কলকাতা, 19 এপ্রিল: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করা নিয়ে যে অভিযোগ শুভেন্দু করেছিলেন, সেটাকে ‘ডাহা মিথ্যে’ বলে দাবি করেছেন কুণাল ৷
প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বাতিল করে দেয় ৷ সেই তকমা ধরে রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার এমনই দাবি করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷ বুধবার এই নিয়ে টুইট করেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, ‘‘শাহকে দিদির ফোন ! ডাহা মিথ্যে ।’’ এর পর তিনি নাম না করে নিশানা করেন শুভেন্দুকে ৷ তাঁর কটাক্ষ, ‘‘বিজেপির গুড বুকে থাকতে, গ্রেফতারি বাঁচাতে লাগাতার মিথ্যাচার মেজোখোকার । ওর 100% কথাই এখন ভিত্তিহীন কুৎসায় ভরা ।’’
এর পর কুণালের আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্যই শুভেন্দু ও তাঁর পরিবারের সদস্যরা রাজনীতিতে অনেক পদ পেয়েছেন ৷ অথচ এখন সেই মমতার বিরুদ্ধে কুৎসা করছেন শুভেন্দু ৷ এই নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ জানিয়েছেন, আইনি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে ।
-
শাহকে দিদির ফোন!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ডাহা মিথ্যে।
বিজেপির গুড বুকে থাকতে, গ্রেপ্তারি বাঁচাতে লাগাতার মিথ্যাচার মেজোখোকার।
ওর 100% কথাই এখন ভিত্তিহীন কুৎসায় ভরা।
যার এবং পরিবারের বিভিন্ন পদ, ক্ষমতা @MamataOfficial র দয়ায় পাওয়া, তাঁকেই কুৎসা! এবার ফোন নিয়ে।
আইনি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
">শাহকে দিদির ফোন!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 19, 2023
ডাহা মিথ্যে।
বিজেপির গুড বুকে থাকতে, গ্রেপ্তারি বাঁচাতে লাগাতার মিথ্যাচার মেজোখোকার।
ওর 100% কথাই এখন ভিত্তিহীন কুৎসায় ভরা।
যার এবং পরিবারের বিভিন্ন পদ, ক্ষমতা @MamataOfficial র দয়ায় পাওয়া, তাঁকেই কুৎসা! এবার ফোন নিয়ে।
আইনি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।শাহকে দিদির ফোন!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 19, 2023
ডাহা মিথ্যে।
বিজেপির গুড বুকে থাকতে, গ্রেপ্তারি বাঁচাতে লাগাতার মিথ্যাচার মেজোখোকার।
ওর 100% কথাই এখন ভিত্তিহীন কুৎসায় ভরা।
যার এবং পরিবারের বিভিন্ন পদ, ক্ষমতা @MamataOfficial র দয়ায় পাওয়া, তাঁকেই কুৎসা! এবার ফোন নিয়ে।
আইনি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয় দলের তকমা পেতে হলে কোনও রাজনৈতিক দলকে তিনটির মধ্যে যেকোনও একটি শর্ত পূরণ করতে হয় ৷ এক, তিনটি রাজ্য থেকে লোকসভার মোট আসনের 2 শতাংশ আসন জিততে হয় ৷ দুই, লোকসভা বা বিধানসভা ভোটে চারটি বা তার বেশি রাজ্যে 6 শতাংশ ভোট এবং চারটি লোকসভা আসনে জয় ৷ তিন, চারটি রাজ্যে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি থাকতে হবে ৷
এই তিনটি শর্তের কোনোটিই তৃণমূল পূরণ করতে না পারায় জাতীয় দলের তকমা গিয়েছে তাদের ৷ একই সঙ্গে জাতীয় দলের তকমা হারিয়েছে শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই ৷ যেদিন নির্বাচন কমিশন ওই ঘোষণা করে, সেদিনই জানানো হয় যে আম আদমি পার্টি এবার জাতীয় পার্টির তকমা পাচ্ছে ৷
আরও পড়ুন: মায়াবী শিল্পী মুকুল রায়, অন্তর্ধান প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের