কলকাতা, 21 মে : পাশের হারে দ্বিতীয় হয়েছে কলকাতা । অথচ, মাধ্যমিকের 51 জনের সেরা দশের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার মাত্র একজন । সে যাদবপুর বিদ্যাপিঠের সোহম দাস। 681 নম্বর পেয়ে দশম স্থান পেয়ে কলকাতার মুখ রক্ষা করেছে বলা যেতে পারে । সোহম ছাড়া কলকাতার অন্য কেউ মেধাতালিকায় কেন জায়গা করে নিতে পারল না? সে প্রশ্ন উঠছে ।
সন্তোষপুরের বাসিন্দা ও যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়া সোহম দাস বলে, "ফলাফল প্রকাশের পর তো খুবই ভালো লাগছে । একদম শেষ নামটা আমার । ভাবতেই পারিনি ব়্যাঙ্ক করব ।" মাধ্যমিকে সোহমের প্রিয় বিষয় ছিল ভৌতবিজ্ঞান । ক্লাস ইলেভেনে পছন্দের বিষয় ফিজ়িক্স । গল্পের বই পড়তে ভালোবাসে সোহম । পাশাপাশি ক্রিকেট ও ফুটবল খেলতেও পছন্দ করে । মেধাতালিকায় কলকাতার মাত্র একজন । বাকি সবাই জেলার । এর কারণ জিজ্ঞাসা করা হলে সোহম বলে, "আমি জানি না । তবে, জেলার পড়ুয়ারা নিশ্চয়ই অত্যন্ত পরিশ্রমী । অত্যন্ত মেধাবীও । কারণ, 694 সর্বোচ্চ উঠেছে । অর্থাৎ 99.14 শতাংশ । সুতরাং, পরিশ্রম তো করতেই হবে । পরিশ্রম করলেই ব়্যাঙ্ক হবে ।"
একই প্রশ্ন আজ সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে করা হয় । উত্তরে বলেন, "পূর্ব মেদিনীপুরের পাশের হার 96 শতাংশের ঊর্ধ্বে । তারপরই কলকাতা । যে যেরকম পরীক্ষা দিয়েছে সে সেরকম নম্বর পেয়েছে । কোনও জেলা বা অনুন্নত জায়গা থেকে যদি কেউ সারাবছর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো ফল করে, তাহলে বোর্ডের কী কোনও অধিকার আছে তাকে বঞ্চিত করার । এটা আমি প্রত্যেকবারই বলি যে, এটা আপনাদের আলোচনার ও গবেষণার বিষয় ।"
কলকাতায় হিন্দু ও হেয়ারের মতো নামীদামি স্কুল থাকা সত্ত্বেও মেধাতালিকায় কলকাতার মাত্র একজন । অথচ আগে কিন্তু কলকাতার অনেকেই মেধাতালিকায় স্থান পেত । সাংবাদিকদের উত্তরে তিনি বলেন, "আমি আবার বলছি এটা গবেষণার বিষয় । কলকাতায় অনেক ভালো ভালো স্কুল আছে । ভালো রেজ়াল্টও করছে । কিন্তু প্রথম দশে কলকাতার কোনও পরীক্ষার্থীর নাম আসছে না । প্রথম দশে তাদেরই নাম থাকছে যারা ভীষণ ভালো ফলাফল করেছে । যেমন এবছর যে প্রথম হয়েছে সে 694 পেয়েছে । তার নম্বর কমিয়ে দেওয়ার অধিকার কি আমার আছে? তাকে বাদ দিয়ে কলকাতার কাউকে আমি মেরিট লিস্টে নিয়ে আসব? এই প্রশ্নটা খুব অবান্তর ।"
ICSE ও CBSE বোর্ডের পরীক্ষায় কলকাতা থেকে অনেকেই টপ করলেও মাধ্যমিকে কিন্তু তা হচ্ছে না । উত্তরে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "ICSE ও CBSE কিন্তু শুধুমাত্র শহরভিত্তিক পরীক্ষা । এই বোর্ডের স্কুলগুলো বেশিরভাগই কলকাতায় রয়েছে । গ্রামে এমন কতগুলো CBSE, ICSE বোর্ডের স্কুল আছে, যেখান থেকে টপার আসছে? সেখানে তো স্কুল নেই ।"
পাশাপাশি তিনি বলেন, "এই বছরে মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে একটি নতুন বিষয় যুক্ত হয়েছে । সাধারণত ICSE ও CBSE বোর্ডের পরীক্ষার পরীক্ষার্থীরা বিপুল পরিমাণ নম্বর পায় । কিন্তু এবছর মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী 99.14 শতাংশ নম্বর পেয়েছে । এই প্রথম মাধ্যমিকে 99 শতাংশের বেশি নম্বর এসেছে । "