ETV Bharat / state

Kolkata Heritage Building: লন্ডনের ছোঁয়া তিলোত্তমায় ! গ্রেড 1 হেরিটেজ ভবনগুলির গায়ে লাগছে 'ব্লু প্লাক' - লন্ডনের ছোঁয়া তিলোত্তমায়

লন্ডনের গ্রেড 1 হেরিটেজের তালিকায় যেই ভবনগুলি রয়েছে যেগুলির গায়ে একটি করে ব্লু প্লাক (Blue Plaque) দেওয়া হয় । সেই চিন্তাভাবনাকে এবার এই শহরে প্রয়োগ করছে কলকাতা কর্পোরেশন (Kolkata Heritage Building) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 18, 2022, 10:20 PM IST

Updated : Nov 18, 2022, 11:00 PM IST

কলকাতা, 18 নভেম্বর: কলকাতার আনাচে-কানাচে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যশালী ভবন । কোনওটির স্থাপত্য, ভাস্কর্য বা নির্মাণগত ঐতিহ্যে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় । আবার বহু জায়গা খ্যাতি পেয়েছে বিখ্যাত মানুষজনের বসবাস বা কর্মক্ষেত্রের জন্য । তিলোত্তমার এ সমস্ত ঐতিহ্যশালী ভবনগুলি তালিকায় গ্রেড হিসেবে ভাগ করা আছে (Kolkatas Grade 1 Heritage Buildings) ।

সব থেকে গুরুত্বপূর্ণ গ্রেড হল গ্রেড 1। জাতীয় বা আন্তর্জান্তিকভাবে অতি গুরুত্বপূর্ণ, স্থাপত্যগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ, পরিবেশগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ ভবনগুলি এই তালিকায় স্থান পেয়েছে । ভিক্টোরিয়া মেমোরিয়াল বা মহাকরণ এই তালিকায় জায়গা করে নিয়েছে । এই তালিকায় থাকা প্রতিষ্ঠান বা সংস্থার সংখ্যা প্রায় 600-এর কাছাকাছি (Kolkata Heritage Building) ।

লন্ডনের ছোঁয়া তিলোত্তমায়
গ্রেড 1 হেরিটেজ ভবনগুলির গায়ে লাগছে 'ব্লু প্লাক'

লন্ডনের গ্রেড 1 হেরিটেজের তালিকায় যেই ভবনগুলি রয়েছে যেগুলির গায়ে একটি করে ব্লু প্লাক (Blue Plaque) দেওয়া হয় । পাশাপশি একটি বোর্ড থাকে, তাতে নির্দিষ্টভাবে তথ্য দেওয়া থাকে কেন এটি ঐতিহ্যশালী । জনসাধারণ যাতে সমস্ত তথ্য জানতে পারেন তাই এই ব্যবস্থা । সেই চিন্তাভাবনাকে এবার এই শহরে প্রয়োগ করছে কলকাতা কর্পোরেশন ।

লন্ডনের ছোঁয়া তিলোত্তমায়

আরও পড়ুন: ঠাকুরবাড়ির হেরিটেজ ভবনে তৃণমূল সংগঠনের অফিস ! বিতর্ক গড়াল আদালত পর্যন্ত

কলকাতার সব গ্রেড 1 হেরিটেজের গায়েও লাগানো হবে ব্লু প্লাক । ইতিমধ্যে জানবাজার এলাকায় থাকা রানি রাসমণির বাড়ির গেটে ব্লু প্লাক লাগানো হয়েছে । আগামিকাল ঐতিহ্যশালী ক্যালকাটা রোয়িং ক্লাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্লু প্লাক লাগানো হবে । কলকাতা কর্পোরেশনের হেরিটেজ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, গ্রেড 1 তালিকায় থাকা প্রত্যেক ভবনের গায়ে বেশ কয়েক ধাপে লাগানো হবে ব্লু প্লাক । এটা সাধারণত লন্ডনেই হয়ে থাকে । পাশাপশি সামনে একটি বোর্ডে জনসাধারণের জন্য লেখা থাকবে কেন এবং কী কারণে ভবনটি ঐতিহ্যশালী । 19 নভেম্বর থেকে হেরিটেজ সপ্তাহ শুরু । তাই কয়েক ধাপে এই ব্লু প্লাক লাগানো হবে । উল্লেখ্য, রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে সম্প্রতি শুভাপ্রসন্নের জায়গায় এসেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 18 নভেম্বর: কলকাতার আনাচে-কানাচে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যশালী ভবন । কোনওটির স্থাপত্য, ভাস্কর্য বা নির্মাণগত ঐতিহ্যে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় । আবার বহু জায়গা খ্যাতি পেয়েছে বিখ্যাত মানুষজনের বসবাস বা কর্মক্ষেত্রের জন্য । তিলোত্তমার এ সমস্ত ঐতিহ্যশালী ভবনগুলি তালিকায় গ্রেড হিসেবে ভাগ করা আছে (Kolkatas Grade 1 Heritage Buildings) ।

সব থেকে গুরুত্বপূর্ণ গ্রেড হল গ্রেড 1। জাতীয় বা আন্তর্জান্তিকভাবে অতি গুরুত্বপূর্ণ, স্থাপত্যগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ, পরিবেশগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ ভবনগুলি এই তালিকায় স্থান পেয়েছে । ভিক্টোরিয়া মেমোরিয়াল বা মহাকরণ এই তালিকায় জায়গা করে নিয়েছে । এই তালিকায় থাকা প্রতিষ্ঠান বা সংস্থার সংখ্যা প্রায় 600-এর কাছাকাছি (Kolkata Heritage Building) ।

লন্ডনের ছোঁয়া তিলোত্তমায়
গ্রেড 1 হেরিটেজ ভবনগুলির গায়ে লাগছে 'ব্লু প্লাক'

লন্ডনের গ্রেড 1 হেরিটেজের তালিকায় যেই ভবনগুলি রয়েছে যেগুলির গায়ে একটি করে ব্লু প্লাক (Blue Plaque) দেওয়া হয় । পাশাপশি একটি বোর্ড থাকে, তাতে নির্দিষ্টভাবে তথ্য দেওয়া থাকে কেন এটি ঐতিহ্যশালী । জনসাধারণ যাতে সমস্ত তথ্য জানতে পারেন তাই এই ব্যবস্থা । সেই চিন্তাভাবনাকে এবার এই শহরে প্রয়োগ করছে কলকাতা কর্পোরেশন ।

লন্ডনের ছোঁয়া তিলোত্তমায়

আরও পড়ুন: ঠাকুরবাড়ির হেরিটেজ ভবনে তৃণমূল সংগঠনের অফিস ! বিতর্ক গড়াল আদালত পর্যন্ত

কলকাতার সব গ্রেড 1 হেরিটেজের গায়েও লাগানো হবে ব্লু প্লাক । ইতিমধ্যে জানবাজার এলাকায় থাকা রানি রাসমণির বাড়ির গেটে ব্লু প্লাক লাগানো হয়েছে । আগামিকাল ঐতিহ্যশালী ক্যালকাটা রোয়িং ক্লাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্লু প্লাক লাগানো হবে । কলকাতা কর্পোরেশনের হেরিটেজ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, গ্রেড 1 তালিকায় থাকা প্রত্যেক ভবনের গায়ে বেশ কয়েক ধাপে লাগানো হবে ব্লু প্লাক । এটা সাধারণত লন্ডনেই হয়ে থাকে । পাশাপশি সামনে একটি বোর্ডে জনসাধারণের জন্য লেখা থাকবে কেন এবং কী কারণে ভবনটি ঐতিহ্যশালী । 19 নভেম্বর থেকে হেরিটেজ সপ্তাহ শুরু । তাই কয়েক ধাপে এই ব্লু প্লাক লাগানো হবে । উল্লেখ্য, রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে সম্প্রতি শুভাপ্রসন্নের জায়গায় এসেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Nov 18, 2022, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.