কলকাতা, 4 সেপ্টেম্বর: একদিনে 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাও আবার রাজ্যের শিক্ষা মহল কিংবা উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই। যা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে। এরকম পরিস্থিতিতে সোমবার রাজ্যপালের কড়া সমালোচনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপাল বিজেপি'র এজেন্ট বলেও কটাক্ষ করেন কুণালের।
এদিন তৃণমূল মুখপাত্র বলেন, "রাজ্যপাল সম্পূর্ণভাবে বিজেপির এজেন্ট বিজেপির লোক হিসাবে কাজ করছে। আমরা এর তীব্র নিন্দা করছি। বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপাল চাইছে রাজ্য সরকার শিক্ষাব্যবস্থা যেটা সচল ভাবে চালাচ্ছে সেখানে গৈরিক করণ করতে। এই রাজ্যপাল যেভাবে কাজ করছেন সেদিকে গোটা আলোচনার বিষয়টাই নষ্ট হচ্ছে, রাজ্যপাল পরিকল্পিত ভাবে শিক্ষাব্যবস্থা অচল করতে চাইছে, নষ্ট করতে চাইছে, উনি বাংলার ক্ষতি চাইছেন ৷" কুণাল আরও বলেন, "রাজ্যপাল চাইলেই শিক্ষামন্ত্রী আছেন ওনার সঙ্গে কথা বলতেই পারেন। আপনার যদি কোনও পরিকল্পনা থাকে তাহলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন।"
আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য সমর্থন করলেন না মমতা
এরসঙ্গেই, ধুপগুড়ি উপনির্বাচন নিয়ে কুণাল ঘোষ বলেন, "নির্বাচন হবে আর ধূপগুড়ির মানুষকে পরিষেবা দেবে তৃণমূল কংগ্রেস। 2024-এর আগে বিভিন্ন স্পর্শকাতর বিষয়গুলো ঠেলে দেওয়া হচ্ছে মানুষের কাছে। কিন্তু মানুষ তাদের ভোট আর দেবে না বিজেপিকে। লোকসভায় বিজেপি আরও পিছিয়ে যাবে ৷ নির্ধারিত সময়ে ভোট হলেও তৃণমূল প্রস্তুত, ভোট এগিয়ে এলেও তৃণমূল প্রস্তুত।" এদিন আরও একাধিক প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, "শুভেন্দু হচ্ছে প্রকৃত গরু বিশেষজ্ঞ ৷ এই বিষয়ে যখন শুভেন্দু পোস্ট করে, গরুর পালরা নিজেদেরকে সরিয়ে নেয় ৷ শুভেন্দুও একটা গরুর দলেই আছে। রাজ্যে যখন বিজেপি তৃণমূলকে এজেন্সি দিয়ে টার্গেট করছে, সেখানে সিপিএম, কংগ্রেস ধেই ধেই করে নাচছে ৷ দুই মুখো সাপের রাজনীতি করছে এরা। কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে লক্ষ দেওয়া উচিত।"