কলকাতা, 29 জানুয়ারি : সরস্বতী পুজোয় খুব মজা করবে ভেবেছিল সে ৷ অলংকৃতা দাশগুপ্ত । বছর সতেরোর এই কিশোরী কলকাতার নামী বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ৷ সরস্বতী পুজোয় পছন্দের ব্লাউজ় কেনা নিয়ে মা ও দিদির সঙ্গে অশান্তি শুরু হয় তার । এরপরই ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত সন্ধ্যায় ।
কলকাতার বাপুজি নগরের বাসিন্দা ছিল অলংকৃতা । সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের বন্ধুদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার । বান্ধবীরাও শাড়ি পরত । সেই অনুযায়ী শাড়ি পছন্দ করেছিল অলংকৃতাও । এরপরই পছন্দের ব্লাউজ় কেনার জন্য মায়ের কাছে বায়না করেছিলেন । কিন্তু রাজি ছিল না মা । এই নিয়ে অশান্তি শুরু হয় । এরপরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন অলংকৃতা ।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুক্ষণ পরে ডাকাডাকি শুরু করেন অলংকৃতার মা । কিন্তু কোনও সাড়া পাওয়া যায় না । এরপর তাঁরা দরজা ভেঙে ফেলেন । দেখা যায়, কাপড়ের টুকরোর সঙ্গে সিলিং ফ্যান থেকে ঝুলছে একাদশ শ্রেণির ওই ছাত্রী । পরিবারের লোকজন ওই কাপড়ের টুকরো কেটে অলংকৃতাকে নিচে নামান । তাকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশে খবর দেয় অলংকৃতার পরিবার । তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
প্রাথমিক তদন্তে অনুমান, অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছে সে ৷ কী কারণে এই কাজ করল অলংকৃতা, এই মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।