ETV Bharat / state

সরস্বতী পুজোয় ব্লাউজ় কেনা নিয়ে অশান্তি, উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ - saraswati puja 2020

সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের বন্ধুদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার । সেই অনুযায়ী শাড়ি পছন্দ করেছিল অলংকৃতাও । এরপরই পছন্দের ব্লাউজ় কেনার জন্য মায়ের কাছে বায়না করেছিল । কিন্তু রাজি ছিলেন না মা । এই নিয়ে অশান্তি শুরু হয় ।

suicide
suicide
author img

By

Published : Jan 29, 2020, 12:31 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : সরস্বতী পুজোয় খুব মজা করবে ভেবেছিল সে ৷ অলংকৃতা দাশগুপ্ত । বছর সতেরোর এই কিশোরী কলকাতার নামী বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ৷ সরস্বতী পুজোয় পছন্দের ব্লাউজ় কেনা নিয়ে মা ও দিদির সঙ্গে অশান্তি শুরু হয় তার । এরপরই ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত সন্ধ্যায় ।

কলকাতার বাপুজি নগরের বাসিন্দা ছিল অলংকৃতা । সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের বন্ধুদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার । বান্ধবীরাও শাড়ি পরত । সেই অনুযায়ী শাড়ি পছন্দ করেছিল অলংকৃতাও । এরপরই পছন্দের ব্লাউজ় কেনার জন্য মায়ের কাছে বায়না করেছিলেন । কিন্তু রাজি ছিল না মা । এই নিয়ে অশান্তি শুরু হয় । এরপরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন অলংকৃতা ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুক্ষণ পরে ডাকাডাকি শুরু করেন অলংকৃতার মা । কিন্তু কোনও সাড়া পাওয়া যায় না । এরপর তাঁরা দরজা ভেঙে ফেলেন । দেখা যায়, কাপড়ের টুকরোর সঙ্গে সিলিং ফ্যান থেকে ঝুলছে একাদশ শ্রেণির ওই ছাত্রী । পরিবারের লোকজন ওই কাপড়ের টুকরো কেটে অলংকৃতাকে নিচে নামান । তাকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশে খবর দেয় অলংকৃতার পরিবার । তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

প্রাথমিক তদন্তে অনুমান, অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছে সে ৷ কী কারণে এই কাজ করল অলংকৃতা, এই মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

কলকাতা, 29 জানুয়ারি : সরস্বতী পুজোয় খুব মজা করবে ভেবেছিল সে ৷ অলংকৃতা দাশগুপ্ত । বছর সতেরোর এই কিশোরী কলকাতার নামী বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ৷ সরস্বতী পুজোয় পছন্দের ব্লাউজ় কেনা নিয়ে মা ও দিদির সঙ্গে অশান্তি শুরু হয় তার । এরপরই ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত সন্ধ্যায় ।

কলকাতার বাপুজি নগরের বাসিন্দা ছিল অলংকৃতা । সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের বন্ধুদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার । বান্ধবীরাও শাড়ি পরত । সেই অনুযায়ী শাড়ি পছন্দ করেছিল অলংকৃতাও । এরপরই পছন্দের ব্লাউজ় কেনার জন্য মায়ের কাছে বায়না করেছিলেন । কিন্তু রাজি ছিল না মা । এই নিয়ে অশান্তি শুরু হয় । এরপরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন অলংকৃতা ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুক্ষণ পরে ডাকাডাকি শুরু করেন অলংকৃতার মা । কিন্তু কোনও সাড়া পাওয়া যায় না । এরপর তাঁরা দরজা ভেঙে ফেলেন । দেখা যায়, কাপড়ের টুকরোর সঙ্গে সিলিং ফ্যান থেকে ঝুলছে একাদশ শ্রেণির ওই ছাত্রী । পরিবারের লোকজন ওই কাপড়ের টুকরো কেটে অলংকৃতাকে নিচে নামান । তাকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশে খবর দেয় অলংকৃতার পরিবার । তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

প্রাথমিক তদন্তে অনুমান, অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছে সে ৷ কী কারণে এই কাজ করল অলংকৃতা, এই মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:কলকাতা, 29 জানুয়ারি: সরস্বতী পুজোয় পড়তে হবে শাড়ি। ছাত্রদের পাঞ্জাবি আর ছাত্রীদের শাড়ি না বললে যেন সরস্বতী পুজোটাই মাটি। দক্ষিণ কলকাতার বাপুজি নগরের একাদশ শ্রেণির ছাত্রী অলংকৃতা দাশগুপ্ত কোন শাড়িটা পরবে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ব্লাউজে ছিল খুতখুতানি। তাই মায়ের কাছে বায়না ধরেছিল নতুন ব্লাউজ কিনে দিতে হবে। সেটা নিয়ে নব নালন্দা স্কুলের ওই ছাত্রীর সঙ্গে মা আর দিদির ঝগড়া হয়। আর তাতেই অভিমানে আত্মঘাতী হল 17 বছরের অলংকৃতা।



Body:পুলিশ সূত্রে খবর, ঘটনা গত সন্ধ্যার। অলংকৃতা বায়না ধরেছিল শাড়ির সঙ্গে ম্যাচিং করে নতুন ব্লাউজ কেনার। আজ স্কুলের সরস্বতী পুজো নতুন পোশাকে যোগ দেওয়ার কথা ছিল তার। তার বান্ধবীরাও পরবে শাড়ি। ঠিক হয়েছিল তেমনটাই। কিন্তু রাজি ছিলেন না মা। সেটা নিয়ে ঝগড়া হয়। তারপরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় অলংকৃতা। বেশ কিছুক্ষণ পরে ডাকাডাকি শুরু করে মা। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ফেলে। দেখা যায়, একটা কাপড়ের টুকরো সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে একাদশ শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের লোকজন ওই কাপড়ের টুকরো কেটে অলংকৃতাকে নিচে নামায়। তখন দেহে প্রাণ ছিল না। পুলিশে খবর দেওয়া হয়। অলংকৃতা কে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


Conclusion:পুলিশ এখনো পর্যন্ত কোন সুইসাইড নোট উদ্ধার করেনি। অলংকৃতার দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে প্রথামাফিক নব নালন্দা স্কুলে সরস্বতী পূজো হলেও সবেতেই যেন বিষাদ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.