ETV Bharat / state

এবার 3 মাস অন্তর তেজস্বিনী ট্রেনিং, ঘোষণা পুলিশ কমিশনারের

author img

By

Published : Nov 27, 2019, 6:30 PM IST

কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে এবার তিন মাস অন্তর কলকাতা পুলিশের তরফে দেওয়া হবে তেজস্বিনী ট্রেনিং ।

tejashwini
তেজস্বিনী ট্রেনিং

কলকাতা, 27 নভেম্বর : এবার তিন মাস অন্তর কলকাতা পুলিশের তরফে দেওয়া হবে তেজস্বিনী ট্রেনিং । এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । আজ তেজস্বিনী ট্রেনিংয়ের শেষ দিনের অনুষ্ঠানে এমন কথা ঘোষণা করেছেন তিনি । পুলিশ সূত্রে খবর, সেই অনুযায়ী চিন্তাভাবনাও শুরু হয়ে গেছে । পাশাপাশি তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের একটি বিশেষ ব্যাচ দেওয়ার ঘোষণা করেছেন পুলিশ কমিশনার । তাঁর কথায়, "এটি ওই ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে মেয়েদের উদ্বুদ্ধ করবে ।"

রাস্তাঘাটে আক্রমণ অথবা ইভটিজ়িংয়ের শিকার অনেক সময় হতে হয় মহিলাদের । আবার অনেক সময় শিকার হতে হয় হেনস্থার । মূলত সেদিকে নজর রেখেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই প্রশিক্ষণের পরিকল্পনা করা হয় । অপ্রীতিকর পরিস্থিতিতে নারীরা কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণই দেওয়া হল গত 5 দিন ।

পুলিশ সূত্রে খবর, এবছর 600 আবেদন জমা পড়েছিল ট্রেনিং নেওয়ার জন্য । তারমধ্যে 200 জনকে বেছে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় । কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাবের মাঠে শনিবার সকাল থেকে শুরু হয় ট্রেনিং । আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী কোয়েল মল্লিক । তাঁরা কলকাতা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন ।

কলকাতা, 27 নভেম্বর : এবার তিন মাস অন্তর কলকাতা পুলিশের তরফে দেওয়া হবে তেজস্বিনী ট্রেনিং । এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । আজ তেজস্বিনী ট্রেনিংয়ের শেষ দিনের অনুষ্ঠানে এমন কথা ঘোষণা করেছেন তিনি । পুলিশ সূত্রে খবর, সেই অনুযায়ী চিন্তাভাবনাও শুরু হয়ে গেছে । পাশাপাশি তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের একটি বিশেষ ব্যাচ দেওয়ার ঘোষণা করেছেন পুলিশ কমিশনার । তাঁর কথায়, "এটি ওই ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে মেয়েদের উদ্বুদ্ধ করবে ।"

রাস্তাঘাটে আক্রমণ অথবা ইভটিজ়িংয়ের শিকার অনেক সময় হতে হয় মহিলাদের । আবার অনেক সময় শিকার হতে হয় হেনস্থার । মূলত সেদিকে নজর রেখেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই প্রশিক্ষণের পরিকল্পনা করা হয় । অপ্রীতিকর পরিস্থিতিতে নারীরা কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণই দেওয়া হল গত 5 দিন ।

পুলিশ সূত্রে খবর, এবছর 600 আবেদন জমা পড়েছিল ট্রেনিং নেওয়ার জন্য । তারমধ্যে 200 জনকে বেছে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় । কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাবের মাঠে শনিবার সকাল থেকে শুরু হয় ট্রেনিং । আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী কোয়েল মল্লিক । তাঁরা কলকাতা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন ।

Intro:কলকাতা, 27 নভেম্বর: আর বছরে একবার নয়। এবার তিন মাস অন্তর কলকাতা পুলিশের তরফে দেওয়া হবে তেজস্বিনী ট্রেনিং। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা এমনই নির্দেশ দিয়েছেন। আজ এবারের তেজস্বিনী ট্রেনিংয়ের শেষ দিনের অনুষ্ঠানে এমন কথা ঘোষণা করেছেন পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে খবর, সেই অনুযায়ী চিন্তাভাবনাও শুরু হয়ে গেছে। পাশাপাশি তিনি ট্রেনিং প্রাপ্তদের একটি বিশেষ ব্যাচ দেওয়ার ঘোষণা করেছেন পুলিশ কমিশনার। তাঁর কথায়, “ এটি ওই ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে মেয়েদের উদ্বুদ্ধ করবে।" Body:রাস্তাঘাটে আক্রমণ অথবা ইভটিজিংয়ের শিকার অনেক সময় হতে হয় মহিলাদের। অসহায়ের মত অনেক সময় সহ্য করতে হয় সেসব। আবার অনেক সময় শিকার হতে হয় হেনস্তার। পথেঘাটে ট্রামেবাসে অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাতের লক্ষ্য কখনও কখনও হতে হয় মহিলাদের। শারীরিক ভাবে হেনস্থা বা উত্যক্ত করার সুযোগ কখনও কখনও খোঁজে বিকৃতরুচির কেউ কেউ। মূলত সেদিকে নজর রেখেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই প্রশিক্ষণের পরিকল্পনা। অপ্রীতিকর পরিস্থিতিতে মহিলা,তরুণীরা কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণই দেওয়া হল গত পাঁচদিন। Conclusion:পুলিশ সূত্রে খবর, এবছর 600 আবেদন জমা পড়েছিল ট্রেনিং নেওয়ার জন্য। তারমধ্যে 200 জনকে বেছে নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাবের মাঠে শনিবার সকাল থেকে শুরু হয় ট্রেনিং। যা শেষ হলো আজ। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। তারা কলকাতা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.