ETV Bharat / state

অমিত শাহের সভার নিরাপত্তায় প্রস্তুত লালবাজার

Kolkata Police: আগামিকাল কলকাতায় অমিত শাহের সভা ৷ সেই সভার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার ৷ পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতেও প্রস্তুত কলকাতা পুলিশ ৷

Kolkata Police Security Preparation
Kolkata Police Security Preparation
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 7:22 PM IST

Updated : Nov 29, 2023, 9:02 AM IST

কলকাতা, 28 নভেম্বর: বিজেপির সভা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ৷ ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত বুধবারের ওই সভার মূলবক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ঘুম ছুটেছে লালবাজারের ৷ তার উপর যান চলাচল স্বাভাবিক রাখাও চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে ৷ তাই সবকিছু স্বাভাবিক ও সচল রাখতে আগাম পরিকল্পনাও সেরে ফেলেছে লালবাজার ৷

লালবাজার সূত্রের খবর, অমিত শাহের নিজস্ব নিরাপত্তারক্ষীরা সভাস্থলের চারপাশে থাকবেন ৷ সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷ তার পরের অংশের নিরাপত্তা থাকছে কলকাতা পুলিশের হাতে ৷ অমিত শাহর সভার নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের প্রায় দেড় হাজার কর্মী মোতায়েন করা হচ্ছে ।

এছাড়া শহরে যে উঁচু বিল্ডিংগুলি রয়েছে, তার ছাদে মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের কর্মীরা । সেখান থেকে তাঁরা সভাস্থলের দিকে নজর রাখবেন । থাকছেন বম্ব স্কোয়াডের গোয়েন্দারা । ইতিমধ্যেই অমিত শাহের নিরাপত্তারক্ষীরা সভাস্থলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন । লালবাজার সূত্রের খবর, ধর্মতলা মেন রোডে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের বেশ কয়েকটি গাড়ি। সভা শুরুর আগে বা পরে যাতে কোনোরকমের গণ্ডগোল হলে তা ঠেকানো যায়, সেই কারণেই ওই স্কোয়াড রাখা হচ্ছে ৷

আগামিকাল হাওড়া, শিয়ালদা ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করবেন । হাওড়া ব্রিজ ও শিয়ালদা স্টেশন সংলগ্ন রাস্তাগুলিতেও ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই রাস্তাতেও যানজটের আশঙ্কা রয়েছে ৷ সেই আশঙ্কা দূর করে কলকাতার ট্রাফিক ব্যবস্থাকে দিনভর সচল রাখতেও মরিয়া লালবাজার ৷ সেই কারণে যান শাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে ৷ হাওড়া থেকে ব্র্যাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, ধর্মতলা চত্বরে বাড়তি ট্রাফিক সার্জেন্ট দেওয়া হচ্ছে । পুরো বিষয়টি নজরদারি করবেন কলকাতা পুলিশের একজন যুগ্ম নগরপাল পদমর্যাদার আধিকারিক ।

আরও পড়ুন:

  1. শাহী-সভায় গেরুয়া সুনামি দেখবে কলকাতা, দাবি সুকান্তর
  2. নতুন ওয়েবসাইট আনছে কলকাতা পুলিশের, আপদকালীন পরিস্থিতিতে সাহায্য হবে লালবাজারের
  3. ন’বছর পর ভিক্টোরিয়া হাউজের সামনে সভা বঙ্গ বিজেপির, শাহী-বার্তার অপেক্ষায় গেরুয়া শিবির

কলকাতা, 28 নভেম্বর: বিজেপির সভা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ৷ ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত বুধবারের ওই সভার মূলবক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ঘুম ছুটেছে লালবাজারের ৷ তার উপর যান চলাচল স্বাভাবিক রাখাও চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে ৷ তাই সবকিছু স্বাভাবিক ও সচল রাখতে আগাম পরিকল্পনাও সেরে ফেলেছে লালবাজার ৷

লালবাজার সূত্রের খবর, অমিত শাহের নিজস্ব নিরাপত্তারক্ষীরা সভাস্থলের চারপাশে থাকবেন ৷ সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷ তার পরের অংশের নিরাপত্তা থাকছে কলকাতা পুলিশের হাতে ৷ অমিত শাহর সভার নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের প্রায় দেড় হাজার কর্মী মোতায়েন করা হচ্ছে ।

এছাড়া শহরে যে উঁচু বিল্ডিংগুলি রয়েছে, তার ছাদে মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের কর্মীরা । সেখান থেকে তাঁরা সভাস্থলের দিকে নজর রাখবেন । থাকছেন বম্ব স্কোয়াডের গোয়েন্দারা । ইতিমধ্যেই অমিত শাহের নিরাপত্তারক্ষীরা সভাস্থলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন । লালবাজার সূত্রের খবর, ধর্মতলা মেন রোডে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের বেশ কয়েকটি গাড়ি। সভা শুরুর আগে বা পরে যাতে কোনোরকমের গণ্ডগোল হলে তা ঠেকানো যায়, সেই কারণেই ওই স্কোয়াড রাখা হচ্ছে ৷

আগামিকাল হাওড়া, শিয়ালদা ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করবেন । হাওড়া ব্রিজ ও শিয়ালদা স্টেশন সংলগ্ন রাস্তাগুলিতেও ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই রাস্তাতেও যানজটের আশঙ্কা রয়েছে ৷ সেই আশঙ্কা দূর করে কলকাতার ট্রাফিক ব্যবস্থাকে দিনভর সচল রাখতেও মরিয়া লালবাজার ৷ সেই কারণে যান শাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে ৷ হাওড়া থেকে ব্র্যাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, ধর্মতলা চত্বরে বাড়তি ট্রাফিক সার্জেন্ট দেওয়া হচ্ছে । পুরো বিষয়টি নজরদারি করবেন কলকাতা পুলিশের একজন যুগ্ম নগরপাল পদমর্যাদার আধিকারিক ।

আরও পড়ুন:

  1. শাহী-সভায় গেরুয়া সুনামি দেখবে কলকাতা, দাবি সুকান্তর
  2. নতুন ওয়েবসাইট আনছে কলকাতা পুলিশের, আপদকালীন পরিস্থিতিতে সাহায্য হবে লালবাজারের
  3. ন’বছর পর ভিক্টোরিয়া হাউজের সামনে সভা বঙ্গ বিজেপির, শাহী-বার্তার অপেক্ষায় গেরুয়া শিবির
Last Updated : Nov 29, 2023, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.