কলকাতা, 17 অগাস্ট : রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ৷ আর তার জেরে বিপর্যস্ত কলকাতা । একাধিক এলাকা জলমগ্ন ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দিনভর বৃষ্টি চলবে রাজ্যে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া ও হুগলি জেলায় ৷
আজও কলকাতা এবং সংলগ্ন এলাকা জুড়ে বৃষ্টি নামে । ব্যাপক প্রভাব পড়েছে শহরের যান চলাচলের উপর । তার মধ্যেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । ফলে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে ।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শান্তিনিকেতন থেকে নাগাল্যান্ড,বাংলাদেশ হয়ে আসামের উপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত । এর জেরেই এই বৃষ্টি । আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 98 শতাংশ ৷
উত্তর কলকাতার ঠনঠনিয়া, MG রোড ক্রসিং, গিরিশ পার্ক, কলেজ স্ট্রিট, বউবাজার, শ্যামবাজার, হাতিবাগানে হাঁটু পর্যন্ত জল রয়েছে সকালেও ৷ টানা বৃষ্টির জেরে বেহালার বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায় । জল জমেছে GT রোডের অনেকাংশেই ৷ ফলে যানচলাচল ব্যাহত হচ্ছে ৷ কলকাতার দক্ষিণে গোলপার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, যাদবপুর এইট বি চত্বর, রুবি ক্রসিং ও কসবার একাধিক এলাকায় জল জমায় ভোগান্তির মুখে বাসিন্দারা ৷
এখন পর্যন্ত মানিকতলায় 16 মিলিমিটার, ধাপা-লকগেটে 16 মিলিমিটার, জিঞ্জিরা বাজারে 20 মিলিমিটার, উল্টোডাঙায় 9 মিলিমিটার জল জমেছে ৷
ইতিমধ্যেই কলকাতা পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে । যে সব জায়গায় জল জমেছে, পাম্পিং স্টেশনের মাধ্যমে তা সরানোর চেষ্টা চলছে । অফিস পাড়া সল্টলেকের সেক্টর ফাইভ জলমগ্ন । অফিসে আসতে রীতিমতো সমস্যা পোহাতে হচ্ছে কর্মচারীদের। অন্যদিনের তুলনায় বাস চলছে দেরিতে । ট্যাক্সিও অমিল । সল্টলেকের এফডি ব্লক, বিডি ব্লক, এসি ও সিএল ব্লকে ব্যপাক জল জমেছে।
বিধাননগর পৌরনিগম সূত্রে জানা গিয়েছে পুরোদমে জল সরানোর কাজ চলছে। সবকটি পাম্প চালু রাখার নির্দেশ দিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী । তিনি বিভিন্ন মেয়র পরিষদ এবং কাউন্সিলরদের সঙ্গে জমা জল সরাতে বৈঠকও করেছেন। জঞ্জাল অপসারণ এবং জনস্বাস্থ্য বিভাগের কর্মীদের কাজ করতে বলা হয়েছে। আপাতত ছুটি বাতিল পৌরকর্মীদের ৷
বৃষ্টির ফলে সর্বত্র গাড়ি ধীরে চলাচল করছে বলে জানিয়েছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল । কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অব্যাহত রয়েছে মুষলধারে বৃষ্টি । লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, বেশ কয়েকটি রাস্তায় প্রচুর জল জমে যাওয়ায় গাড়ি আটকে যায় ৷ গাড়িগুলিকে না সরানো পর্যন্ত সামরিক যানজটের সৃষ্টি হয়।
টালিগঞ্জ সার্কুলার রোডের কাছেও গাছ পড়ে যাওয়ার ফলে সেখানে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টির ফলে সাদার্ন অ্যাভিনিউতে সাফারি পার্কের কাছে গাছ উপড়ে যায়। ফলে সেই রাস্তায় সামরিকভাবে যান চলাচল ব্যাহত হয়।
বর্ধমান রোড থেকে নিউ রোডের দিকে যেতে গিয়ে ওই অংশে জল জমে যাওয়ার ফলে সেখানেও যান চলাচল বেশ ধীর গতিতে ছিল।