিক বার হয়েছে যেখানে রক্ষীবিহীন এটিএম কাউন্টার থেকে গ্রাহকদের টাকা ক্লোন মারফত সরিয়ে নেওয়া হয়েছে । ফলে কখনও নাইজেরিয়া গ্যাং আবার কখনও জামতাড়া গ্যাং ৷ শহরে একাধিক বার রক্ষীবিহীন এটিএম কাউন্টার থেকে একাধিক পদ্ধতিতে গ্রাহকদের টাকা সরানোর মতো খবর সামনে এসেছে ।

ফলে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) নগরপাল বিনীত গোয়েল গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিয়েছেন যে শহরের রক্ষীবিহীন এটিএম কাউন্টারের সংখ্যা খুঁজে বার করতে । এই কাজে গোয়েন্দা বিভাগকে সাহায্য় করবে স্থানীয় থানা । সেই রিপোর্ট লালবাজারে জমা পড়লে সংশ্লিষ্ট ব্যাংক কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একটি সিদ্ধান্তে উপনীত হবে লালবাজার ।

আরও পড়ুন: ED Notice To Abhishek: আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের

যদিও লালবাজার সূত্রের খবর, এই প্রকারের বৈঠক অতীতেও একাধিক করেছে কলকাতা পুলিশ । কিন্তু ব্যাংকের এটিএম কাউন্টারগুলিতে যে কেন রক্ষী থাকে না তার কোনও সদুত্তর দিতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষগুলি । তবে এবারে শহরে রক্ষীবিহীন এটিএম কাউন্টার সম্পর্কে ওয়াকিবহাল থাকতে দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগকে । ফলে ব্যাংক কর্তৃপক্ষগুলির সঙ্গে কথা বলে কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, সেই দিকেই তাকিয়ে পুলিশের অপর একটি মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.