ETV Bharat / state

Kunal Slams Arjun: অর্জুনের বক্তব্যে বিরোধীদের কুৎসার ভাষা খুঁজে পাচ্ছেন কুণাল - অর্জুন সিং

অর্জুন সিং-এর বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধীদের কুৎসার ভাষা শোনা যাচ্ছে ৷ এমনটাই মনে করেন কুণাল ঘোষ ৷ বারাকপুরে শুট আউটের ঘটনায় অর্জুনের মন্তব্য নিয়ে তৃণমূল মুখপাত্রের বার্তা, দলের শীর্ষ নেতা যদি এ ধরনের বিরোধীদের মতো ভাষায় কথা বলেন, সেটা ঠিক নয় ৷

Kunal Slams Arjun
Kunal Slams Arjun
author img

By

Published : May 25, 2023, 8:21 PM IST

কলকাতা, 25 মে: অর্জুন সিং-এর বক্তব্যে কি বিরোধীদের কুৎসার ভাষা খুঁজে পাচ্ছে তৃণমূল কংগ্রেস ? বিজেপির টিকিটে জিতে সাংসদ হলেও এই মুহূর্তে তিনি তৃণমূলের রয়েছেন । আর তাঁর বক্তব্য নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি । আর এই নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তো সরাসরি বলেই দিলেন যে, অর্জুন সিংয়ের বক্তব্যে বিজেপির কুৎসার ভাষা শোনা যাচ্ছে ।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং-এর বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল কুণাল ঘোষকে । দাপুটে তৃণমূল নেতার বক্তব্য সম্পর্কে বলতে গিয়ে কিছুটা উষ্মার সুর ধরা পড়ল কুণাল ঘোষের গলায় । এ দিন কুণাল ঘোষ বলেন, অর্জুন সিং যে কথা বলেছেন তার দুটো দিক আছে । ওখানে একটা ঘটনা ঘটেছে । এই ঘটনা অবাঞ্ছিত এবং দুর্ভাগ্যজনক । সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনও দলের নেতা নেত্রী বা সংগঠক উদ্বেগ প্রকাশ করতেই পারেন । সোনার দোকানে যে সর্বশেষ ঘটনাটি ঘটেছে, যে ছেলেটি মারা গিয়েছেন, তাঁর বাবাও বলছেন বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলা । এ রকম হতে পারে বাড়িওয়ালা এর পেছনে রয়েছে । সবটাই তদন্ত সাপেক্ষ । ফলে খারাপ ঘটনা । তার সঙ্গে সামগ্রিক রাজনীতি বা আইনশৃঙ্খলার যোগাযোগ নেই । ফলে অর্জুন সিং যা বলেছেন, এই ধরনের ঘটনার নিশ্চিতভাবে দুঃখজনক এবং অবাঞ্ছিত ।

তবে কুণালের কথায়, দলের একজন সিনিয়র নেতা হিসাবে তাঁরা যদি এ ধরনের বিরোধীদের মতো ভাষায় কথা বলেন, সেটা তো ঠিক নয় । নিশ্চয়ই কোনও উদ্বেগজনক ঘটনার প্রতিবাদ করবেন । কিন্তু শাসকদলের নেতার দায়িত্বশীল শব্দবন্ধ ব্যবহার করাই ভালো । এমন কোনও অপ্রাসঙ্গিক শব্দ বলা ভালো নয় যেগুলি মূলত বিরোধীদের কুৎসার ভাষা ।

আজ ঠিক কী বলেছিলেন অর্জুন সিং ? প্রসঙ্গত, ব্যারাকপুর শুট আউটর ঘটনায় মৃত স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে আজ যান অর্জুন সিং । তাঁর বাড়ি থেকে বেরিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সিপির সঙ্গে কথা বলবেন । তাঁর অভিযোগ, এখন আর টিটাগড় থানার উপর ভরসা রাখতে পারছে না টিটাগড়ের মানুষ । বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে সব খবর পৌঁছয় না । নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের কখনও কখনও আঁতাঁত তৈরি হয় । তাতেই হয়তো এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি । তাঁর কথায়, টিটাগড়ে মাঠে পুলিশ গেলে লোক চলে যাচ্ছে । এইসব নিয়েও তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ।

এরপরই এ দিন কুণাল ঘোষ অর্জুন সিং-এর এই বক্তব্য প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করলেন । প্রশ্ন হল, কুণাল তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তাহলে কি এই বক্তব্যের মাধ্যমে দল সাবধানবাণী শোনাল অর্জুনকে ?

আরও পড়ুন: গোমাংস খান মিঠুন ? আরএসএসকে জেনে নেওয়ার পরামর্শ কুণালের

কলকাতা, 25 মে: অর্জুন সিং-এর বক্তব্যে কি বিরোধীদের কুৎসার ভাষা খুঁজে পাচ্ছে তৃণমূল কংগ্রেস ? বিজেপির টিকিটে জিতে সাংসদ হলেও এই মুহূর্তে তিনি তৃণমূলের রয়েছেন । আর তাঁর বক্তব্য নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি । আর এই নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তো সরাসরি বলেই দিলেন যে, অর্জুন সিংয়ের বক্তব্যে বিজেপির কুৎসার ভাষা শোনা যাচ্ছে ।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং-এর বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল কুণাল ঘোষকে । দাপুটে তৃণমূল নেতার বক্তব্য সম্পর্কে বলতে গিয়ে কিছুটা উষ্মার সুর ধরা পড়ল কুণাল ঘোষের গলায় । এ দিন কুণাল ঘোষ বলেন, অর্জুন সিং যে কথা বলেছেন তার দুটো দিক আছে । ওখানে একটা ঘটনা ঘটেছে । এই ঘটনা অবাঞ্ছিত এবং দুর্ভাগ্যজনক । সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনও দলের নেতা নেত্রী বা সংগঠক উদ্বেগ প্রকাশ করতেই পারেন । সোনার দোকানে যে সর্বশেষ ঘটনাটি ঘটেছে, যে ছেলেটি মারা গিয়েছেন, তাঁর বাবাও বলছেন বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলা । এ রকম হতে পারে বাড়িওয়ালা এর পেছনে রয়েছে । সবটাই তদন্ত সাপেক্ষ । ফলে খারাপ ঘটনা । তার সঙ্গে সামগ্রিক রাজনীতি বা আইনশৃঙ্খলার যোগাযোগ নেই । ফলে অর্জুন সিং যা বলেছেন, এই ধরনের ঘটনার নিশ্চিতভাবে দুঃখজনক এবং অবাঞ্ছিত ।

তবে কুণালের কথায়, দলের একজন সিনিয়র নেতা হিসাবে তাঁরা যদি এ ধরনের বিরোধীদের মতো ভাষায় কথা বলেন, সেটা তো ঠিক নয় । নিশ্চয়ই কোনও উদ্বেগজনক ঘটনার প্রতিবাদ করবেন । কিন্তু শাসকদলের নেতার দায়িত্বশীল শব্দবন্ধ ব্যবহার করাই ভালো । এমন কোনও অপ্রাসঙ্গিক শব্দ বলা ভালো নয় যেগুলি মূলত বিরোধীদের কুৎসার ভাষা ।

আজ ঠিক কী বলেছিলেন অর্জুন সিং ? প্রসঙ্গত, ব্যারাকপুর শুট আউটর ঘটনায় মৃত স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে আজ যান অর্জুন সিং । তাঁর বাড়ি থেকে বেরিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সিপির সঙ্গে কথা বলবেন । তাঁর অভিযোগ, এখন আর টিটাগড় থানার উপর ভরসা রাখতে পারছে না টিটাগড়ের মানুষ । বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে সব খবর পৌঁছয় না । নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের কখনও কখনও আঁতাঁত তৈরি হয় । তাতেই হয়তো এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি । তাঁর কথায়, টিটাগড়ে মাঠে পুলিশ গেলে লোক চলে যাচ্ছে । এইসব নিয়েও তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ।

এরপরই এ দিন কুণাল ঘোষ অর্জুন সিং-এর এই বক্তব্য প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করলেন । প্রশ্ন হল, কুণাল তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তাহলে কি এই বক্তব্যের মাধ্যমে দল সাবধানবাণী শোনাল অর্জুনকে ?

আরও পড়ুন: গোমাংস খান মিঠুন ? আরএসএসকে জেনে নেওয়ার পরামর্শ কুণালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.