কলকাতা, 14 সেপ্টেম্বর : বাংলায় পুজোর শপিংয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে । এমনিতেই করোনার কারণে ব্যবসায়ীদের বিক্রিবাটা তেমন নেই । এই অবস্থায় শহর কলকাতার ব্যবসায়ীদের মুড আরও খারাপ করছে অকাল বৃষ্টি । যদিও সেপ্টেম্বরের বর্ষা এখন প্রতিবারের নিয়ম হয়ে গিয়েছে । শরৎ এলেও মরশুমী ক্যালেন্ডারে এ যেন ঘোর বর্ষাকাল । একে মহামারীর জন্য মানুষের বাইরে বেরোনো বহুলাংশে নিয়ন্ত্রিত । তার উপর দোসর হয়েছে বৃষ্টি ।
মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । সকাল থেকেই সূর্যের দেখা নেই । এরপর বেলা বাড়তেই দফায় দফায় শুরু হয় বৃষ্টি । আজ কলকাতা ও দুই 24 পরগনায় দফায় দফায় বৃষ্টি হয়েছে । কখনও ঝিরঝিরে আবার কখনও ভারী বৃষ্টির কারণে রাস্তায় জনসমাগম ছিল কম । শহরের বেশ কয়েকটি অংশ থেকে জল জমার খবর এসেছে । কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঠনঠনিয়া সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিভিন্ন জায়গায় জল জমে যায় । সকাল 8টা থেকে 12টা চার ঘণ্টায় কলকাতার বিভিন্ন প্রান্তে প্রায় 45 থেকে 48 মিলিমিটার বৃষ্টি হয় । উল্টোডাঙ্গায় চার ঘণ্টায় বৃষ্টি হয়েছে 50 মিলিমিটার ৷ বেলগাছিয়ায় 45 মিলিমিটার এবং মানিকতলায় 34 মিলিমিটার ৷
এছাড়া ধাপা লকগেটে 45 মিলিমিটার, পামার ব্রিজে 45 মিলিমিটার, বালিগঞ্জে 29 মিলিমিটার, ঠনঠনিয়াতে 35 মিলিমিটার ও যোধপুর পার্কে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে । মোটের উপর কলকাতার সর্বত্রই কম বেশি বৃষ্টিপাত হয়েছে । শহরের চেনা জলছবির চেহারা আবারও প্রকট হয়েছে ।
আরও পড়ুন : Bengal Rain: নিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, চার জেলায় কমলা সতর্কতা
এই পরিস্থিতিতে কী পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী । আর কতদিন চলবে বৃষ্টি ? কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস । জানা গিয়েছে, আগামী 12 ঘণ্টায় কমবে বৃষ্টির দাপট । ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে । যা ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে যাচ্ছে । এর প্রভাবেই ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পাশাপাশি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । তার জেরেই জেলায় জেলায় চলছে ভারী বৃষ্টিপাত । তবে আগামী 12 ঘণ্টায় হাওয়ার গতি কিছুটা কমবে । বৃষ্টি চললেও দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস । বুধবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে ।