কলকাতা, 13 ডিসেম্বর: লোকসভায় অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তির অনুপ্রবেশের পিছনে অন্য কোনও চিত্রনাট্য রয়েছে ৷ যা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ লোকসভায় যে ঘটনা ঘটেছে তা গভীর উদ্বেগের বিষয়। একইসঙ্গে এই ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও জানাচ্ছে তৃণমূল। বুধবার এভাবেই সংসদের অনুপ্রবেশকে ব্যাখ্যা করল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সংসদে আজকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার যে ঘটনা ঘটেছে এর দায় অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এটা কীভাবে হতে পারে লোকসভায় ? এত কড়াকড়ির পরেও দু'জন ঢুকে পড়ল ক্ষতি করার মনোভাব নিয়ে !"
এদিন কুণাল বলেন, "আমি গ্যালারিতেও গিয়েছি, প্রেস গ্যালারিতেও গিয়েছি সাংসদ হিসেবে ভিতরেও বসার সুযোগ হয়েছে। এই ব্যক্তিদের গ্যালারি পর্যন্ত পৌঁছে যাওয়াও কম কথা নয় বলছেন কুণাল ঘোষ।" তাঁর মতে, গ্যালারি পর্যন্ত পৌঁছতে গেলেও যতগুলি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যেতে হয় প্রশ্ন উঠছে কীভাবে এই গ্যালারি পর্যন্ত পৌঁছল তারা।" তিনি বলছেন, "এই ঘটনার পিছনে তিনটে কারণ থাকতে পারে ৷ প্রথম হল, নিজেদের ব্যর্থতা। দ্বিতীয়ত, অন্তর্ঘাত। তৃতীয় সম্ভাবনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ সামনেই লোকসভা নির্বাচন আসছে, দেখলে মনে হবে বহিরাগত কোনও শত্রু আসছে। এর পিছনে গভীরভাবে অভিনীত কোনও চিত্রনাট্য বা অন্য কোনও মস্তিষ্ক আছে কি না-রোটি, কাপড়া, মকানের ইস্যু থেকে চোখ ঘোরানোর জন্য করা হয়েছে কি না, সেটা দেখার দরকার আছে।"
এদিন কুণাল ঘোষ বলেন, "আপনারাই তো বলেছিলেন নোটবন্দির পর সব জঙ্গি সংগঠন উঠে গিয়েছে। তারপরে কীভাবে ওই জঙ্গি হামলার ঘটনা ঘটল। সেখানে আরডিএক্স বোঝাই গাড়ি ঢুকল কীভাবে তাও আজ পরিষ্কার নয়। আজকের সংসদের ঘটনা আপাতদৃষ্টিতে যা দেখে মনে হচ্ছে তার বাইরে অন্য কিছুও থাকতে পারে।" তিনি এও বলেন, "এই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতা। এরপরে সেই মন্ত্রকের মন্ত্রী বসে থাকেন কী করে ? সরষের মধ্যে ভূত না-থাকলে এই ঘটনা ঘটে কী করে !"
আরও পড়ুন: