কলকাতা, 31 জুলাই: হাত নাড়ার মতো অবস্থায় নেই বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মিথ্যা কথা বলছেন । এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ।
সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবকে হাসপাতালে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্য়ায় । এরপর হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগের থেকে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য । তাঁকে দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাত নেড়েছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী । আর তা নিয়েই পালটা কটাক্ষ করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । ঘটনাচক্রে যখন এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালের ভিতরে ছিলেন তখন সেখানে ছিলেন কৌস্তভও । পরে হাসপাতাল থেকে বেরিয়ে কৌস্তভ বলেন, "মুখ্যমন্ত্রী এই মিথ্যাচারটা কেন করলেন জানি না ।" তাঁর দাবি, বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে হাত নাড়ার মতো অবস্থায় নেই ।
এখনও সংকট কাটেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর । তবে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে তাঁকে । চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসে সংক্রমণ হয়নি । এদিন বিধানসভা থেকে বেরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেরিয়ে বলেন, "আমার মনে হল আমাকে দেখে উনি হাত নাড়লেন।" অন্যদিকে, যখন মুখ্যমন্ত্রী ভিতরে তখন সেখানে ছিলেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী।
তিনি বেরিয়ে বলেন, "রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছিলাম। উনি স্থিতিশীল আছেন। তবে হাত নাড়ার মতো অবস্থায় নেই। হাসপাতালে এসে মিথ্যাচার করার প্রয়োজন ছিল না মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়িয়েছেন। ওই সময় আমি, রবীন দেব সকলেই এক সঙ্গে ছিলাম। উনি রবীন দেবকে বললেন 'আপনারা একা কিছু করবেন না, আমরা রয়েছি।' এতদূর ঠিক আছে। কিন্তু এই হাত নাড়ানোর বিষয়টা মিথ্যা। প্রয়োজন হলে সিসিটিভি আছে । বিস্তার ফারাক রয়েছে তাঁর কথায়।"
আরও পড়ুন: তাঁকে দেখে হাত নেড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মমতা
শনিবার বাড়িতেই শ্বাসকষ্টের সমস্যা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর । সিওপিডি সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । এরপরই তাঁকে হাসপাতালে তড়িঘড়ি ভরতি করা হয় । এখন অবশ্য তাঁকে বাইপ্য়াপ সাপোর্টে রাখা হয়েছে ।