ETV Bharat / state

Crime in Kolkata: নো-মার্ডার সেপ্টেম্বর, বিরল ঘটনার সাক্ষী শহর কলকাতা - নন হোমিসাইডাল মান্থ

দেশজুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে খুন (Murder), অপরাধ (Crime) ৷ গোয়েন্দারা প্রতি মুহূর্তে খুন থেকে নানা অপরাধমূলক ঘটনা রুখতে হিমশিম খেয়ে যাচ্ছেন ৷ আর তার মাঝেই আশার আলো দেখছেন শহর কলকাতার গোয়েন্দারা ৷ 11 বছর পর, 2022 সালের সেপ্টেম্বর মাস হল 'নন হোমিসাইডাল মান্থ' বা 'খুন হীন' মাস। কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মার এমনটাই দাবি।

Lalbazar
নো-মার্ডার সেপ্টেম্বর, 11 বছর বাদে বিরল ঘটনার সাক্ষী শহর কলকাতা
author img

By

Published : Nov 2, 2022, 6:11 PM IST

কলকাতা, 2 নভেম্বর: চারিদিকে খুন (Murder)ও অপরাধ (Crime) দিন কে দিন বেড়েই চলেছে ৷ বাস্তবিক নানা ঘটনাকে হাতিয়ার করে সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে তুলে ধরা হচ্ছে বহু অপরাধমূলক কাহিনী ৷ প্রতি মুহূর্তে গোয়েন্দা বিভাগের তরফে জারি রয়েছে সচেতনতা ৷ তারই মধ্যে খানিকটা ভিন্ন ছবি তিলোত্তমায় ৷ যা আশার আলোও বটে ৷ পরিসংখ্যান বলছে, 11 বছর পর গত সেপ্টেম্বর মাসে একটিও খুন হয়নি শহর কলকাতায় ৷

লালবাজার সূত্রের খবর, 2011 সালের পর 2022 সালের সেপ্টেম্বর ৷ 11 বছরের ব্যবধানে একটিও খুনের অভিযোগ দায়ের হয়নি কলকাতা পুলিশের কাছে ৷ 2011 সালে কলকতা শহরে খুনের ঘটনার অভিযোগ যে হারে দায়ের হতো, 2016 সাল থেকে ধীরে-ধীরে কমতে শুরু করে সেই হার। পরে 2019 সালে খুনের ঘটনার সংখ্যা অনেকটাই কমে যায়।

লালবাজারের দেওয়া পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, 2011 সালে প্রত্যেক মাসে গড়ে পাঁচ-ছ'টি খুনের মামলা দায়ের হত। কিন্তু 2019 সালের পর থেকে সেই খুনের অভিযোগের সংখ্যা ধীরে-ধীরে কমে মাসে চার থেকে পাঁচে পরিণত হয়। এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, যে সময়ের সঙ্গে সঙ্গে শহরে অপরাধের প্রবণতা কমছে। পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শহরে গত দু-তিন বছর ধরে খুনের ঘটনা কমেছে উল্লেখযোগ্যভাবে। আর তাতে সিলমোহর দিল 2022 সেপ্টেম্বর ৷ কারণ, গত সেপ্টম্বর মাসে কলকাতা পুলিশের খাতায় কোনও খুনের অভিযোগ দায়ের হয়নি ৷ অর্থাৎ এই মাস হল 'খুন হীন' বা 'নন হোমিসাইডাল' মান্থ।

আরও পড়ুন: ঘরে ঢুকে সত্তরের বৃদ্ধাকে ধর্ষণ ! মুখে কুলুপ পুলিশের

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau) পরিসংখ্যান অনুযায়ী কলকাতা শহরকে দেশের সবথেকে নিরাপদ শহর বলে আখ্যা দেওয়া হয়েছে। ওই রেকর্ডসে 2021 সালের রিপোর্ট অনুযায়ী কলকাতায় 2020 সালে খুনের সংখ্যা ছিল 45টি। যা অন্যান্য শহরে অনেকটাই বেশি। এছাড়াও 2020-2022 সালে এনসিআরবির রেকর্ডস অনুযায়ী কলকাতায় ধর্ষণের সংখ্যা মাত্র 11টি। আর এর মধ্যেই 2022 সালে সেপ্টেম্বর মাসে শহরে একটিও খুনের মামলা রুজু না-হওয়াতে অনেকটাই আশার আলো দেখছেন লালবাজারের (Lalbazar) উচ্চপদস্থ আধিকারিকরা।

কলকাতা, 2 নভেম্বর: চারিদিকে খুন (Murder)ও অপরাধ (Crime) দিন কে দিন বেড়েই চলেছে ৷ বাস্তবিক নানা ঘটনাকে হাতিয়ার করে সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে তুলে ধরা হচ্ছে বহু অপরাধমূলক কাহিনী ৷ প্রতি মুহূর্তে গোয়েন্দা বিভাগের তরফে জারি রয়েছে সচেতনতা ৷ তারই মধ্যে খানিকটা ভিন্ন ছবি তিলোত্তমায় ৷ যা আশার আলোও বটে ৷ পরিসংখ্যান বলছে, 11 বছর পর গত সেপ্টেম্বর মাসে একটিও খুন হয়নি শহর কলকাতায় ৷

লালবাজার সূত্রের খবর, 2011 সালের পর 2022 সালের সেপ্টেম্বর ৷ 11 বছরের ব্যবধানে একটিও খুনের অভিযোগ দায়ের হয়নি কলকাতা পুলিশের কাছে ৷ 2011 সালে কলকতা শহরে খুনের ঘটনার অভিযোগ যে হারে দায়ের হতো, 2016 সাল থেকে ধীরে-ধীরে কমতে শুরু করে সেই হার। পরে 2019 সালে খুনের ঘটনার সংখ্যা অনেকটাই কমে যায়।

লালবাজারের দেওয়া পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, 2011 সালে প্রত্যেক মাসে গড়ে পাঁচ-ছ'টি খুনের মামলা দায়ের হত। কিন্তু 2019 সালের পর থেকে সেই খুনের অভিযোগের সংখ্যা ধীরে-ধীরে কমে মাসে চার থেকে পাঁচে পরিণত হয়। এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, যে সময়ের সঙ্গে সঙ্গে শহরে অপরাধের প্রবণতা কমছে। পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শহরে গত দু-তিন বছর ধরে খুনের ঘটনা কমেছে উল্লেখযোগ্যভাবে। আর তাতে সিলমোহর দিল 2022 সেপ্টেম্বর ৷ কারণ, গত সেপ্টম্বর মাসে কলকাতা পুলিশের খাতায় কোনও খুনের অভিযোগ দায়ের হয়নি ৷ অর্থাৎ এই মাস হল 'খুন হীন' বা 'নন হোমিসাইডাল' মান্থ।

আরও পড়ুন: ঘরে ঢুকে সত্তরের বৃদ্ধাকে ধর্ষণ ! মুখে কুলুপ পুলিশের

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau) পরিসংখ্যান অনুযায়ী কলকাতা শহরকে দেশের সবথেকে নিরাপদ শহর বলে আখ্যা দেওয়া হয়েছে। ওই রেকর্ডসে 2021 সালের রিপোর্ট অনুযায়ী কলকাতায় 2020 সালে খুনের সংখ্যা ছিল 45টি। যা অন্যান্য শহরে অনেকটাই বেশি। এছাড়াও 2020-2022 সালে এনসিআরবির রেকর্ডস অনুযায়ী কলকাতায় ধর্ষণের সংখ্যা মাত্র 11টি। আর এর মধ্যেই 2022 সালে সেপ্টেম্বর মাসে শহরে একটিও খুনের মামলা রুজু না-হওয়াতে অনেকটাই আশার আলো দেখছেন লালবাজারের (Lalbazar) উচ্চপদস্থ আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.