ETV Bharat / state

আত্মহত্যা রুখতে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের - কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠক

লক্ষ্যণীয়ভাবে এই শহরে বেড়েছে আত্মহত্যা । আত্মহত্যা বেশি হয়েছে দক্ষিণের শহরতলী এলাকায় ।  সামগ্রিক তথ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর-কিশোরী কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের আত্মহত্যার প্রবণতা বেশি । এই বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে । সেই রিপোর্ট তৈরি কাজ চলছে ৷ মাসে গড়ে 50 থেকে 60 জন আত্মহত্যা করছেন ।  বিষয়টি চিন্তায় ফেলেছে লালবাজারকে ।

thumbnail
thumbnail
author img

By

Published : Dec 5, 2019, 9:56 AM IST

কলকাতা , 5 ডিসেম্বর : শহরে বাড়ছে অবসাদ ৷ বাড়ছে আত্মহত্যার সংখ্যা ৷ শারীরিক সুস্থতার পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা ৷ এই বিষয়টি হয়তো বোঝার প্রয়োজন ৷ মাস কয়েক আগে দক্ষিণ কলকাতার একটি স্কুল থেকে নবম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল ৷ স্কুলেই আত্মহত্যা করেছিল সে ৷ তার সঙ্গে পাওয়া যায় একটি সুইসাইড নোট , যার ছত্রে ছত্রে তার মা-বাবার প্রতি অভিমান ও মানসিক অবসাদের কথা ছিল ৷ এই ঘটনার পর সরব হয়েছিল কলকাতা ৷ মানসিক স্বাস্থ্যর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ কিন্তু তা হয়তো সাময়িক ৷ এরপরও শহরে কমেনি আত্মহত্যার সংখ্যা ৷ গত তিন দিনে শহরে অন্তত 7টি আত্মহত্যা হয়েছে ৷

কলকাতা পুলিশের এক কর্তা বলেন, "লক্ষ্যণীয়ভাবে এই শহরে বেড়েছে আত্মহত্যা । আত্মহত্যা বেশি হয়েছে দক্ষিণের শহরতলী এলাকায় । সামগ্রিক তথ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর-কিশোরী কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের আত্মহত্যার প্রবণতা বেশি । এই বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে । সেই রিপোর্ট তৈরি কাজ চলছে ৷" মাসে গড়ে 50 থেকে 60 জন আত্মহত্যা করছেন । বিষয়টি চিন্তায় ফেলেছে লালবাজারকে ।

মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠক হয় । সূত্রের খবর , সেই বৈঠকে ওঠে প্রসঙ্গটি । এই বিষয়ে গভীর উদ্বেগের কথা জানান কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা ৷ এই বিষয়টা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকে । এ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, "আমরা আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টি লক্ষ্য করেছি । আর সেটা নিয়ে নির্দিষ্ট ভাবনা চিন্তা রয়েছে পুলিশের । সবটা খতিয়ে দেখে একটি প্রকল্প আনা হবে ।"

কলকাতা , 5 ডিসেম্বর : শহরে বাড়ছে অবসাদ ৷ বাড়ছে আত্মহত্যার সংখ্যা ৷ শারীরিক সুস্থতার পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা ৷ এই বিষয়টি হয়তো বোঝার প্রয়োজন ৷ মাস কয়েক আগে দক্ষিণ কলকাতার একটি স্কুল থেকে নবম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল ৷ স্কুলেই আত্মহত্যা করেছিল সে ৷ তার সঙ্গে পাওয়া যায় একটি সুইসাইড নোট , যার ছত্রে ছত্রে তার মা-বাবার প্রতি অভিমান ও মানসিক অবসাদের কথা ছিল ৷ এই ঘটনার পর সরব হয়েছিল কলকাতা ৷ মানসিক স্বাস্থ্যর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ কিন্তু তা হয়তো সাময়িক ৷ এরপরও শহরে কমেনি আত্মহত্যার সংখ্যা ৷ গত তিন দিনে শহরে অন্তত 7টি আত্মহত্যা হয়েছে ৷

কলকাতা পুলিশের এক কর্তা বলেন, "লক্ষ্যণীয়ভাবে এই শহরে বেড়েছে আত্মহত্যা । আত্মহত্যা বেশি হয়েছে দক্ষিণের শহরতলী এলাকায় । সামগ্রিক তথ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর-কিশোরী কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের আত্মহত্যার প্রবণতা বেশি । এই বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে । সেই রিপোর্ট তৈরি কাজ চলছে ৷" মাসে গড়ে 50 থেকে 60 জন আত্মহত্যা করছেন । বিষয়টি চিন্তায় ফেলেছে লালবাজারকে ।

মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠক হয় । সূত্রের খবর , সেই বৈঠকে ওঠে প্রসঙ্গটি । এই বিষয়ে গভীর উদ্বেগের কথা জানান কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা ৷ এই বিষয়টা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকে । এ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, "আমরা আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টি লক্ষ্য করেছি । আর সেটা নিয়ে নির্দিষ্ট ভাবনা চিন্তা রয়েছে পুলিশের । সবটা খতিয়ে দেখে একটি প্রকল্প আনা হবে ।"

Intro:কলকাতা, 5 ডিসেম্বর: 2 ডিসেম্বর, রাত 9 টা: পর্নশ্রী এলাকায় ডাক্তার একি পাল রোডে ঘটে রহস্যজনক মৃত্যুর ঘটনা। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অসিত পাল নামে এক যুবকের দেহ। গলায় ওড়না লাগিয়ে আত্মহত‍্যা করেন তিনি। কোন সুইসাইড নোট পাওয়া যায়নি।

2 ডিসেম্বর, রাত 8:30 : আফতাব হোসেন নামে এক 21 বছরের কলেজ পড়ুয়া দেহ উদ্ধার করে পুলিশ। একবালপুর থানা এলাকার এম এম আলি রোডে একটি বহুতলের চারতলার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। এক্ষেত্রেও তার কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

2 ডিসেম্বর, 12:50: নারায়ণ দাস নামে এক 70 বছরের বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঠিকানা 105 টালিগঞ্জ রোড। কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

30 নভেম্বর, 7:30: সাতসকালে প্রাক্তন পূর্ত দপ্তরের কর্মী বিশ্বনাথ সরকার ঝাঁপ দেন একটি পুকুরে। তার বাড়ি পর্ণশ্রী থানা এলাকায় 4 নম্বর রবীন্দ্রনগরে। পরে উদ্ধার হয় তার দেহ।

30 নভেম্বর, 9:40: কড়েয়া থানা এলাকার চামরু খানসামা লেনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন 23 বছরের আয়েশা খাতুন। এক্ষেত্রেও পাওয়া যায়নি কোন সুইসাইড-নোট।

29 নভেম্বর, 23:20: 31/ 4 তপসিয়া সেকেন্ড লেনের বাসিন্দা 42 বছরের মোহাম্মদ সাবির আলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

29 নভেম্বর, 17: 50: তপসিয়া থানা এলাকার পাভলভ হাসপাতালে আত্মহত্যা করেন এক রোগী। নাম আশা ভার্মা। বয়স 40। তিনি যাদবপুরের বাসিন্দা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা।



Body:শহর কলকাতায় সম্প্রতিক মাত্র 3 দিনের আত্মহত্যার পরিসংখ্যান। কলকাতা পুলিশের জহুরী চোখ বলছে, সম্প্রতি এই শহরে অনেকটাই বেড়ে গেছে আত্মহত্যার প্রবণতা। মাসে গড়ে 50 থেকে 60 জন আত্মহত্যা করছেন। বিষয়টি চিন্তায় ফেলেছে লালবাজারকে। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠক হয়। সূত্র জানাচ্ছে, সেই বৈঠকে ওঠে প্রসঙ্গটি। এই বিষয়ে গভীর উদ্বেগের কথা জানান কলকাতার গোয়েন্দাপ্রধান মূরলীধর শর্মা। তারপর এই বিষয়টা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকে।

কলকাতা পুলিশের এক কর্তা জানাচ্ছেন, লক্ষ্যণীয়ভাবে এই শহরে বেড়ে গেছে আত্মহত্যার ঘটনা। বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে সংযুক্ত এলাকাগুলোয়। অর্থাৎ সাউথ-সুবারবার্ন, সাউথ-ওয়েস্ট ডিভিশন, ইস্ট ডিভিশনে আত্মহত্যার ঘটনায় সবথেকে বেশি। পুলিশের পর্যবেক্ষণ, সামগ্রিক তথ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর-কিশোরী কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের আত্মহত্যার প্রবণতা সবথেকে বেশি। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে DC DD স্পেশালকে। সেই রিপোর্ট তৈরি কাজ জোরকদমে চলছে বলে লালবাজার সূত্রের খবর।


Conclusion:এ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, “ আমরা আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টি লক্ষ্য করেছি। আর সেটা নিয়ে নির্দিষ্ট ভাবনা চিন্তা রয়েছে পুলিশের। সবটা খতিয়ে দেখে একটি প্রকল্প আনা হবে।" সেই প্রকল্পের রূপরেখা কী হবে তা অবশ্য এখনো পর্যন্ত ঠিক হয়নি। তবে আত্মহত্যার প্রবণতা ঠেকাতেই নেওয়া হবে বিশেষ প্রকল্প।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.