ETV Bharat / state

Dumdum Park Bharat Chakra : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল - lakhimpur incident

গত প্রায় এক বছর ধরেই কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করছেন কৃষকরা ৷ সেই আন্দোলন নিয়ে উত্তাল হয়েছে সারা দেশের রাজনীতি । আর এই বছরভর আন্দোলনেই সম্প্রতি বাড়তি মাত্রা যোগ করেছে লখিমপুরের ঘটনা।

Dumdum Park Bharat Chakra
ভারতচক্রের পুজোয় জায়গা পেল লখিমপুরের ঘটনা
author img

By

Published : Oct 7, 2021, 10:53 PM IST

Updated : Oct 9, 2021, 9:00 PM IST

কলকাতা, 7 অক্টোবর : কলকাতায় শারোদৎসবের থিমে এবার কৃষক আন্দোলনের ছোঁয়া ৷ দমদমপার্ক ভারতচক্র ক্লাবের এবছরের পুজোর ভাবনা, "ধান দেব না, মান দেব না।" আর এই থিমের সূত্র ধরেই ভারতচক্রের পুজোয় উঠে আসছে উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা ৷ যেখানে গত রবিবার আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনির বিরুদ্ধে ৷

এই পুজোর পরিকল্পনায় রয়েছেন শিল্পী অনির্বাণ ৷ আলোক পরিকল্পনায় প্রেমেন্দু বিকাশ চাকি । গত কয়েক বছরে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সেরা পুজো গুলির মধ্যে জায়গা করে নিয়েছে দমদমপার্ক ভারতচক্র ।

লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

গত প্রায় এক বছর ধরেই কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করছেন কৃষকরা ৷ সেই আন্দোলন নিয়ে সারা উত্তাল হয়েছে সারা দেশের রাজনীতি । আর এই বছরভর আন্দোলনেই সম্প্রতি বাড়তি মাত্রা যোগ করেছে লখিমপুরের ঘটনা। আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি চালিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত । ভারতচক্র পুজো কর্তৃপক্ষ অবশ্য কোনওরকম রাজনৈতিক তরজায় ঢুকতে নারাজ । তারা বিষয়টিকে তুলে ধরছেন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে ৷

আরও পড়ুন : Durga Puja: দুর্গাপুজোয় বিদ্যুতের সমস্যা মেটাতে 24 ঘণ্টার কন্ট্রোল রুম

কাস্তেতে শান দিই আজ যুগ যুগ ধরে/ রক্ত বুনেছি ধান শত বৎসরে। ঘামে ভেজা শরীরে মাটি ভেজা গন্ধ/পেশা আর পেষনের বহমান দ্বন্দ্ব। রাজপথে কৃষকের জমায়েতে প্রতিবাদ/প্রতিবাদী মিছিলে মৃত্যুর নোনা স্বাদ। হেই রে ফসল ভাই সামলাও সাবধানে/লুঠেরা ফিরছে দেশে শস্যের সন্ধানে । কৃষকের দেশে আজ জিতবেই কৃষকেরা/কবুল যে জানমান অতন্দ্র শপথেরা । সলিল চৌধুরীর কথকতার ছোঁয়া ভারতচক্রের ভাবনায়। মণ্ডপ জুড়ে থাকছে ধানক্ষেতের আবহ । প্রতীকী হিসেবে কৃষকদের পায়ের ফুটিফাটা দশার ছবিও সাজানো রয়েছে । কৃষকের লাঙল, ট্রাক্টর সবই রয়েছে এখানে । আন্দোলন রত কৃষকদের পাশে থাকার সমর্থনসূচক লেখাও রয়েছে । বাড়তি হিসেবে যোগ হয়েছে লখিমপুরের ঘটনা । বাঙালি এবং প্রতিবাদ পরস্পর হাত ধরে চলে । কিন্তু শারোদৎসবের ভাবনায় তার জায়গা করে নেওয়া বোধহয় এই প্রথম । তাই ভাবনার অভিনবত্বে ভারতচক্র চমক দিতে চলছে ।

কলকাতা, 7 অক্টোবর : কলকাতায় শারোদৎসবের থিমে এবার কৃষক আন্দোলনের ছোঁয়া ৷ দমদমপার্ক ভারতচক্র ক্লাবের এবছরের পুজোর ভাবনা, "ধান দেব না, মান দেব না।" আর এই থিমের সূত্র ধরেই ভারতচক্রের পুজোয় উঠে আসছে উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা ৷ যেখানে গত রবিবার আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনির বিরুদ্ধে ৷

এই পুজোর পরিকল্পনায় রয়েছেন শিল্পী অনির্বাণ ৷ আলোক পরিকল্পনায় প্রেমেন্দু বিকাশ চাকি । গত কয়েক বছরে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সেরা পুজো গুলির মধ্যে জায়গা করে নিয়েছে দমদমপার্ক ভারতচক্র ।

লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

গত প্রায় এক বছর ধরেই কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করছেন কৃষকরা ৷ সেই আন্দোলন নিয়ে সারা উত্তাল হয়েছে সারা দেশের রাজনীতি । আর এই বছরভর আন্দোলনেই সম্প্রতি বাড়তি মাত্রা যোগ করেছে লখিমপুরের ঘটনা। আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি চালিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত । ভারতচক্র পুজো কর্তৃপক্ষ অবশ্য কোনওরকম রাজনৈতিক তরজায় ঢুকতে নারাজ । তারা বিষয়টিকে তুলে ধরছেন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে ৷

আরও পড়ুন : Durga Puja: দুর্গাপুজোয় বিদ্যুতের সমস্যা মেটাতে 24 ঘণ্টার কন্ট্রোল রুম

কাস্তেতে শান দিই আজ যুগ যুগ ধরে/ রক্ত বুনেছি ধান শত বৎসরে। ঘামে ভেজা শরীরে মাটি ভেজা গন্ধ/পেশা আর পেষনের বহমান দ্বন্দ্ব। রাজপথে কৃষকের জমায়েতে প্রতিবাদ/প্রতিবাদী মিছিলে মৃত্যুর নোনা স্বাদ। হেই রে ফসল ভাই সামলাও সাবধানে/লুঠেরা ফিরছে দেশে শস্যের সন্ধানে । কৃষকের দেশে আজ জিতবেই কৃষকেরা/কবুল যে জানমান অতন্দ্র শপথেরা । সলিল চৌধুরীর কথকতার ছোঁয়া ভারতচক্রের ভাবনায়। মণ্ডপ জুড়ে থাকছে ধানক্ষেতের আবহ । প্রতীকী হিসেবে কৃষকদের পায়ের ফুটিফাটা দশার ছবিও সাজানো রয়েছে । কৃষকের লাঙল, ট্রাক্টর সবই রয়েছে এখানে । আন্দোলন রত কৃষকদের পাশে থাকার সমর্থনসূচক লেখাও রয়েছে । বাড়তি হিসেবে যোগ হয়েছে লখিমপুরের ঘটনা । বাঙালি এবং প্রতিবাদ পরস্পর হাত ধরে চলে । কিন্তু শারোদৎসবের ভাবনায় তার জায়গা করে নেওয়া বোধহয় এই প্রথম । তাই ভাবনার অভিনবত্বে ভারতচক্র চমক দিতে চলছে ।

Last Updated : Oct 9, 2021, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.