ETV Bharat / state

Kuntal Ghosh Updates: তাপস মণ্ডলকে ঘুষ দেননি ! তাই ইডির হাতে গ্রেফতার, দাবি কুন্তলের - তাপস মণ্ডল

আজ সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষকে ৷ তাঁর দাবি, তিনি নির্দোষ (ED arrests Kuntal Ghosh) ৷

Kuntal Ghosh
কুন্তুল ঘোষ
author img

By

Published : Jan 21, 2023, 11:49 AM IST

Updated : Jan 21, 2023, 1:10 PM IST

ইডির হাতে গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ

নিউটাউন, 21 জানুয়ারি: শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি ৷ শুক্রবার কুন্তল ঘোষের বাড়িতে 26 ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ৷ পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর ঘাসফুলের যুবনেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কুন্তল ঘোষ সাংবাদিকদের বলেন, "তাপস মণ্ডলকে ঘুষ দিইনি ৷ টাকাও নিইনি ৷ সেই কারণে আজ এটা হল ৷" তাঁর দাবি, তাপস মণ্ডল তাঁর নাম ইডি এবং সিবিআই-এর কাছে জানিয়েছেন ৷ কুন্তলের আরও দাবি, এসএসসি দুর্নীতি মামলায় তিনি জড়িত নন এবং তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ তিনি চাকরি দেওয়ার নামে টাকা নেননি ৷ তাঁকে বাড়ি থেকে বের করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেখান থেকে কুন্তল ঘোষের নাম পাওয়া যায় ৷ এছাড়া সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বহুবার কুন্তলের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, হুগলির এই তৃণমূল যুবনেতা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত ৷ কোটি কোটি টাকা নয়ছয় করেছেন যুবনেতা ৷ 19 কোটি টাকার বিনিময়ে কয়েকজনকে চাকরিও পাইয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষ

গ্রেফতার হওয়ার পর তাঁকে গাড়িতে তোলার সময় কুন্তল ঘোষ দাবি করেন, তিনি তাপস মণ্ডলকে টাকা দেননি ৷ সেই কারণেই তাঁকে ইডি গ্রেফতার করল ৷ তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ কাল থেকে রাতভর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর দু'টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ৷ এই গ্রেফতার প্রসঙ্গে ইডি একটি সংবাদসংস্থাকে জানিয়েছে, "আমরা আজ সকালে কুন্তল ঘোষকে গ্রেফতার করেছি ৷ তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আমাদের আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন না ৷ আমরা আজ তাঁকে আদালতে পেশ করব ৷"

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ৷ সেখান থেকেই পাওয়া যায় তাপস মণ্ডলের হদিশ ৷ তিনি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ডিএলএড কলেজের সঙ্গে জড়িয়ে ছিলেন ৷ নভেম্বরের ইডি তাঁকে একাধিকবার জেরা করে ৷

আরও পড়ুন: গতকাল 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের ইডি দফতরে মানিক ঘনিষ্ঠ তাপস

ইডির হাতে গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ

নিউটাউন, 21 জানুয়ারি: শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি ৷ শুক্রবার কুন্তল ঘোষের বাড়িতে 26 ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ৷ পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর ঘাসফুলের যুবনেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কুন্তল ঘোষ সাংবাদিকদের বলেন, "তাপস মণ্ডলকে ঘুষ দিইনি ৷ টাকাও নিইনি ৷ সেই কারণে আজ এটা হল ৷" তাঁর দাবি, তাপস মণ্ডল তাঁর নাম ইডি এবং সিবিআই-এর কাছে জানিয়েছেন ৷ কুন্তলের আরও দাবি, এসএসসি দুর্নীতি মামলায় তিনি জড়িত নন এবং তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ তিনি চাকরি দেওয়ার নামে টাকা নেননি ৷ তাঁকে বাড়ি থেকে বের করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেখান থেকে কুন্তল ঘোষের নাম পাওয়া যায় ৷ এছাড়া সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বহুবার কুন্তলের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, হুগলির এই তৃণমূল যুবনেতা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত ৷ কোটি কোটি টাকা নয়ছয় করেছেন যুবনেতা ৷ 19 কোটি টাকার বিনিময়ে কয়েকজনকে চাকরিও পাইয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষ

গ্রেফতার হওয়ার পর তাঁকে গাড়িতে তোলার সময় কুন্তল ঘোষ দাবি করেন, তিনি তাপস মণ্ডলকে টাকা দেননি ৷ সেই কারণেই তাঁকে ইডি গ্রেফতার করল ৷ তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ কাল থেকে রাতভর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর দু'টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ৷ এই গ্রেফতার প্রসঙ্গে ইডি একটি সংবাদসংস্থাকে জানিয়েছে, "আমরা আজ সকালে কুন্তল ঘোষকে গ্রেফতার করেছি ৷ তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আমাদের আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন না ৷ আমরা আজ তাঁকে আদালতে পেশ করব ৷"

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ৷ সেখান থেকেই পাওয়া যায় তাপস মণ্ডলের হদিশ ৷ তিনি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ডিএলএড কলেজের সঙ্গে জড়িয়ে ছিলেন ৷ নভেম্বরের ইডি তাঁকে একাধিকবার জেরা করে ৷

আরও পড়ুন: গতকাল 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের ইডি দফতরে মানিক ঘনিষ্ঠ তাপস

Last Updated : Jan 21, 2023, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.