ETV Bharat / state

Weapons of 1971 War: একাত্তরের যুদ্ধে পাক সেনার আত্মসমর্পণ করা অস্ত্র পাচ্ছে কলকাতা, রাখা হবে মিউজিয়ামে

Weapons surrendered by Pakistan Army in 1971 war: 1971 সালের যুদ্ধে পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করা অস্ত্র হাতে পাচ্ছে কলকাতা ৷ সেই অস্ত্র রাখা হবে মিউজিয়ামে ৷

Weapons of 1971 War
একাত্তরের যুদ্ধে পাক সেনার আত্মসমর্পণ করা অস্ত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 1:47 PM IST

কলকাতা, 8 অক্টোবর: 71-এর যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করা অস্ত্র পাচ্ছে কলকাতা । একটি রকেট লঞ্চার-সহ 5টি রাইফেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কমান্ডান্ট অর্ডিনেন্সের তরফে হস্তান্তর করা হবে । আগামিকাল পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়কে এই অস্ত্রসামগ্রী হস্তান্তর করা হবে । ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন তিনি । সেখান থেকে যাবেন গোয়ালিয়রে । এই অস্ত্র হস্তান্তরের পরপরই তা কলকাতায় নিয়ে আসা হবে । আগামীতে সাধারণের জন্য প্রদর্শিত হবে সেই অস্ত্র ।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, রাজ্যের প্রথম কোনও বেসামরিক সংস্থা 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা আত্মসমর্পণ করা অস্ত্র পাচ্ছে ।

পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় ইটিভি ভারতকে বলেন, "এই মুহূর্তে আমি দিল্লি বিমানবন্দরে আছি । এখন গোয়ালিয়রের ফ্লাইটের জন্য অপেক্ষা করছি । আমি এটা জানাতে পেরে আনন্দিত যে, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরিপ্রেক্ষিতে, বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল আমাকে 5টি বন্দুক এবং অস্ত্র হস্তান্তর করতে চলেছেন । যার মধ্যে একটি রকেট লঞ্চার রয়েছে । এগুলো 1971 সালে ভারত-পাক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করেছিল । কলকাতায় আমাদের রাজ্যে প্রস্তাবিত জাদুঘর ও গবেষণা কেন্দ্রে এগুলি রাখা হবে । আমি আগামিকাল এগুলি গ্রহণ করব । কলকাতায় ফিরে আসার পরপরই আমি সেই বন্দুক ও অস্ত্রগুলো আপনাদের সামনে তুলে ধরব ।"

আরও পড়ুন: নারদে গ্রেফতারি, পৌর নিয়োগ দুর্নীতিতে জেরা লজ্জার; ফিরহাদকে তোপ বিকাশের

মিউজিয়ামের বিষয়ে বিপ্লব রায় বলেন, "ভারতীয় সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে আন্তর্জাতিক মানের মিউজিয়াম তৈরি হবে কলকাতায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবং আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে ইতিমধ্যে তা নিয়ে আলোচনা করেছেন । মধ্যযুগ থেকে শুরু করে ভারতীয় ইতিহাস ও কলকাতার প্রাচীন সভ্যতার উপর এ পর্যন্ত যা ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে, তা ওই মিউজিয়ামে রাখা হবে । এই ইতিহাস ধর্মী সামগ্রীর উপর নতুন প্রজন্মের জ্ঞানের প্রসার ঘটার পাশাপাশি গবেষকরাও এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করতে পারবেন ।"

কলকাতা, 8 অক্টোবর: 71-এর যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করা অস্ত্র পাচ্ছে কলকাতা । একটি রকেট লঞ্চার-সহ 5টি রাইফেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কমান্ডান্ট অর্ডিনেন্সের তরফে হস্তান্তর করা হবে । আগামিকাল পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়কে এই অস্ত্রসামগ্রী হস্তান্তর করা হবে । ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন তিনি । সেখান থেকে যাবেন গোয়ালিয়রে । এই অস্ত্র হস্তান্তরের পরপরই তা কলকাতায় নিয়ে আসা হবে । আগামীতে সাধারণের জন্য প্রদর্শিত হবে সেই অস্ত্র ।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, রাজ্যের প্রথম কোনও বেসামরিক সংস্থা 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা আত্মসমর্পণ করা অস্ত্র পাচ্ছে ।

পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় ইটিভি ভারতকে বলেন, "এই মুহূর্তে আমি দিল্লি বিমানবন্দরে আছি । এখন গোয়ালিয়রের ফ্লাইটের জন্য অপেক্ষা করছি । আমি এটা জানাতে পেরে আনন্দিত যে, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরিপ্রেক্ষিতে, বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল আমাকে 5টি বন্দুক এবং অস্ত্র হস্তান্তর করতে চলেছেন । যার মধ্যে একটি রকেট লঞ্চার রয়েছে । এগুলো 1971 সালে ভারত-পাক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করেছিল । কলকাতায় আমাদের রাজ্যে প্রস্তাবিত জাদুঘর ও গবেষণা কেন্দ্রে এগুলি রাখা হবে । আমি আগামিকাল এগুলি গ্রহণ করব । কলকাতায় ফিরে আসার পরপরই আমি সেই বন্দুক ও অস্ত্রগুলো আপনাদের সামনে তুলে ধরব ।"

আরও পড়ুন: নারদে গ্রেফতারি, পৌর নিয়োগ দুর্নীতিতে জেরা লজ্জার; ফিরহাদকে তোপ বিকাশের

মিউজিয়ামের বিষয়ে বিপ্লব রায় বলেন, "ভারতীয় সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে আন্তর্জাতিক মানের মিউজিয়াম তৈরি হবে কলকাতায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবং আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে ইতিমধ্যে তা নিয়ে আলোচনা করেছেন । মধ্যযুগ থেকে শুরু করে ভারতীয় ইতিহাস ও কলকাতার প্রাচীন সভ্যতার উপর এ পর্যন্ত যা ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে, তা ওই মিউজিয়ামে রাখা হবে । এই ইতিহাস ধর্মী সামগ্রীর উপর নতুন প্রজন্মের জ্ঞানের প্রসার ঘটার পাশাপাশি গবেষকরাও এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করতে পারবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.