কলকাতা,1 জুন : টানা তিনবার ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল তথা ন্যাকে মূল্যায়নে ‘এ’ গ্রেড পেল কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ । এই প্রথমবার রাজ্যের কোনও সরকারি কলেজ পর পর তিন বার ন্যাকের মূল্যায়নের ভিত্তিতে ‘এ’ গ্রেড পেল । স্বাভাবিকভাবেই খুশি পড়ুরা থেকে কর্তৃপক্ষ (NACC Assessment in Lady Brabourne College)।
কলেজের অধ্যক্ষ শিউলি সরকার বলেন, "এই প্রথমবার রাজ্যের কোনও সরকারি কলেজ টানা তিনবার ন্যাকের দেওয়া ‘এ’ গ্রেড পেল। স্বাভাবিকভাবেই এই স্বীকৃতি কারও একার প্রাপ্য নয়। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অশিক্ষা কর্মী, গবেষক, প্রাক্তনী, বর্তমান পড়ুয়া থেকে অভিভাবক সবাই এই স্বীকৃতির ভাগীদার। বিগত কয়েক বছরে ন্যাকের থেকে 8 কোটি 60 লক্ষ টাকা আর্থিক অনুদান পেয়েছে লেডি ব্রেবোর্ন কলেজ । আশা করছি, আগামিদিনে আরও আর্থিক সাহায্য কলেজ পাবে। কলেজের আরও উন্নতি হবে।"
অধ্যক্ষ আরও জানান যে এই কলেজে মোট 116 জন শিক্ষক আছেন । এঁদের মধ্যে 94 জনেরই পিএইচডি রয়েছে । বাকি 20 জন পিএইচডি গাইড। গত 5 বছরে দেশের মধ্যে ও বিদেশি জার্নাল মিলিয়ে কলেজের 374টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কলেজের উন্নতির বিষয় মাথায় রেখে প্রাক্তনীরা বিভিন্ন সময় আর্থিক সহায়তা করেছেন । গত 5 বছরে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকার আর্থিক সহায়তা মিলেছে তাঁদের থেকেও । লকডাউনের আগে লেডি ব্র্যাবোর্ন কলেজে অর্থাৎ 2014 সালে শেষবার ন্যাকের সদস্যরা আসেন কলেজ পরিদর্শনে। 2020 সালে পরিদর্শনে আসার কথা থাকলেও করোনা ও তারপর লকডাউনের জন্য তা পিছিয়ে দেওয়া হয় । এরপর আবারও গত মাসের 26 ও 27 তারিখে পরিদর্শনে এসেছিল ন্যাাকের সদস্যরা। এবারও ‘এ’ গ্রেড পেয়েছে এই কলেজ ৷
আরও পড়ুন : Online Exam : কলেজের অনুষ্ঠানে ভিড় জমিয়েও কেন অনলাইন পরীক্ষার দাবি, উঠছে প্রশ্ন