ETV Bharat / state

Kunal Ghosh : ঘরছাড়া পরিবারকে ফেরাতে উদ্যোগী কুণাল, তীব্র আক্রমণ রাজ্যপাল-বিজেপিকে - Jagdeep Dhankhar

এক ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে উদ্যোগী হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ কলকাতার এই পরিবারটিকে নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন কুণাল ৷ তাঁর অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি নেতাদের উস্কানিতে এলাকায় তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে এই পরিবার ৷ তবে নির্বাচন মিটে যেতে হাওয়া হয়ে যায় বিজেপি ৷ তারপর থেকেই ঘরছাড়া এই পরিবার ৷ তাঁদের ঘরে ফেরাতেই উদ্যোগী হলেন কুণাল ৷ পাশাপাশি তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এবং গেরুয়া শিবিরকে ৷

কুণাল ঘোষ
কুণাল ঘোষ
author img

By

Published : Jun 6, 2021, 6:18 PM IST

Updated : Jun 6, 2021, 8:30 PM IST

কলকাতা, 6 জুন : কলকাতার এক ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে উদ্যোগী হলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) । রবিবার এই পরিবারকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । ঘরছাড়া পরিবারটি কেন পাড়াছাড়া আছে তা জানান ৷ পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন এই তৃণমূল নেতা ৷

সাংবাদিক সম্মেলনে কুণাল অভিযোগ করেন, বিজেপি নেতাদের উস্কানিতে বিধানসভা নির্বাচনের আগে এলাকার যুব তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল এই পরিবার । তার ফলে নির্বাচনের সময় সেন্ট্রাল জেলে থাকতে হয় ওই তৃণমূল নেতাকে ৷ কিন্তু নির্বাচন মিটতে আর পাশে পায়নি বিজেপির কোনও নেতাকেই । ফলে নির্বাচনের পর থেকেই পরিবারটি ঘরছাড়া ছিল । তাঁদের যাতে বাড়ি ফিরিয়ে দেওয়া যায় তার জন্য তিনি উদ্যোগী হয়েছেন কুণাল ৷ এই পরিবারটি সাধন পান্ডের বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ৷ কুণাল জানান, তিনি এব্যাপারে সাধন পান্ডের সঙ্গেও কথা বলবেন ৷

রবিবার ঘরছাড়া পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ ৷

এদিন সাংবাদিকদের সামনে পরিবারের সদস্যরা স্বীকার করেন, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে তাঁরা মিথ্যা অভিযোগ করেছিলেন । বিজেপি নেতারা বলেছিলেন, নির্বাচন মিটে গেলে তাঁদের একটি দোকান করে দেবেন । কিন্তু নির্বাচনের পরে তাঁরা আর পরিবারের পাশে দাঁড়ায়নি । তৃণমূল এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোয় কুণাল ঘোষকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তাঁরা ।

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন কুণাল ৷ বাদ যায়নি বিজেপিও ৷ রাজ্যপালের ‘ঘরছাড়া বিজেপি’ টুইট প্রসঙ্গে কুণাল বলেন, "আরে ঘরছাড়া বিজেপি মানে কী ? বিজেপি নেতারা দায়িত্বজ্ঞানহীন ভাবে এইসব পরিবারগুলোকে দিয়ে এমন কাজ করিয়েছে ৷ আর এখন বলছে ঘরছাড়া বিজেপি ৷ যারা প্রকৃত পুরনো দিনের বিজেপি এবং যারা নিয়ম-নীতি মেনে রাজনীতি করেছে তাঁদের কোথাও কিছু হয়নি ৷ কিন্তু যেখানে এসব কাজ হচ্ছে সেখানে পরিস্থিতি জটিল হচ্ছে ৷"

আরও পড়ুন : দিলীপকে ঘিরে বিক্ষোভের ছক, বিজেপি নেতার অডিও ভাইরাল

কলকাতা, 6 জুন : কলকাতার এক ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে উদ্যোগী হলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) । রবিবার এই পরিবারকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । ঘরছাড়া পরিবারটি কেন পাড়াছাড়া আছে তা জানান ৷ পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন এই তৃণমূল নেতা ৷

সাংবাদিক সম্মেলনে কুণাল অভিযোগ করেন, বিজেপি নেতাদের উস্কানিতে বিধানসভা নির্বাচনের আগে এলাকার যুব তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল এই পরিবার । তার ফলে নির্বাচনের সময় সেন্ট্রাল জেলে থাকতে হয় ওই তৃণমূল নেতাকে ৷ কিন্তু নির্বাচন মিটতে আর পাশে পায়নি বিজেপির কোনও নেতাকেই । ফলে নির্বাচনের পর থেকেই পরিবারটি ঘরছাড়া ছিল । তাঁদের যাতে বাড়ি ফিরিয়ে দেওয়া যায় তার জন্য তিনি উদ্যোগী হয়েছেন কুণাল ৷ এই পরিবারটি সাধন পান্ডের বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ৷ কুণাল জানান, তিনি এব্যাপারে সাধন পান্ডের সঙ্গেও কথা বলবেন ৷

রবিবার ঘরছাড়া পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ ৷

এদিন সাংবাদিকদের সামনে পরিবারের সদস্যরা স্বীকার করেন, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে তাঁরা মিথ্যা অভিযোগ করেছিলেন । বিজেপি নেতারা বলেছিলেন, নির্বাচন মিটে গেলে তাঁদের একটি দোকান করে দেবেন । কিন্তু নির্বাচনের পরে তাঁরা আর পরিবারের পাশে দাঁড়ায়নি । তৃণমূল এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোয় কুণাল ঘোষকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তাঁরা ।

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন কুণাল ৷ বাদ যায়নি বিজেপিও ৷ রাজ্যপালের ‘ঘরছাড়া বিজেপি’ টুইট প্রসঙ্গে কুণাল বলেন, "আরে ঘরছাড়া বিজেপি মানে কী ? বিজেপি নেতারা দায়িত্বজ্ঞানহীন ভাবে এইসব পরিবারগুলোকে দিয়ে এমন কাজ করিয়েছে ৷ আর এখন বলছে ঘরছাড়া বিজেপি ৷ যারা প্রকৃত পুরনো দিনের বিজেপি এবং যারা নিয়ম-নীতি মেনে রাজনীতি করেছে তাঁদের কোথাও কিছু হয়নি ৷ কিন্তু যেখানে এসব কাজ হচ্ছে সেখানে পরিস্থিতি জটিল হচ্ছে ৷"

আরও পড়ুন : দিলীপকে ঘিরে বিক্ষোভের ছক, বিজেপি নেতার অডিও ভাইরাল

Last Updated : Jun 6, 2021, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.