ETV Bharat / state

Special Task Force of Kolkata Police: ধৃত জঙ্গিকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য - terror racket from arrested al qaeda terrorist

গ্রেফতার হওয়া জঙ্গি আল-কায়েদার উপমহাদেশীয় শাখার সঙ্গে জড়িত । তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশের এসটিএফ (Arrested Terrorist) ৷

Al Qaeda
ধৃত জঙ্গিকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
author img

By

Published : Nov 7, 2022, 9:10 AM IST

কলকাতা, 7 নভেম্বর: সদ্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) হাতে ধরা পড়েছ আল-কায়েদার (Al Qaeda) জঙ্গি সন্দেহে ধৃত মনির উদ্দিন খান ৷ সে জঙ্গি সংগঠনটির উপমহাদেশীয় শাখার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । তাকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য (Arrested Terrorist) ৷

মূলত জঙ্গি সংগঠনের লোকেদের চুপিসারে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে এ রাজ্যে নিয়ে আসা এবং সকলের নজর এড়িয়ে তাদের ভারতীয় ভুয়ো পরিচয় পত্র করে দেওয়াই আপাতত অ্যাসাইনমেন্ট ছিল মনির উদ্দিন খানের । কতজনকে এই যুবক বাংলাদেশ সীমান্ত পার করে এ বাংলায় এনে তাদের ভুয়া পরিচয় পত্র হাতে তুলে দিয়েছে সেই সম্পর্কে সঠিক কোনও তথ্য এখনও পাওয়া যায়নি । তবে ধৃতদের কাছ থেকে একাধিক ফোন নম্বর এবং বেশ কিছু ব্যক্তির নাম ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । মনে করা হচ্ছে এই সকল ব্যক্তি ভুয়ো পরিচয় পত্র তৈরি করার কাজে এই যুবকের সঙ্গে যুক্ত থাকত । তাদের খোঁজ চালানোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাশকতার ছক আল কায়দার !

সম্প্রতি উত্তর 24 পরগনার শাসন থানা এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতরা হল আব্দুল রাকিব এবং কাজী এহসান উল্লাহ । এই দু'জনের কাছ থেকেও একাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বেশ কয়েকটি পেনড্রাইভ এবং মোবাইল উদ্ধার করা হয় । আব্দুর রাকিব জেরায় গোয়েন্দাদের জানিয়েছে, সে নিয়মিত বাংলাদেশের আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত । ফলে এই আব্দুর রাকিবের সঙ্গে শনিবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া মনির উদ্দিন খানের কোনও যোগাযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । উল্লেখ্য, কলকাতা পুলিশের স্পশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ভারতীয় মডিউলের আল কায়দা জঙ্গি মহম্মদ তাসনদকে গ্রেফতার করেছে ৷ তাকে জেরা করে মালদার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দারা ৷ উদ্ধার হয় একাধিক কাগজপত্র, ল্যাপটপ, কম্পিউটার ৷

কলকাতা, 7 নভেম্বর: সদ্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) হাতে ধরা পড়েছ আল-কায়েদার (Al Qaeda) জঙ্গি সন্দেহে ধৃত মনির উদ্দিন খান ৷ সে জঙ্গি সংগঠনটির উপমহাদেশীয় শাখার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । তাকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য (Arrested Terrorist) ৷

মূলত জঙ্গি সংগঠনের লোকেদের চুপিসারে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে এ রাজ্যে নিয়ে আসা এবং সকলের নজর এড়িয়ে তাদের ভারতীয় ভুয়ো পরিচয় পত্র করে দেওয়াই আপাতত অ্যাসাইনমেন্ট ছিল মনির উদ্দিন খানের । কতজনকে এই যুবক বাংলাদেশ সীমান্ত পার করে এ বাংলায় এনে তাদের ভুয়া পরিচয় পত্র হাতে তুলে দিয়েছে সেই সম্পর্কে সঠিক কোনও তথ্য এখনও পাওয়া যায়নি । তবে ধৃতদের কাছ থেকে একাধিক ফোন নম্বর এবং বেশ কিছু ব্যক্তির নাম ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । মনে করা হচ্ছে এই সকল ব্যক্তি ভুয়ো পরিচয় পত্র তৈরি করার কাজে এই যুবকের সঙ্গে যুক্ত থাকত । তাদের খোঁজ চালানোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাশকতার ছক আল কায়দার !

সম্প্রতি উত্তর 24 পরগনার শাসন থানা এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতরা হল আব্দুল রাকিব এবং কাজী এহসান উল্লাহ । এই দু'জনের কাছ থেকেও একাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বেশ কয়েকটি পেনড্রাইভ এবং মোবাইল উদ্ধার করা হয় । আব্দুর রাকিব জেরায় গোয়েন্দাদের জানিয়েছে, সে নিয়মিত বাংলাদেশের আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত । ফলে এই আব্দুর রাকিবের সঙ্গে শনিবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া মনির উদ্দিন খানের কোনও যোগাযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । উল্লেখ্য, কলকাতা পুলিশের স্পশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ভারতীয় মডিউলের আল কায়দা জঙ্গি মহম্মদ তাসনদকে গ্রেফতার করেছে ৷ তাকে জেরা করে মালদার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দারা ৷ উদ্ধার হয় একাধিক কাগজপত্র, ল্যাপটপ, কম্পিউটার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.