ETV Bharat / state

হাওড়ার নতুন পুলিশ কমিশনার কুনাল আগারওয়াল - হাওড়া

হাওড়ার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল গৌরব শর্মাকে । দায়িত্ব দেওয়া হল কুনার আগরওয়ালকে ।

kunal agarwal
কুনাল আগারওয়াল
author img

By

Published : Jan 16, 2020, 3:41 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মাকে বদলি করা হল । তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল কুনার আগরওয়ালকে । তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । আর গৌরভ শর্মাকে দেওয়া হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DIG-র দায়িত্ব ।

2006 ব্যাচের IPS কুনাল আগরওয়ালকে গতবছর মে মাসে বিধাননগর পুলিশে নিয়ে যাওয়া হয় । সেই সময় তিন দিনে তিনটি পদে পোস্টিং হয়েছিল তাঁর। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর । সেই কুনালকে দেওয়া হল হাওড়ার পুলিশ কমিশনারেটের দায়িত্ব । কুনাল আগরওয়ালের জায়গায় যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হলেন রণেন্দ্রনাথ ব্যানার্জি । তিনি DIG হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । তাঁর জায়গায় DIG হেডকোয়ার্টার পদে নিয়ে আসা হল পারুল কুশ জৈনকে । তিনি DIG ট্রেনিং হিসেবে কর্মরত ছিলেন ।

West Bengal State Police
রাজ্য পুলিশে বদলের তালিকা ।

রাজ্য পুলিশে আরও বেশ কয়েকটি পদে পরিবর্তন হয়েছে । দিন কয়েক আগেই সুরেশ রাম ঝাঁঝাড়িয়াকে রেলের DIG-র দায়িত্ব দেওয়া হয়েছিল । তাঁকে ওই পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল সোমা দাস মিত্রকে। তিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DIG হিসেবে কর্মরত ছিলেন । আর সুরেশ রামকে দেওয়া হল স্পেশাল টাস্কফোর্সের DIG-র দায়িত্ব ।

কলকাতা, 16 জানুয়ারি : হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মাকে বদলি করা হল । তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল কুনার আগরওয়ালকে । তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । আর গৌরভ শর্মাকে দেওয়া হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DIG-র দায়িত্ব ।

2006 ব্যাচের IPS কুনাল আগরওয়ালকে গতবছর মে মাসে বিধাননগর পুলিশে নিয়ে যাওয়া হয় । সেই সময় তিন দিনে তিনটি পদে পোস্টিং হয়েছিল তাঁর। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর । সেই কুনালকে দেওয়া হল হাওড়ার পুলিশ কমিশনারেটের দায়িত্ব । কুনাল আগরওয়ালের জায়গায় যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হলেন রণেন্দ্রনাথ ব্যানার্জি । তিনি DIG হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । তাঁর জায়গায় DIG হেডকোয়ার্টার পদে নিয়ে আসা হল পারুল কুশ জৈনকে । তিনি DIG ট্রেনিং হিসেবে কর্মরত ছিলেন ।

West Bengal State Police
রাজ্য পুলিশে বদলের তালিকা ।

রাজ্য পুলিশে আরও বেশ কয়েকটি পদে পরিবর্তন হয়েছে । দিন কয়েক আগেই সুরেশ রাম ঝাঁঝাড়িয়াকে রেলের DIG-র দায়িত্ব দেওয়া হয়েছিল । তাঁকে ওই পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল সোমা দাস মিত্রকে। তিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DIG হিসেবে কর্মরত ছিলেন । আর সুরেশ রামকে দেওয়া হল স্পেশাল টাস্কফোর্সের DIG-র দায়িত্ব ।

Intro:কলকাতা, 15 জানুয়ারি: ফের রদবদল পুলিশে। এবার পরিবর্তন হলো হাওড়ার পুলিশ কমিশনার পদে। ওই দায়িত্বে ছিলেন গৌরব শর্মা। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন কুনাল আগরওয়াল। তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন। আর গৌরভ শর্মাকে দেওয়া হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিআইজির দায়িত্ব।



Body:2006 ব্যাচ এর আইপিএস কুনাল আগরওয়ালকে গতবছর মে মাসে বিধাননগর পুলিশে নিয়ে যাওয়া হয়। সেই সময় তিন দিনে তিনটি পদে পোস্টিং হয়েছিল তার। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। সেই কুনালকে জমা হল হাওড়ার পুলিশ কমিশনারেটের গুরু দায়িত্ব।এছাড়াও আরো বেশ কয়েকটি পদে পরিবর্তন হয়েছে। দিন কয়েক আগেই সুরেশ রাম ঝাঁঝাড়িয়াকে রেলের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে ওই পদ থেকে এবার সরিয়ে দেওয়া হল। ওই পদে এলেন সোমা দাস মিত্র। তিনি ডিআইজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হিসেবে কর্মরত ছিলেন। আর সুরেশ রামকে দেওয়া হল ডিআইজি স্পেশাল টাস্কফোর্সের দায়িত্ব।


Conclusion:বিধাননগর পুলিশ কমিশনারেট কুনাল আগরওয়াল এর জায়গায় যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হলেন রনেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি ডিআইজি হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন। তার জায়গায় ডিআইজি হেডকোয়ার্টার পথে নিয়ে আসা হলো পারুল কুশ জৈনকে। তিনি ডিআইজি ট্রেনিং হিসেবে কর্মরত ছিলেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.