ETV Bharat / state

Recruitment Scam Case: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজত কুন্তলের

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) জেল হেফাজতের মেয়াদ শেষে আজ ফের নগর দায়রা আদালতে তোলা হয়েছিল কুন্তল ঘোষকে (Kuntal Ghosh produced in Bankshall Court)৷ তবে তাঁর জামিনের আবেদনে খারিজ করে দিয়ে তাঁকে ফের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

Kuntal Ghosh ETV Bharat
কুন্তল ঘোষ
author img

By

Published : Mar 3, 2023, 4:13 PM IST

Updated : Mar 3, 2023, 5:15 PM IST

কলকাতা, 3 মার্চ: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam Case) আর্থিক লেনদেন সংক্রান্ত ইডির মামলায় ধৃত কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ হয়ে গেল ব্যাঙ্কশাল আদালতে ৷ ফের তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে (Kuntal Ghosh produced in Bankshall Court)৷

ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের সঙ্গে দক্ষিণ কলকাতায় এক মহিলার যোগসাজশ পাওয়া গিয়েছে । দক্ষিণ কলকাতার ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কুন্তল ঘোষের টাকা-পয়সার লেনদেনের তথ্য মিলেছে । দক্ষিণ কলকাতার ওই মহিলার একটি পার্লারও আছে ।

আজ আদালতে কুন্তল ঘোষের আইনজীবীর তরফ থেকে জামিনের আবেদন করা হলেও, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা জানায় ইডি ৷ ইডির আইনজীবী বলেন, তাঁরা 10 জন এজেন্টের বয়ান নিয়েছেন । যেখানে তাঁরা জানিয়েছেন যে, 200 জন প্রার্থীর থেকে তাঁরা টাকা তুলে দিয়েছেন কুন্তলকে । মোট 16 কোটি টাকা দেওয়া হয় । প্রতি প্রার্থীদের থেকে 8 লক্ষ টাকা করে নেন কুন্তল । যে টাকা পার্থর কাছে গিয়েছে বলে দাবি ইডির ।

বিএড-ডিএল.এড কলেজের অনুমোদনে জন্যও টাকা নেওয়া হয় । সে ক্ষেত্রে পার্থ ও মানিকের প্রভাবকে কাজে লাগানো হয়েছে । জেলে গিয়ে কুন্তলকে জেরা করার জন্য এ দিন আবেদন জানিয়েছে ইডি । শুধু প্রাইমারি নয়, কুন্তল আপার প্রায়মারি, এসএসসি নবম-দশম শ্রেণির, গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরির জন্য টাকা তুলেছেন বলে দাবি ইডির ।

কলকাতা হাইকোর্ট আরও একটি নতুন মামলার তদন্তভার দিয়েছে ইডি-কে ৷ গত 14 দিনে মামলার কী অগ্রগতি হয়েছে তা জানতে চান বিচারক । তদন্তকারী অফিসার বিচারকের কাছে গিয়ে বেশ কিছু নথি দেখান । তাঁর দাবি, 6.5 কোটি টাকা কোথা থেকে এসেছিল, তার উত্তর এখনও দিতে পারেননি কুন্তল ৷

আরও পড়ুন: টাকা না দিলে ছেলেকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস, বিস্ফোরক অভিযোগ কুন্তলের

কুন্তলের আইনজীবী এ দিন বলেন, 40 দিনে আর কোনও তথ্য পায়নি ইডি । ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের বিস্তারিত জমা দেওয়া হয়েছে । যে ওএমার শিট উদ্ধার হয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি । পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে যে সম্পত্তি পাওয়া গিয়েছে, তার সঙ্গে কুন্তলের কোনও সম্পর্ক নেই । একটা পয়সাও উদ্ধার হয়নি তাঁর কাছ থেকে ।

অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার যে বিষয়টি উত্থাপন করা হচ্ছে তা ভুল বলে দাবি করেন কুন্তলের আইনজীবী । তাঁর দাবি, গল্প তৈরি করা হচ্ছে । কুন্তল ঘোষের কলেজ আছে । বিএড, ইংলিশ মিডিয়াম স্কুলও আছে । সেখান থেকে তাঁর আয় হয় । বিনোদনের জগতে মিউজিক ভিডিয়োতে বিনিয়োগ করেছেন তিনি । কুন্তলের চিকিৎসা সংক্রান্ত বিষয় বিবেচনা করার জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী । কারণ নানা রকম শারীরিক সমস্যাতে তাঁকে ওষুধ খেতে হয় বলে জানান তিনি। যদিও আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷

কলকাতা, 3 মার্চ: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam Case) আর্থিক লেনদেন সংক্রান্ত ইডির মামলায় ধৃত কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ হয়ে গেল ব্যাঙ্কশাল আদালতে ৷ ফের তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে (Kuntal Ghosh produced in Bankshall Court)৷

ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের সঙ্গে দক্ষিণ কলকাতায় এক মহিলার যোগসাজশ পাওয়া গিয়েছে । দক্ষিণ কলকাতার ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কুন্তল ঘোষের টাকা-পয়সার লেনদেনের তথ্য মিলেছে । দক্ষিণ কলকাতার ওই মহিলার একটি পার্লারও আছে ।

আজ আদালতে কুন্তল ঘোষের আইনজীবীর তরফ থেকে জামিনের আবেদন করা হলেও, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা জানায় ইডি ৷ ইডির আইনজীবী বলেন, তাঁরা 10 জন এজেন্টের বয়ান নিয়েছেন । যেখানে তাঁরা জানিয়েছেন যে, 200 জন প্রার্থীর থেকে তাঁরা টাকা তুলে দিয়েছেন কুন্তলকে । মোট 16 কোটি টাকা দেওয়া হয় । প্রতি প্রার্থীদের থেকে 8 লক্ষ টাকা করে নেন কুন্তল । যে টাকা পার্থর কাছে গিয়েছে বলে দাবি ইডির ।

বিএড-ডিএল.এড কলেজের অনুমোদনে জন্যও টাকা নেওয়া হয় । সে ক্ষেত্রে পার্থ ও মানিকের প্রভাবকে কাজে লাগানো হয়েছে । জেলে গিয়ে কুন্তলকে জেরা করার জন্য এ দিন আবেদন জানিয়েছে ইডি । শুধু প্রাইমারি নয়, কুন্তল আপার প্রায়মারি, এসএসসি নবম-দশম শ্রেণির, গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরির জন্য টাকা তুলেছেন বলে দাবি ইডির ।

কলকাতা হাইকোর্ট আরও একটি নতুন মামলার তদন্তভার দিয়েছে ইডি-কে ৷ গত 14 দিনে মামলার কী অগ্রগতি হয়েছে তা জানতে চান বিচারক । তদন্তকারী অফিসার বিচারকের কাছে গিয়ে বেশ কিছু নথি দেখান । তাঁর দাবি, 6.5 কোটি টাকা কোথা থেকে এসেছিল, তার উত্তর এখনও দিতে পারেননি কুন্তল ৷

আরও পড়ুন: টাকা না দিলে ছেলেকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস, বিস্ফোরক অভিযোগ কুন্তলের

কুন্তলের আইনজীবী এ দিন বলেন, 40 দিনে আর কোনও তথ্য পায়নি ইডি । ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের বিস্তারিত জমা দেওয়া হয়েছে । যে ওএমার শিট উদ্ধার হয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি । পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে যে সম্পত্তি পাওয়া গিয়েছে, তার সঙ্গে কুন্তলের কোনও সম্পর্ক নেই । একটা পয়সাও উদ্ধার হয়নি তাঁর কাছ থেকে ।

অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার যে বিষয়টি উত্থাপন করা হচ্ছে তা ভুল বলে দাবি করেন কুন্তলের আইনজীবী । তাঁর দাবি, গল্প তৈরি করা হচ্ছে । কুন্তল ঘোষের কলেজ আছে । বিএড, ইংলিশ মিডিয়াম স্কুলও আছে । সেখান থেকে তাঁর আয় হয় । বিনোদনের জগতে মিউজিক ভিডিয়োতে বিনিয়োগ করেছেন তিনি । কুন্তলের চিকিৎসা সংক্রান্ত বিষয় বিবেচনা করার জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী । কারণ নানা রকম শারীরিক সমস্যাতে তাঁকে ওষুধ খেতে হয় বলে জানান তিনি। যদিও আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷

Last Updated : Mar 3, 2023, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.