ETV Bharat / state

'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল - Job Seekers Agitation

SLST Job Seekers Agitation: শনিবার 1000 দিনে পড়েছে এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধরনা ৷ নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিনের মাথায় দাঁড়িয়ে আজ ন্যাড়া হয়ে প্রতিবাদ করছেন চাকরিপ্রার্থীরা ৷ এদিন ধরনামঞ্চে পৌঁছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানালেন আগামী পরশু সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তাঁরা ৷

চাকরিপ্রার্থীদের মঞ্চে পৌঁছলেন কুণাল
SLST Job Seekers Agitation
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 4:09 PM IST

Updated : Dec 9, 2023, 6:00 PM IST

চাকরিপ্রার্থীদের মঞ্চে পৌঁছলেন কুণাল

কলকাতা, 9 ডিসেম্বর: চাকরিপ্রার্থীদের মঞ্চে পৌঁছে কুণাল ঘোষ জানালেন আগামী পরশু সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তাঁরা ৷ নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিনের মাথায় দাঁড়িয়ে আজ ন্যাড়া হয়ে প্রতিবাদ করছেন চাকরিপ্রার্থীরা ৷ পুরুষ চাকরিপ্রার্থীদের একাংশ খালি গায়ে বসে প্রতিবাদ করলেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগপত্র দেওয়া হোক ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এদিন ফোনে কথা বলে তৃণমূল মুখপাত্র জানান সোমবারের বৈঠকের কথা ৷

কখন হবে বৈঠক তাও জানালেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ আগামী সোমবার বিকেল তিনটের সময় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের 6 প্রতিনিধি। বৈঠক শেষে এদিন কুণাল ঘোষ বলেন, "পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত করবে সরকার ৷ আমরা সকলেই চাই এর একটা সমাধান হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই চান বিষয়টির সমাধান হোক ৷" শনিবার বিকেলে যখন কুণাল ধরনামঞ্চে পৌঁছন তখন তাঁকে দেখে বাইরে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন কংগ্রেস নেতা তথা কৌস্তভ বাগচী।

শনিবার বঞ্চনার 1000 দিন উপলক্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণি চাকরিপ্রার্থীরা একাধিক কর্মসূচি নিয়েছিলেন। সেই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল এসে যোগদান করেন। দুপুর সাড়ে তিনটের সময় সেই ধরনা মঞ্চে আসেন সরকার তরফের নেতা কুণাল ঘোষ। ওই সময় মঞ্চে আসেন কৌস্তভ বাগচীও। সেই সময় এক ধস্তাধস্তির ছবি দেখা যায় গান্ধিমূর্তির পাদদেশে। কুণাল ঘোষকে দেখে চোর চোর স্লোগান ওঠে ওই চত্বরে। তারপরে চাকরিপ্রার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় বসেন কুণাল ঘোষ ৷

কুণাল ঘোষের সঙ্গে কথা বলার পর চাকরিপ্রার্থী তনয়া বিশ্বাস বলেন, "আমরা একটা আশার আলো দেখছি। 2022 সালে আমরা বিকাশ ভবনে আগে একবার বৈঠক করেছি। কিন্তু এরপরেও আমাদের এখনও সম্পূর্ণ নিয়োগ হয়নি। বর্তমানে আমাদের কী অবস্থা সেই বিষয়ে উনি জানতে চাইলেন এবং সেই নিয়েই আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা কথা বলব। "

আরও পড়ুন:

  1. নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
  2. মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী
  3. নিয়োগের দাবিতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন বিশেষভাবে সক্ষম সন্দীপ

চাকরিপ্রার্থীদের মঞ্চে পৌঁছলেন কুণাল

কলকাতা, 9 ডিসেম্বর: চাকরিপ্রার্থীদের মঞ্চে পৌঁছে কুণাল ঘোষ জানালেন আগামী পরশু সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তাঁরা ৷ নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিনের মাথায় দাঁড়িয়ে আজ ন্যাড়া হয়ে প্রতিবাদ করছেন চাকরিপ্রার্থীরা ৷ পুরুষ চাকরিপ্রার্থীদের একাংশ খালি গায়ে বসে প্রতিবাদ করলেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগপত্র দেওয়া হোক ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এদিন ফোনে কথা বলে তৃণমূল মুখপাত্র জানান সোমবারের বৈঠকের কথা ৷

কখন হবে বৈঠক তাও জানালেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ আগামী সোমবার বিকেল তিনটের সময় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের 6 প্রতিনিধি। বৈঠক শেষে এদিন কুণাল ঘোষ বলেন, "পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত করবে সরকার ৷ আমরা সকলেই চাই এর একটা সমাধান হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই চান বিষয়টির সমাধান হোক ৷" শনিবার বিকেলে যখন কুণাল ধরনামঞ্চে পৌঁছন তখন তাঁকে দেখে বাইরে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন কংগ্রেস নেতা তথা কৌস্তভ বাগচী।

শনিবার বঞ্চনার 1000 দিন উপলক্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণি চাকরিপ্রার্থীরা একাধিক কর্মসূচি নিয়েছিলেন। সেই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল এসে যোগদান করেন। দুপুর সাড়ে তিনটের সময় সেই ধরনা মঞ্চে আসেন সরকার তরফের নেতা কুণাল ঘোষ। ওই সময় মঞ্চে আসেন কৌস্তভ বাগচীও। সেই সময় এক ধস্তাধস্তির ছবি দেখা যায় গান্ধিমূর্তির পাদদেশে। কুণাল ঘোষকে দেখে চোর চোর স্লোগান ওঠে ওই চত্বরে। তারপরে চাকরিপ্রার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় বসেন কুণাল ঘোষ ৷

কুণাল ঘোষের সঙ্গে কথা বলার পর চাকরিপ্রার্থী তনয়া বিশ্বাস বলেন, "আমরা একটা আশার আলো দেখছি। 2022 সালে আমরা বিকাশ ভবনে আগে একবার বৈঠক করেছি। কিন্তু এরপরেও আমাদের এখনও সম্পূর্ণ নিয়োগ হয়নি। বর্তমানে আমাদের কী অবস্থা সেই বিষয়ে উনি জানতে চাইলেন এবং সেই নিয়েই আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা কথা বলব। "

আরও পড়ুন:

  1. নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
  2. মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী
  3. নিয়োগের দাবিতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন বিশেষভাবে সক্ষম সন্দীপ
Last Updated : Dec 9, 2023, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.