ETV Bharat / state

Kolkata Police WhatsApp Number : সাইবার জালিয়াতি রুখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু লালবাজারের - সাইবার জালিয়াতি রুখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু লালবাজারের

সাইবার জালিয়াতি রুখতে তৎপর কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা (Cyber Cell of Kolkata Police) ৷

kolkata police cyber cell
সাইবার জালিয়াতি রুখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু
author img

By

Published : Apr 19, 2022, 11:03 PM IST

কলকাতা, 19 এপ্রিল : ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে এবার কলকাতা পুলিশের সাইবার শাখার উদ্যোগে চালু করা হল বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর (Kolkata Police WhatsApp Number) ৷ এই বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বারটি হল 8100796519 ৷ সম্প্রতি আধুনিক প্রযুক্তির বাড়বাড়ন্তের সঙ্গে সঙ্গে যে ভাবে সাইবার জালিয়াতির নানা অপরাধ বাড়তে শুরু করেছে সেই দিক দিয়ে কলকাতা পুলিশের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ এরফলে শহরে কেউ সাইবার জালিয়াতির শিকার হলে তাঁর পক্ষে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে ৷

আরও পড়ুন : বাঁশদ্রোণী শুট আউটের ঘটনায় অস্ত্র-সহ ধৃত 3

সম্প্রতি, কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানায় অভিযোগ এসেছে, বিদ্যুতের বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এই বয়ানে বার্তা পেয়েছেন অনেক শহরবাসী ৷ অনলাইন মাধ্যমে এই মেসেজের সঙ্গে একটি লিংক পাঠাচ্ছে সাইবার দস্যুরা । একেবারে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের লোগো দিয়ে তৈরি হচ্ছে এই ভুয়ো ওয়েবসাইট গুলি । অভিযোগ, সেইসব লিঙ্কে একবার ক্লিক করলেই ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা ৷ এই সাইবার জালিয়াতি রুখতে তৎপর লালবাজার ৷ লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে, এই প্রকারের বার্তা যদি কেউ পান, তাহলে তা স্থানীয় থানায় জানান উচিত ৷ পাশাপাশি, কোনও লিংকে ক্লিক না করারও আবেদন জানিয়েছে পুলিশ ৷ এরপরেও যদি অসতর্কতার বসে আপনি সাইবার দস্যুদের কবলে পড়েন তাহলে উপরিউক্ত কলকাতা পুলিশের সাইবার শাখার এই বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি অভিযোগ জানাতে পারবেন বলে লালবাজার জানিয়েছে ৷

কলকাতা, 19 এপ্রিল : ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে এবার কলকাতা পুলিশের সাইবার শাখার উদ্যোগে চালু করা হল বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর (Kolkata Police WhatsApp Number) ৷ এই বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বারটি হল 8100796519 ৷ সম্প্রতি আধুনিক প্রযুক্তির বাড়বাড়ন্তের সঙ্গে সঙ্গে যে ভাবে সাইবার জালিয়াতির নানা অপরাধ বাড়তে শুরু করেছে সেই দিক দিয়ে কলকাতা পুলিশের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ এরফলে শহরে কেউ সাইবার জালিয়াতির শিকার হলে তাঁর পক্ষে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে ৷

আরও পড়ুন : বাঁশদ্রোণী শুট আউটের ঘটনায় অস্ত্র-সহ ধৃত 3

সম্প্রতি, কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানায় অভিযোগ এসেছে, বিদ্যুতের বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এই বয়ানে বার্তা পেয়েছেন অনেক শহরবাসী ৷ অনলাইন মাধ্যমে এই মেসেজের সঙ্গে একটি লিংক পাঠাচ্ছে সাইবার দস্যুরা । একেবারে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের লোগো দিয়ে তৈরি হচ্ছে এই ভুয়ো ওয়েবসাইট গুলি । অভিযোগ, সেইসব লিঙ্কে একবার ক্লিক করলেই ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা ৷ এই সাইবার জালিয়াতি রুখতে তৎপর লালবাজার ৷ লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে, এই প্রকারের বার্তা যদি কেউ পান, তাহলে তা স্থানীয় থানায় জানান উচিত ৷ পাশাপাশি, কোনও লিংকে ক্লিক না করারও আবেদন জানিয়েছে পুলিশ ৷ এরপরেও যদি অসতর্কতার বসে আপনি সাইবার দস্যুদের কবলে পড়েন তাহলে উপরিউক্ত কলকাতা পুলিশের সাইবার শাখার এই বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি অভিযোগ জানাতে পারবেন বলে লালবাজার জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.