ETV Bharat / state

Malkhan Singh: এসটিএফ-এর বড় সাফল্য, গ্রেফতার কেএলও-এর শীর্ষ নেতা মালখান সিং - মালখান সিং

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিং (KLO Leader Malkhan Singh) । সম্প্রতি জীবন সিংহের ভিডিয়ো বার্তা পেয়ে সে ফের সক্রিয় হয়ে ওঠে । মাঝেমধ্যেই অসম, মালদা ও শিলিগুড়িতে যাতায়াত শুরু করেছিল মালখান ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 20, 2022, 3:59 PM IST

Updated : Oct 20, 2022, 6:28 PM IST

কলকাতা ও শিলিগুড়ি, 20 অক্টোবর: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF) গোয়েন্দাদের বড়সড় সাফল্য । দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিং (KLO Leader Malkhan Singh) । গ্রেফতারির পর কলকাতায় এনে জেরা করা হবে কেএলও সুপ্রিমো জীবন সিংয়ের ঘনিষ্ঠ এই শীর্ষ নেতাকে (Kolkata Police STF arrested KLO Leader Malkhan Singh) ।

কেএলও চিফ জীবন সিংহের ভিডিয়ো বার্তার পর ফের সক্রিয় হতে শুরু করেছে কেএলও জঙ্গি সংগঠনের প্রাক্তন সদস্যরা । বুধবার শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়িতে অভিযান চালিয়ে মালখান সিংকে গ্রেফতার করে এসটিএফ । তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসটিএফ আধিকারিকদের হাতে । স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাধব মণ্ডল ওরফে মালখান সিংয়ের বাড়ি মালদার বামনগোলার বাসিন্দা । এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেফতার করেছিল এসটিএফ । 2019 সাল থেকে কেএলও জঙ্গি সংগঠন থেকে দূরে সরে আসে সে । কিন্তু এসটিএফ আধিকারিকদের অনুমান, কেএলও সংগঠনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল । সম্প্রতি জীবন সিংহের ভিডিয়ো বার্তা পেয়ে সে ফের সক্রিয় হয়ে ওঠে । মাঝেমধ্যেই অসম, মালদা ও শিলিগুড়িতে যাতায়াত শুরু করেছিল মালখান ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে থাকাকালীনই কেএলও জঙ্গি ধরা পরায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে বলেই খবর মিলেছে প্রাথমিকভাবে । বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

আরও পড়ুন: 'মমতা দিদি গরিব মানুষের শত্রু, জনগণের শত্রু', গোপন ডেরা থেকে আক্রমণ জীবনের

জানা গিয়েছে, বুধবার বাসে চেপে মালদা থেকে শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায় পৌঁছয় মালখান । সেখানে তার শ্বশুরবাড়ি । সূত্রের খবর, অসমে একটি গোপন বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার । কেএলও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত মালখান প্রথমবার গ্রেফতার হয়েছিল 2012 সালে । পরবর্তীতে 2014 সালে আবারও গ্রেফতার হয় সে । তবে দু'বারই জামিনে মুক্ত হয় মালখান । জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই মালখানের ওপর কড়া নজর ছিল এসটিএফের । জানা গিয়েছে, চলতি বছরের 15 আগস্ট মালখান অসমে একটি বৈঠকেও যোগ দিয়েছিল । পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়াতে সঙ্গে মোবাইল ফোন রাখত না । যদিও এবার শেষ রক্ষা হয়নি ।

উল্লেখ্য, চলতি বছরে একাধিক লিঙ্কম্যান-সহ সক্রিয় কেএলও সদস্য এসটিএফের জালে ধরা পড়েছে । এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "সম্প্রতি ফের তার গতিবিধি সক্রিয় হয়ে ওঠে । জীবন সিংহের ভিডিয়ো বার্তার পরই অসমে যাতায়াত শুরু হয় মালখানের । সেজন্য তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

কলকাতা ও শিলিগুড়ি, 20 অক্টোবর: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF) গোয়েন্দাদের বড়সড় সাফল্য । দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিং (KLO Leader Malkhan Singh) । গ্রেফতারির পর কলকাতায় এনে জেরা করা হবে কেএলও সুপ্রিমো জীবন সিংয়ের ঘনিষ্ঠ এই শীর্ষ নেতাকে (Kolkata Police STF arrested KLO Leader Malkhan Singh) ।

কেএলও চিফ জীবন সিংহের ভিডিয়ো বার্তার পর ফের সক্রিয় হতে শুরু করেছে কেএলও জঙ্গি সংগঠনের প্রাক্তন সদস্যরা । বুধবার শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়িতে অভিযান চালিয়ে মালখান সিংকে গ্রেফতার করে এসটিএফ । তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসটিএফ আধিকারিকদের হাতে । স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাধব মণ্ডল ওরফে মালখান সিংয়ের বাড়ি মালদার বামনগোলার বাসিন্দা । এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেফতার করেছিল এসটিএফ । 2019 সাল থেকে কেএলও জঙ্গি সংগঠন থেকে দূরে সরে আসে সে । কিন্তু এসটিএফ আধিকারিকদের অনুমান, কেএলও সংগঠনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল । সম্প্রতি জীবন সিংহের ভিডিয়ো বার্তা পেয়ে সে ফের সক্রিয় হয়ে ওঠে । মাঝেমধ্যেই অসম, মালদা ও শিলিগুড়িতে যাতায়াত শুরু করেছিল মালখান ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে থাকাকালীনই কেএলও জঙ্গি ধরা পরায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে বলেই খবর মিলেছে প্রাথমিকভাবে । বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

আরও পড়ুন: 'মমতা দিদি গরিব মানুষের শত্রু, জনগণের শত্রু', গোপন ডেরা থেকে আক্রমণ জীবনের

জানা গিয়েছে, বুধবার বাসে চেপে মালদা থেকে শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায় পৌঁছয় মালখান । সেখানে তার শ্বশুরবাড়ি । সূত্রের খবর, অসমে একটি গোপন বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার । কেএলও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত মালখান প্রথমবার গ্রেফতার হয়েছিল 2012 সালে । পরবর্তীতে 2014 সালে আবারও গ্রেফতার হয় সে । তবে দু'বারই জামিনে মুক্ত হয় মালখান । জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই মালখানের ওপর কড়া নজর ছিল এসটিএফের । জানা গিয়েছে, চলতি বছরের 15 আগস্ট মালখান অসমে একটি বৈঠকেও যোগ দিয়েছিল । পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়াতে সঙ্গে মোবাইল ফোন রাখত না । যদিও এবার শেষ রক্ষা হয়নি ।

উল্লেখ্য, চলতি বছরে একাধিক লিঙ্কম্যান-সহ সক্রিয় কেএলও সদস্য এসটিএফের জালে ধরা পড়েছে । এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "সম্প্রতি ফের তার গতিবিধি সক্রিয় হয়ে ওঠে । জীবন সিংহের ভিডিয়ো বার্তার পরই অসমে যাতায়াত শুরু হয় মালখানের । সেজন্য তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

Last Updated : Oct 20, 2022, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.