কলকাতা , 23 মে : রাতেও অবরোধ শহরে । বিদ্যুৎহীন লেক গার্ডেন্স স্টেশন লাগোয়া অঞ্চলের মানুষজন অবরোধ করলেন রাস্তা । তাতে বেশ কিছুক্ষণ আটকে পড়ল একটি অ্যাম্বুলেন্স । বিদ্যুৎহীন, জলহীন মানুষজন নাছোরবান্দা । আসলে টানা 75 ঘণ্টারও বেশি বিদ্যুতহীন থাকায় ভেঙে গেছে তাঁদের ধৈর্যের বাঁধ।
আমফানের পর কেটে গেছে চার দিন । এখনও বিপর্যস্ত শহর কলকাতা । কোথাও এখনও জমে আছে হাঁটু জল । কোথাও আবার সেই জলের জন্যই হাহাকার । এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের বহু অংশ । সব মিলিয়ে আমফানের চার দিন পরেও বিপর্যস্ত নগর জীবন । ফলে ধৈর্যের বাঁধ ভাঙছে। মানুষজন পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও হচ্ছে অবরোধ। কলকাতার অনেক এলাকায় এখনও পর্যন্ত বিদ্যুত আসেনি। মিলছে না কর্পোরেশনের জল। ফলে শৌচাগারে ব্যবহারের জল নেই। পানীয় জলের জন্য রয়েছে তীব্র হাহাকার । যদিও CESC-র তরফে জানানো হয়েছে , তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে । দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা। এরই মাঝে আজ মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব কথা বলেন CESC-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে। রাজ্য সরকারের অন্দরমহল বলছে, মানুষের এই ক্ষোভ স্বাভাবিক। কিন্তু ধ্বংসের ভয়াবহতা এতটাই বেশি যে দ্রুত সবকিছু স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। মানুষের ক্ষোভ বুঝতে পেরেই সেনাবাহিনীর সাহায্য চায় সরকার। সাহায্য নেওয়া হচ্ছে NDRF, SDRF এর। পাশাপাশি রেল, বন্দর কর্তৃপক্ষের কাছে সাহায্য চাওয়া হয়।
কিন্তু সাধারণ মানুষজন আর অপেক্ষা করতে রাজি নয়। পানীয় জলটুকুও না পেয়ে তাঁরা উগরে দিচ্ছেন ক্ষোভ। এদিকে আবার পানীয় জল নিয়ে শুরু হয়েছে কালোবাজারি। একটা 20 লিটারের জারের দাম গিয়ে পৌঁছেছে 200 -250 টাকায়। যার ফলে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ছেন । অবরোধ করছেন ।