ETV Bharat / state

2030-এর মধ্যে 5 হাজার ই-বাস চলবে কলকাতায় - SAVE EARTH

পরিবেশকে দূষণমুক্ত রাখতে পরিবহন দপ্তর বারবার বিভিন্ন পদক্ষেপ করেছে। পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকার CNGCচালিত পরিবহনের ব্যবহারেও উদ্যোগী হয়েছে। শহরে চালু হয়েছে ইলেক্ট্রিক বাস পরিষেবা। ইতিমধ্যে কলকাতা ও নিউটাউন মিলিয়ে চলাচল করছে প্রায় 80টি বিদ্যুৎ চালিত বাস চলছে।

EBUS
EBUS
author img

By

Published : Aug 19, 2020, 6:31 AM IST

কলকাতা , 19 আগাস্ট: কলকাতার রাজপথে নামতে চলেছে 50টি নতুন ইলেকট্রিক বাস। এমনটাই ঘোষণা করা হয়েছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC)তরফে। ইতিমধ্যেই রাজ্যের এই ইলেকট্রিক বাস পরিষেবা আন্তর্জাতিক খ্যাতিও পেয়েছে।

পরিবেশকে দূষণমুক্ত রাখতে পরিবহন দপ্তর বারবার বিভিন্ন পদক্ষেপ করেছে। পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকার CNGCচালিত পরিবহনের ব্যবহারেও উদ্যোগী হয়েছে। শহরে চালু হয়েছে ইলেক্ট্রিক বাস পরিষেবা। ইতিমধ্যে কলকাতা ও নিউটাউন মিলিয়ে চলাচল করছে প্রায় 80টি বিদ্যুৎ চালিত বাস চলছে।

এই পরিষেবার সাথে খুব দ্রুত যুক্ত হতে চলেছে নতুন আরও 50টি ই বাস। শহরের পথে চলবে মোট 130টি অত্যাধুনিক এসি বিদ্যুৎ চালিত বাস। ইতিমধ্যেই বাসগুলোর চালানোর জন্য পরিকাঠামো উন্নয়ণ, রক্ষণাবেক্ষণ, সরবরাহ, চার্জিং সহ অন্যান্য বিষয় নিয়ে WBTC পক্ষ থেকে কথা অনেকটাই এগিয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগলে চলতি বছরের শেষ দিকে কলকাতায় পথে চলবে এই নতুন ইলেকট্রিক বাসগুলো। নিউটাউন, বলাকা ও শাপুরজি বাস ডিপো থেকে চলাচল করবে এই বাসগুলো।

WBTC সূত্রে খবর যে 2030এর মধ্যে 5000টি ইলেকট্রিক বাস পথে নামানোর পরিকল্পনা করা হয়েছে রয়েছে।

কলকাতা , 19 আগাস্ট: কলকাতার রাজপথে নামতে চলেছে 50টি নতুন ইলেকট্রিক বাস। এমনটাই ঘোষণা করা হয়েছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC)তরফে। ইতিমধ্যেই রাজ্যের এই ইলেকট্রিক বাস পরিষেবা আন্তর্জাতিক খ্যাতিও পেয়েছে।

পরিবেশকে দূষণমুক্ত রাখতে পরিবহন দপ্তর বারবার বিভিন্ন পদক্ষেপ করেছে। পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকার CNGCচালিত পরিবহনের ব্যবহারেও উদ্যোগী হয়েছে। শহরে চালু হয়েছে ইলেক্ট্রিক বাস পরিষেবা। ইতিমধ্যে কলকাতা ও নিউটাউন মিলিয়ে চলাচল করছে প্রায় 80টি বিদ্যুৎ চালিত বাস চলছে।

এই পরিষেবার সাথে খুব দ্রুত যুক্ত হতে চলেছে নতুন আরও 50টি ই বাস। শহরের পথে চলবে মোট 130টি অত্যাধুনিক এসি বিদ্যুৎ চালিত বাস। ইতিমধ্যেই বাসগুলোর চালানোর জন্য পরিকাঠামো উন্নয়ণ, রক্ষণাবেক্ষণ, সরবরাহ, চার্জিং সহ অন্যান্য বিষয় নিয়ে WBTC পক্ষ থেকে কথা অনেকটাই এগিয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগলে চলতি বছরের শেষ দিকে কলকাতায় পথে চলবে এই নতুন ইলেকট্রিক বাসগুলো। নিউটাউন, বলাকা ও শাপুরজি বাস ডিপো থেকে চলাচল করবে এই বাসগুলো।

WBTC সূত্রে খবর যে 2030এর মধ্যে 5000টি ইলেকট্রিক বাস পথে নামানোর পরিকল্পনা করা হয়েছে রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.