ETV Bharat / state

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ‍্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - weather warning

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলছে যার কারণে রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 26, 2020, 2:38 PM IST

কলকাতা, 26 এপ্রিল : মে মাসের শুরুতে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 30 এপ্রিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । এরপর ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে উত্তরপূর্ব দিকে সরে যাবে । অর্থাৎ এটির দক্ষিণ-পূর্ব মায়ানমার উপকূলে বা সামান্য দিক পরিবর্তন করে বাংলাদেশ উপকূলে আছে পড়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে । আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে মে মাসের 4 তারিখ নাগাদ এটির স্থলভাগের উপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।


কলকাতায় আজ সকালেও আকাশ আংশিক মেঘলা ছিল । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস । আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 55%। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে সামান্য। তবে আগামী 24 ঘণ্টাতেও কলকাতায় ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে কালবৈশাখি ঝড় হবে কিছু কিছু জেলায় । ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেইসঙ্গে ছত্তিশগড় থেকে মেঘালয় পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও । সেই অক্ষরেখাটি ওড়িশা ,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে । অন্যদিকে, বঙ্গোপসাগরের অপরদিকে একটি বিপরীত ঘূর্ণাবর্তও রয়েছে । এই বিপরীত ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । যার জেরে রাজ্যে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি হয়ে রয়েছে । আগামী 48 ঘণ্টায় বর্ধমান, বীরভূম ,পুরুলিয়া ,বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা , উত্তর 24পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা, 26 এপ্রিল : মে মাসের শুরুতে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 30 এপ্রিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । এরপর ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে উত্তরপূর্ব দিকে সরে যাবে । অর্থাৎ এটির দক্ষিণ-পূর্ব মায়ানমার উপকূলে বা সামান্য দিক পরিবর্তন করে বাংলাদেশ উপকূলে আছে পড়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে । আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে মে মাসের 4 তারিখ নাগাদ এটির স্থলভাগের উপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।


কলকাতায় আজ সকালেও আকাশ আংশিক মেঘলা ছিল । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস । আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 55%। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে সামান্য। তবে আগামী 24 ঘণ্টাতেও কলকাতায় ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে কালবৈশাখি ঝড় হবে কিছু কিছু জেলায় । ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেইসঙ্গে ছত্তিশগড় থেকে মেঘালয় পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও । সেই অক্ষরেখাটি ওড়িশা ,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে । অন্যদিকে, বঙ্গোপসাগরের অপরদিকে একটি বিপরীত ঘূর্ণাবর্তও রয়েছে । এই বিপরীত ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । যার জেরে রাজ্যে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি হয়ে রয়েছে । আগামী 48 ঘণ্টায় বর্ধমান, বীরভূম ,পুরুলিয়া ,বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা , উত্তর 24পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.