কলকাতা, 8 জুন: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। 11 জুলাই গণনা। নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই পঞ্চায়েত নির্বাচন। এদিন ভোট ঘোষণার পরই নয়া নির্বাচন কমিশনার রাজীবা সিনহা জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশেই হবে ভোট। নির্বাচন কমিশনারের এই দাবি নিয়েই বেঁধেছে যত গোল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কেন নয়, সরব হয়েছে বিজেপি। আর তাতে যোগ্য সঙ্গত দিয়েছে এরাজ্যের বাম ও কংগ্রেস। বিরোধীদের এই দাবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণাল ঘোষের কথায়, কেন্দ্রীয় বাহিনী চাই এটা যেন মামার বাড়ির আবদার। তিনি বলেন, "শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য আলাদা আইন হতে পারে না। যদি এরাজ্যের পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হয়, তবে দেশে স্থানীয় প্রশাসনের নির্বাচন অর্থাৎ পৌরসভা এবং পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমেই করতে হবে। অন্য রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে না, আর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হলে কেন কেন্দ্রীয় বাহিনী আসছে না এই কথা বলা হবে-এটা কি মামার বাড়ির আবদার নাকি? যদিও নির্বাচন কমিশনার দেখলাম কোনও কিছুকেই উড়িয়ে দেননি।"
তিনি আরও বলেছেন, বিশেষ বিশেষ জায়গায় যদি প্রয়োজন হয় সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখবেন। তাহলে এসব কথা বলা হচ্ছে কেন? কুণাল ঘোষের আরও দাবি, সাংগঠনিক দুর্বলতা ঢাকতে প্রার্থী দিতে না-পারার লজ্জা এড়াতেই এসব কথা বলা হচ্ছে। তিনি এনিয়ে বলেন, "কারা এসব বলছেন। যাদের সংগঠন নেই, প্রার্থী দেওয়ার মুরোদ নেই, মানুষের ওপর আস্থা নেই-তারা নিজেদের রাজ্যে রাজ্য পুলিশ দিয়ে লড়ে, আর এখানে এসে কেন্দ্রীয় বাহিনীর কথা বলে।"
আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্ত গণতন্ত্রের হত্যা অভিযোগ শুভেন্দুর, পালটা দিলেন রাজীবা
2021-এর নির্বাচনের ফলকে সামনে রেখে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, "আজ যারা কেন্দ্রীয় বাহিনীতে ভোটের কথা বলছেন, 2021-এর বিধানসভা নির্বাচনে তারা কী করেছেন? করোনা কালে আট দফায় নির্বাচন হয়েছে। বারণ করা হয়েছিল যে সংক্রমণ বাড়তে পারে তারপরও তা শোনা হয়নি। সে সময় কেন্দ্রীয় বাহিনী শুধু ছিল না, ইচ্ছেমতো অফিসার বদলির পরেও তো গোহারা হেরেছে। সুতরাং সেনাবাহিনী থাকুক, কেন্দ্রীয় বাহিনী থাকুক, পুলিশ থাকুক, ফলাফল তো জানা তৃণমূল জিতবে বিরোধীরা হারবে। এর মধ্যে নতুনত্ব কী আছে।"