ETV Bharat / state

অ্যামেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা দেয়, সেই প্রজাতির কুকুর এবার কলকাতার নিরাপত্তায় - কলকাতা পুলিশ ডগ স্কয়্য়াড

বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির সারমেয়দের বুদ্ধি ও কর্মক্ষমতা জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরের থেকেও বেশি । আর্মি, CRPF এই বেলজিয়ান মালিনয়েজ় জাতের কুকুর জঙ্গিদের খোঁজার ক্ষেত্রে ব্যবহার করে ৷

kolkata
মালিনওয়াঁ
author img

By

Published : Feb 5, 2020, 2:58 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : মালিনওয়াঁ । আদি নিবাস বেলজিয়াম । ক্ষিপ্রতা ও হিংস্রতায় তার জুড়ি মেলা ভার । অপরাধের গন্ধ পায় সে । হাজার ভিড়ের মাঝেও চিনে নিতে পারে টার্গেটকে ৷ অ্য়ামেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তায় এরকমই প্রশিক্ষিত কুকুর রাখা রয়েছে । সেই প্রজাতির সারমেয় আসছে কলকাতায় । জঙ্গিদের হাত থেকে শহরবাসীকে নিরাপত্তা দিতে আনা হচ্ছে এই মালিনওয়াঁ বা বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির কুকুর ।

বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির সারমেয়দের বুদ্ধি ও কর্মক্ষমতা জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরের থেকেও বেশি । কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডকে মূলত খুনের কিনারা বা ধ্বংসস্তূপ থেকে মানুষের দেহ উদ্ধার করতে ব্যবহার করা হতো । ড্রাগ উদ্ধারের ক্ষেত্রেও তাদের সাহায্য নিয়েছে কলকাতা পুলিশ । মূলত জার্মান শেফার্ড, ল্যাব্রাডর প্রজাতির কুকুর এতদিন পর্যন্ত ছিল কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডে । এবার যে 12 টি কুকুর হায়দরাবাদ থেকে কেনা হয়েছে সেগুলোও জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর । তাদের ট্রেনিংও শুরু হয়েছে । কলকাতা পুলিশের ডগ স্কয়্যাড সূত্রে খবর, এখনও পর্যন্ত বেলজিয়ান মালিনয়েজ় কেনা হয়নি ঠিকই তবে সিদ্ধান্ত পাকা । পরের ধাপে কেনা হবে 18 টি মালিনওয়াঁ বা বেলজিয়ান মালিনয়েজ় ।

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডের এক কর্তা জানান, কলকাতা পুলিশ চাইছে জঙ্গি দমনে বিশ্বের প্রথম সারির কুকুর ব্যবহার করতে । আর্মি, CRPF এই জাতের কুকুর ব্যবহার করে ৷ কলকাতা পুলিশও তা ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের । সেই অনুমতি মিলেছে । বরাদ্দ হয়েছে বাজেটও । তাই কলকাতা পুলিশের বিশেষ টিমে তাদের অন্তর্ভুক্তি এখন স্রেফ সময়ের অপেক্ষা ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : মালিনওয়াঁ । আদি নিবাস বেলজিয়াম । ক্ষিপ্রতা ও হিংস্রতায় তার জুড়ি মেলা ভার । অপরাধের গন্ধ পায় সে । হাজার ভিড়ের মাঝেও চিনে নিতে পারে টার্গেটকে ৷ অ্য়ামেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তায় এরকমই প্রশিক্ষিত কুকুর রাখা রয়েছে । সেই প্রজাতির সারমেয় আসছে কলকাতায় । জঙ্গিদের হাত থেকে শহরবাসীকে নিরাপত্তা দিতে আনা হচ্ছে এই মালিনওয়াঁ বা বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির কুকুর ।

বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির সারমেয়দের বুদ্ধি ও কর্মক্ষমতা জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরের থেকেও বেশি । কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডকে মূলত খুনের কিনারা বা ধ্বংসস্তূপ থেকে মানুষের দেহ উদ্ধার করতে ব্যবহার করা হতো । ড্রাগ উদ্ধারের ক্ষেত্রেও তাদের সাহায্য নিয়েছে কলকাতা পুলিশ । মূলত জার্মান শেফার্ড, ল্যাব্রাডর প্রজাতির কুকুর এতদিন পর্যন্ত ছিল কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডে । এবার যে 12 টি কুকুর হায়দরাবাদ থেকে কেনা হয়েছে সেগুলোও জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর । তাদের ট্রেনিংও শুরু হয়েছে । কলকাতা পুলিশের ডগ স্কয়্যাড সূত্রে খবর, এখনও পর্যন্ত বেলজিয়ান মালিনয়েজ় কেনা হয়নি ঠিকই তবে সিদ্ধান্ত পাকা । পরের ধাপে কেনা হবে 18 টি মালিনওয়াঁ বা বেলজিয়ান মালিনয়েজ় ।

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডের এক কর্তা জানান, কলকাতা পুলিশ চাইছে জঙ্গি দমনে বিশ্বের প্রথম সারির কুকুর ব্যবহার করতে । আর্মি, CRPF এই জাতের কুকুর ব্যবহার করে ৷ কলকাতা পুলিশও তা ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের । সেই অনুমতি মিলেছে । বরাদ্দ হয়েছে বাজেটও । তাই কলকাতা পুলিশের বিশেষ টিমে তাদের অন্তর্ভুক্তি এখন স্রেফ সময়ের অপেক্ষা ।

Intro:কলকাতা, 5 ফেব্রুয়ারি: মালিনওয়াঁ। আদি নিবাস বেলজিয়াম। বিশ্বস্ততায় তার জুড়ি মেলা ভার। অপরাধের গন্ধ পায় সে। হাজার ভিড়ের মাঝেও চিনে নিতে পারে জঙ্গিকে। টার্গেট ফিরলেই করে দেয় ক্ষতবিক্ষত। তখন সে রূপ নেয় উগ্রচন্ডা। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় এমনই সদস্যদের রাখা রয়েছে। সেই প্রজাতির একজন আসছে কলকাতায়। জঙ্গিদের হাত থেকে বাঁচাতে শহরবাসীকে নিশ্চয়তা দিতে।



Body:বেলজিয়ান মালিয়েজ। একটি বিশেষ প্রজাতির কুকুর। যার বুদ্ধি এবং কর্মক্ষমতা জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরে থেকেও বেশি। কলকাতা পুলিশের ডগ স্কোয়াড মূলত খুনের কিনারা কিংবা ধ্বংসস্তূপ থেকে মানুষের দেহ উদ্ধার করতেই এতদিন ব্যবহার হতো। ড্রাগ উদ্ধারের ক্ষেত্রেও তাদের সাহায্য নিয়েছে পুলিশ। এতদিন পর্যন্ত মূলত এই তিনটি বিষয়ে বিশেষজ্ঞ পুলিশকে রাখা হয়েছে বাহিনীতে। মূলত জার্মান শেফার্ড, ল্যাব্রাডর প্রজাতির কুকুর এতদিন পর্যন্ত ছিল কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে। এবার যে 12 টি কুকুর কেনা হয়েছে হায়দরাবাদ থেকে সেগুলোই ও জার্মান শেফার্ড এবং ল্যাব্রাডর। কেনেল থেকে কিনে তাদের ট্রেনিং শুরু হয়েছে। সেলফি নিয়ে গেছেন কলকাতা পুলিশের হ্যান্ডলারযরাও। কলকাতা পুলিশের ডগ স্কোয়াড সূত্রে খবর, এখনো পর্যন্ত বেলজিয়ান মালিয়েজ কেনা হয়নি ঠিকই। কিন্তু সিদ্ধান্ত পাকা। পরের ধাপ এই কেনা হবে 18 টি মালিনওয়াঁ বা বেলজিয়ান মালিয়েজ।


Conclusion:
এ প্রসঙ্গে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের এক কর্তা জানান, কলকাতা পুলিশ চাইছে জঙ্গী দমনে বিশ্বের প্রথম সারির কুকুর ব্যবহার করতে। আর্মি, সিআরপিএফ এই জাতের কুকুর ব্যবহার করে জঙ্গি দমনের ক্ষেত্রে। কলকাতা পুলিশও তা ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের। সেই বিষয়ে অনুমতি মিলেছে। বরাদ্দ হয়েছে বাজেট। তাই কলকাতা পুলিশের বিশেষ টিমে তাদের অন্তর্ভুক্তি এখন স্রেফ সময়ের অপেক্ষা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.