কলকাতা, 28 এপ্রিল: বড়সড় কোনও আইন-শৃংখলার অবনতি কিংবা যেই এলাকায় সহজে পুলিশ গিয়ে কাজ করার সমস্যা রয়েছে, সেই রকম এলাকাতেও পুলিশের কাজ যাতে মসৃণ হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করল লালবাজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একটি টেন্ডার পাস করা হয়েছে এবং সেখান থেকে জানা গিয়েছে মোট 1150টি ডুয়েল রেডিয়ো সেট, পিসিও সার্ভার, ল্যাপটপ, ডেস্কটপ-সহ একাধিক অত্যাধুনিক সামগ্রী কিনতে চলেছে কলকাতা পুলিশ ।
মূলত, ভবিষ্যতে পুলিশি ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য অনলাইন নেটওয়ার্ককে ঢেলে সাজাতে চাইছে লালবাজার ৷ আর তার জন্যই এই পদক্ষেপ । জানা গিয়েছে, এই সকল অত্যাধুনিক যন্ত্রপাতি-সহ কলকাতা পুলিশের সার্ভার আরও শক্তিশালী করার জন্য মোট খরচের পরিমাণ হবে 15 কোটি টাকা ।
এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, সম্প্রতি ভিডিয়ো বা মেসেজ আদান-প্রদানের জন্য মোবাইল-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কিনতে হয়েছে লালবাজারকে ৷ এছাড়াও কলকাতা পুলিশের সার্ভার রুম ও ট্রাফিক কন্ট্রোল এবং ওসি কন্ট্রোল রুমে যে নেটওয়ার্ক রয়েছে, তাকে আরও শক্তিশালী করার চিন্তাভাবনা চলছে । এছাড়াও বেশ কিছু জিপিএস সিস্টেম এমন ভাবে ডেভেলপ করা হবে, যার ফলে কলকাতার কোনও জায়গায় অচলাবস্থা হয়ে গেলে, সেই জিপিএস সিস্টেমের মাধ্যমে ঘটনাস্থলের যাবতীয় ফুটেজ একেবারে সরাসরি লালবাজারের কন্ট্রোল রুমে বসে দেখতে পাবেন পুলিশ আধিকারিকরা । সেই ক্ষেত্রে পুলিশের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া সম্ভব হবে ৷
সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে তিলজলা থানা এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলার অবনতি হয় ৷ সেখানে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীদের । পরে অবশ্য বিক্ষোভকারী জনতাকে বুঝিয়ে শুনিয়ে এলাকার পরিস্থিতি ঠান্ডা করা হয় এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ সেই ঘটনার পর থেকেই পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল ।
তিনি নির্দেশ দিয়েছিলেন, কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশনের কাছে কী পরিমাণে টিয়ার গ্যাস, ঢাল, লাঠি, গোলাবারুদ রয়েছে, তার একটি রিপোর্ট পেশ করতে হবে । এছাড়াও একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে কলকাতা পুলিশের বাহিনীকে টিয়ারসেল কীভাবে ফাটানো হয় এবং কিভাবে উন্মত্ত জনতাকে প্রতিহত করতে হয়, তার একটি বিশেষ প্রশিক্ষণের বন্দোবস্ত করার কথা বলেছিলেন নগরপাল । তার পর নিজেদের অনলাইন নেটওয়ার্ককে আরও শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য বিশেষ পদক্ষেপ লালবাজারের ।
আরও পড়ুন: জীবনকৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে জড়িত কি সরকারি আধিকারিকরাও ? তদন্তে সিবিআই