কলকাতা, 8 জানুয়ারি: সন্দেশখালিতে ইডির তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, যে আধিকারিকরা সেদিন তদন্তে গিয়েছিলেন, তাঁদের একজনের বিরুদ্ধেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ সেই নিয়ে সিবিআই তদন্তও চলছে ৷ সোমবার এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ এই দাবি করেন ৷
উল্লেখ্য, গত শুক্রবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে যায় ইডি ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ৷ স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডির একাধিক আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রান্ত হতে হয় ৷ এই নিয়ে সেদিন থেকেই হইচই চলছে রাজ্য রাজনীতিতে ৷ বিজেপি-সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি সরাসরি তোপ দাগছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷
সোমবার এই পালটা দাবি করল তৃণমূল কংগ্রেস ৷ এ দিন এক সাংবাদিক বৈঠকে সেই দাবি করেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ শুরুতেই তিনি বলেন, ‘‘...আমরা চাই না ইডির কেউ আহত হোক ৷ তৃণমূল তাদের দ্রুত আরোগ্য কামনা করি ৷...’’ এর পরই কুণাল ঘোষ বলেন, ‘‘বিস্ফোরক তথ্য সামনে আসছে ৷ ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে ৷...যিনি তৃণমূলের কোনও নেতার দুর্নীতির তদন্তে সাতসকালে বাঁশ দিয়ে তালা ভাঙছে, তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে ৷’’
কুণালের আরও দাবি, ওই ইডি আধিকারিকের বিরুদ্ধে 2016 সালের 1 এপ্রিল থেকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত সময়সীমার মধ্যে আয় বহির্ভূত সম্পত্তি করার অভিযোগ রয়েছে ৷ সেই নিয়েই চলছে সিবিআই তদন্ত ৷ তাই কীভাবে এমন একজন আধিকারিককে তদন্তে পাঠানো হল, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সাধারণ সম্পাদক ৷ এই নিয়ে তিনি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জবাবদিহিও দাবি করেছেন ৷
সন্দেশখালির ঘটনার দায় আরও একবার বিজেপির ঘাড়ে চাপিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘সন্দেশখালির ঘটনা নিয়ে বিকৃত প্রচারের মহল তৈরি হচ্ছে ৷ তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে সমর্থন করা হয় ৷ ন্যায্য তদন্ত হলে হোক ৷ কিন্তু ধারাবাহিক প্ররোচনা...বিজেপি নেতারা বলে দেবে এজেন্সি কার বাড়ি যাবে আর এজেন্সি সেখানে হাজির হবে ৷ সাধারণ মানুষের কাছে প্ররোচনামূলক বার্তা দিয়েছে ৷ ইডি বা সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গিয়েছে ৷ সেদিনের অশান্তি বিজেপির তৈরি করা প্ররোচনার পরিণাম ৷’’
সন্দেশখালির এই ঘটনায় বিজেপি এনআইএ তদন্ত দাবি করেছে ৷ এই নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, এনআইএ, সিবিআই, ইডি বিজেপির শাখা সংগঠন ৷ তার পর দেখা যাচ্ছে যে দর্নীতিতে অভিযুক্ত আধিকারিকদের তদন্তে পাঠানো হচ্ছে ৷ এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা করেছেন কুণাল ৷ তাঁর বক্তব্য, ’’রাজ্যপাল এই নিয়ে অকারণ রাজনীতি করার চেষ্টা করছেন ৷’’ কুণালের আরও দাবি, সিপিএমের এই বিষয়ে কথা বলার কোনও নৈতিক অধিকার নেই ৷ কারণ, সিপিএমের আমলে একাধিক পুলিশ আধিকারিক খুন হয়েছেন ৷
এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকও ৷ তিনি দাবি করেন, বিজেপি ও সিপিএম ক্রমাগত তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রচার করছে ৷ তিনি এই ঘটনা নিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর দাবি, রাজ্য সরকার ছাড়া বিজেপি, রাজ্যপাল, সংবাদমাধ্যম - সবাই জানত যে সেদিন ইডি সন্দেশখালিতে তদন্তে যাবে ৷
আরও পড়ুন: