ETV Bharat / state

WB Recruitment Scam: কুন্তল, নীলাদ্রি ও তাপসের জামিনের আবেদন খারিজ আলিপুর বিশেষ আদালতের - WB Recruitment Scam

কুন্তল-সহ অন্যান্য দু'জনের 23 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আলিপুর বিশেষ আদালতের ৷ এদিন আলিপুর আদালত তাঁদের জামিনের আবেদন (Bail Application) খারিজ করে দেয় ৷

WB Recruitment Scam
কুন্তল নীলাদ্রি ও তাপসের জামিনের আবেদন খারিজ আলিপুর বিশেষ আদালতের
author img

By

Published : Mar 9, 2023, 9:34 PM IST

কলকাতা, 9 মার্চ: নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) মামলায় এদিন ফের আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয় হুগলি জেলা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ-সহ তিনজনকে। আলিপুর আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে 23 মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এদিন ৷

ইডির তরফে এদিন আদালতে জানানো হয়, কুন্তল ঘোষ ও তাঁর আত্মীয়র অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। 2017 থেকে 2019 সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতির টাকা 75টি ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে এমনই তথ্য তুলে ধরা হয় ইডির তরফে । ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ ও তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়র অ্যাকাউন্ট থেকে 6.5 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এই সমস্ত খতিয়ে দেখতে নতুন করে 75টি অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।

তাঁদের এদিন জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকে। এদিন আলিপুর আদালতে কুন্তল ঘোষ বলেন, "তদন্তে অফিসাররা সব বার করে নেবেন।" অন্যদিকে, তাপস মণ্ডলের বক্তব্য, "যা বলার তদন্তকারী অফিসারদের আগেই সব বলে দিয়েছি।" উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কুন্তল ঘোষ। একাধিক চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে তিনি নিয়োগ করেছেন।

আরও পড়ুন: 3 বছরে 75টি ব্য়াংক অ্যাকাউন্টে লেনদেন ! কুন্তলের বিরুদ্ধে দাবি ইডির

তাঁর বাড়ি থেকে ওএমআর সিটের একাধিক কপি পাওয়া যায়। অন্যদিকে, নীলাদ্রি ঘোষ তাপস মণ্ডলরা মিডিলম্যানের কাজ করতেন। এদিন কুন্তল ঘোষ আলিপুর আদালতের থেকে বেরনোর সময় জানান, তিনি টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে টাকা দিয়েছিলেন। ইডি অবশ্য আগেই কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের নথিতে বনির নাম পায়। সেই জন্য বনি সেনগুপ্তকে এদিন ইডি সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন।

তারপরই কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন অভিনেতা বনি সেনগুপ্ত। 35 থেকে 40 লক্ষ টাকার মাঝে তাঁর গাড়ি কেনার জন্য চুক্তি হয়েছিল কুন্তলের সঙ্গে। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদের পর্ব। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের কাছে অভিনেতা স্বীকার করে নেন গাড়ি কেনার জন্য কুন্তল ঘোষ তাকে টাকা দিয়েছিল। তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনওভাবেই সেই টাকা যুক্ত ছিল না। পারিশ্রমিক হিসেবে তিনি টাকা নিয়েছিলেন এবং তিনি কোনও দলের অপকর্ম জালে সেই টাকা নিতেন না-বলে দাবি করেছেন অভিনেতা ৷

কলকাতা, 9 মার্চ: নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) মামলায় এদিন ফের আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয় হুগলি জেলা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ-সহ তিনজনকে। আলিপুর আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে 23 মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এদিন ৷

ইডির তরফে এদিন আদালতে জানানো হয়, কুন্তল ঘোষ ও তাঁর আত্মীয়র অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। 2017 থেকে 2019 সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতির টাকা 75টি ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে এমনই তথ্য তুলে ধরা হয় ইডির তরফে । ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ ও তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়র অ্যাকাউন্ট থেকে 6.5 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এই সমস্ত খতিয়ে দেখতে নতুন করে 75টি অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।

তাঁদের এদিন জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকে। এদিন আলিপুর আদালতে কুন্তল ঘোষ বলেন, "তদন্তে অফিসাররা সব বার করে নেবেন।" অন্যদিকে, তাপস মণ্ডলের বক্তব্য, "যা বলার তদন্তকারী অফিসারদের আগেই সব বলে দিয়েছি।" উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কুন্তল ঘোষ। একাধিক চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে তিনি নিয়োগ করেছেন।

আরও পড়ুন: 3 বছরে 75টি ব্য়াংক অ্যাকাউন্টে লেনদেন ! কুন্তলের বিরুদ্ধে দাবি ইডির

তাঁর বাড়ি থেকে ওএমআর সিটের একাধিক কপি পাওয়া যায়। অন্যদিকে, নীলাদ্রি ঘোষ তাপস মণ্ডলরা মিডিলম্যানের কাজ করতেন। এদিন কুন্তল ঘোষ আলিপুর আদালতের থেকে বেরনোর সময় জানান, তিনি টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে টাকা দিয়েছিলেন। ইডি অবশ্য আগেই কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের নথিতে বনির নাম পায়। সেই জন্য বনি সেনগুপ্তকে এদিন ইডি সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন।

তারপরই কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন অভিনেতা বনি সেনগুপ্ত। 35 থেকে 40 লক্ষ টাকার মাঝে তাঁর গাড়ি কেনার জন্য চুক্তি হয়েছিল কুন্তলের সঙ্গে। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদের পর্ব। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের কাছে অভিনেতা স্বীকার করে নেন গাড়ি কেনার জন্য কুন্তল ঘোষ তাকে টাকা দিয়েছিল। তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনওভাবেই সেই টাকা যুক্ত ছিল না। পারিশ্রমিক হিসেবে তিনি টাকা নিয়েছিলেন এবং তিনি কোনও দলের অপকর্ম জালে সেই টাকা নিতেন না-বলে দাবি করেছেন অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.