ETV Bharat / state

Illegal Parking in Kolkata: যানজট কমাতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান কলকাতা পুলিশের - Accident Due to Illegal Parking

কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ করতে অভিযানে নামল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ (Illegal Parking in Kolkata) ৷ লালবাজারের নির্দেশে দক্ষিণ, মধ্য ও উত্তর কলকাতার বড়-ছোট সব রাস্তায় অভিযানে নেমেছে ট্রাফিক গার্ডের আধিকারিকরা ৷ মূলত শহরের যানজট কমাতে এবং পথ দুর্ঘটনা (Accident Due to Illegal Parking) রুখতে এই পদক্ষেপ পুলিশের ৷

Police Takes Action Against Road Side Illegal Parking
বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান কলকাতা পুলিশের
author img

By

Published : Dec 3, 2021, 11:50 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর : কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং ৷ বিশেষ করে মধ্য এবং উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অফিস টাইম এবং ব্যস্ত সময়ে যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে বেআইনি পার্কিং (Illegal Parking in Kolkata) ৷ এমনিতেই উত্তর কলকাতার প্রচুর অলিগলি রয়েছে ৷ যেগুলির আয়তন যান চলাচলের জন্য তুলনামূলকভাবে ছোট ৷ সেই তুলনায় যানবাহনের সংখ্যা অধিক ৷ আর সেইরকম রাস্তাকেই অবৈধ পার্কিংয়ের আখড়া বানিয়ে রেখেছে বেশ কিছু লোক ৷ আর যার জেরে প্রতিনিয়ত হচ্ছে পথ দুর্ঘটনা (Accident Due to Illegal Parking) ৷ ঠিক যেমনটা হয়েছিল নদিয়ার হাঁসখালির মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে ৷ তার থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা পুলিশ নেমেছে শহরের অবৈধ পার্কিংগুলিতে বন্ধ করার কাজে ৷

গতমাসে লালবাজারের ক্রাইম মিটিংয়ে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছিলেন, অবিলম্বে শহরের রাস্তায় গজিয়ে ওঠা অবৈধ পার্কিংয়ের খোঁজ চালাতে ৷ সূত্রের খবর, পুলিশ কমিশনারের নির্দেশ ছিল, প্রথম দফায় অবৈধভাবে পার্ক করা গাড়িগুলিকে যাতে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ৷ তার পরেও যদি কাজ না হয়, তাহলে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ সেই মতো কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক শহরের প্রতিটি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জকে নির্দেশ দেন, কোন কোন এলাকায় অবৈধ পার্কিং রয়েছে, তার রিপোর্ট জমা দিতে ৷

আরও পড়ুন : Ola-Uber : কোন যুক্তিতে যাত্রী প্রত্যাখ্যান, এবার থেকে জানতে চাইবে লালবাজার

দেখা যায় উত্তর কলকাতার কাশীপুর, চিৎপুর, শ্যামবাজারের একাধিক রাস্তায় দখল করে গড়ে উঠেছে অবৈধ পার্কিং ৷ এর পরেই ট্রাফিক বিভাগের তরফে শ্যামবাজার ট্রাফিক গার্ডের ওসিকে নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে যেন তদন্ত করে অবৈধ পার্কিংগুলিকে বন্ধ করা হয় ৷ পুলিশ তদন্তে নেমে অবৈধ পার্কিংয়ের খোঁজ পায় উত্তর কলকাতার কে পি সিং রোডে ৷ শ্যামবাজার ট্রাফিক গার্ডের আধিকারিকরা এদিন একাধিক রাস্তায় অবৈধ পার্কিং সরিয়ে দেয় ৷ বেশ কিছু দাঁড়িয়ে থাকা গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয় ৷ যেগুলির নথি ঠিক নেই, সেই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করা হয় ৷ পাশাপাশি একাধিক পার্কিং সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ৷

কলকাতা, 3 ডিসেম্বর : কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং ৷ বিশেষ করে মধ্য এবং উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অফিস টাইম এবং ব্যস্ত সময়ে যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে বেআইনি পার্কিং (Illegal Parking in Kolkata) ৷ এমনিতেই উত্তর কলকাতার প্রচুর অলিগলি রয়েছে ৷ যেগুলির আয়তন যান চলাচলের জন্য তুলনামূলকভাবে ছোট ৷ সেই তুলনায় যানবাহনের সংখ্যা অধিক ৷ আর সেইরকম রাস্তাকেই অবৈধ পার্কিংয়ের আখড়া বানিয়ে রেখেছে বেশ কিছু লোক ৷ আর যার জেরে প্রতিনিয়ত হচ্ছে পথ দুর্ঘটনা (Accident Due to Illegal Parking) ৷ ঠিক যেমনটা হয়েছিল নদিয়ার হাঁসখালির মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে ৷ তার থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা পুলিশ নেমেছে শহরের অবৈধ পার্কিংগুলিতে বন্ধ করার কাজে ৷

গতমাসে লালবাজারের ক্রাইম মিটিংয়ে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছিলেন, অবিলম্বে শহরের রাস্তায় গজিয়ে ওঠা অবৈধ পার্কিংয়ের খোঁজ চালাতে ৷ সূত্রের খবর, পুলিশ কমিশনারের নির্দেশ ছিল, প্রথম দফায় অবৈধভাবে পার্ক করা গাড়িগুলিকে যাতে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ৷ তার পরেও যদি কাজ না হয়, তাহলে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ সেই মতো কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক শহরের প্রতিটি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জকে নির্দেশ দেন, কোন কোন এলাকায় অবৈধ পার্কিং রয়েছে, তার রিপোর্ট জমা দিতে ৷

আরও পড়ুন : Ola-Uber : কোন যুক্তিতে যাত্রী প্রত্যাখ্যান, এবার থেকে জানতে চাইবে লালবাজার

দেখা যায় উত্তর কলকাতার কাশীপুর, চিৎপুর, শ্যামবাজারের একাধিক রাস্তায় দখল করে গড়ে উঠেছে অবৈধ পার্কিং ৷ এর পরেই ট্রাফিক বিভাগের তরফে শ্যামবাজার ট্রাফিক গার্ডের ওসিকে নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে যেন তদন্ত করে অবৈধ পার্কিংগুলিকে বন্ধ করা হয় ৷ পুলিশ তদন্তে নেমে অবৈধ পার্কিংয়ের খোঁজ পায় উত্তর কলকাতার কে পি সিং রোডে ৷ শ্যামবাজার ট্রাফিক গার্ডের আধিকারিকরা এদিন একাধিক রাস্তায় অবৈধ পার্কিং সরিয়ে দেয় ৷ বেশ কিছু দাঁড়িয়ে থাকা গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয় ৷ যেগুলির নথি ঠিক নেই, সেই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করা হয় ৷ পাশাপাশি একাধিক পার্কিং সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.