ETV Bharat / state

Vaccine Controversy : তদন্তে লালবাজারের গোয়েন্দাদের বিশেষ দল গঠন

author img

By

Published : Jun 25, 2021, 10:23 PM IST

প্রয়োজনে দেবাঞ্জন দেবকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

lalbazar
lalbazar

কলকাতা, 25 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তের জন্য বিশেষ টিম গঠন করল লালবাজারের গোয়েন্দা বিভাগ । সংশ্লিষ্ট দলে আছেন লালবাজারের ব্যাঙ্ক ফ্রড, সাইবার সেল, মোবাইল ফরেন্সিক ইউনিটের দুঁদে গোয়েন্দারা । গোটা বিষয়টি খতিয়ে দেখবে গোয়েন্দাদের এই বিশেষ দল ৷

লালবাজারের এক আধিকারিকের কথায়, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে নেমে খেই হারিয়ে ফেলছেন গোয়েন্দারা । যে কারণে এই বিশেষ প্রতিনিধির দল গঠন করল লালবাজার । কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের সিআইডির গোয়েন্দারাও ধৃত দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করেন । গতকাল রাতে দেবাঞ্জনের সঙ্গে তারা কথা বলেন । ভবানী ভবন সূত্রে খবর, রাজ্য পুলিশের সিআইডি সম্প্রতি আসানসোল থেকে একজন ব্যক্তিকে ভুয়ো আইএএস কাণ্ডে গ্রেফতার করা করেছে । তাকে জিজ্ঞাসাবাদের পর রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে একাধিক নাম উঠে এসেছে ।

এই ঘটনার কিছু দিন পর ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কসবায় কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে দেবাঞ্জন দেব । জানা যায়, শুধু ভুয়ো ভ্যাকসিন দেওয়াই নয়, আইএএস অফিসার সেজে ঘুরে বেড়াত ধৃত দেবাঞ্জন ৷ তার সঙ্গে সিআইডির হাতে গ্রেফতার হওয়া আসানসোলের ওই ব্যক্তির কোনও আঁতাত রয়েছে কি না তা জানার জন্যই রাজ্য পুলিশের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে দেবাঞ্জন দেবকে ।

আরও পড়ুন : Kasba vaccine controversy : ফিরহাদের পদত্যাগ দাবি দিলীপের

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । দেবাঞ্জন দেব কাণ্ডে বেশ কিছু নথিপত্র ইতিমধ্যে লালবাজার থেকে ভবানী ভবনে চাওয়া হয়েছে ৷ প্রয়োজনে দেবাঞ্জন দেবকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

কলকাতা, 25 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তের জন্য বিশেষ টিম গঠন করল লালবাজারের গোয়েন্দা বিভাগ । সংশ্লিষ্ট দলে আছেন লালবাজারের ব্যাঙ্ক ফ্রড, সাইবার সেল, মোবাইল ফরেন্সিক ইউনিটের দুঁদে গোয়েন্দারা । গোটা বিষয়টি খতিয়ে দেখবে গোয়েন্দাদের এই বিশেষ দল ৷

লালবাজারের এক আধিকারিকের কথায়, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে নেমে খেই হারিয়ে ফেলছেন গোয়েন্দারা । যে কারণে এই বিশেষ প্রতিনিধির দল গঠন করল লালবাজার । কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের সিআইডির গোয়েন্দারাও ধৃত দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করেন । গতকাল রাতে দেবাঞ্জনের সঙ্গে তারা কথা বলেন । ভবানী ভবন সূত্রে খবর, রাজ্য পুলিশের সিআইডি সম্প্রতি আসানসোল থেকে একজন ব্যক্তিকে ভুয়ো আইএএস কাণ্ডে গ্রেফতার করা করেছে । তাকে জিজ্ঞাসাবাদের পর রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে একাধিক নাম উঠে এসেছে ।

এই ঘটনার কিছু দিন পর ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কসবায় কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে দেবাঞ্জন দেব । জানা যায়, শুধু ভুয়ো ভ্যাকসিন দেওয়াই নয়, আইএএস অফিসার সেজে ঘুরে বেড়াত ধৃত দেবাঞ্জন ৷ তার সঙ্গে সিআইডির হাতে গ্রেফতার হওয়া আসানসোলের ওই ব্যক্তির কোনও আঁতাত রয়েছে কি না তা জানার জন্যই রাজ্য পুলিশের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে দেবাঞ্জন দেবকে ।

আরও পড়ুন : Kasba vaccine controversy : ফিরহাদের পদত্যাগ দাবি দিলীপের

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । দেবাঞ্জন দেব কাণ্ডে বেশ কিছু নথিপত্র ইতিমধ্যে লালবাজার থেকে ভবানী ভবনে চাওয়া হয়েছে ৷ প্রয়োজনে দেবাঞ্জন দেবকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.