কলকাতা, 20 মে : আমফান মোকাবিলায় কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম । আজ সকাল 8 টা থেকে খোলা হয়েছে এই কন্ট্রোল রুম । কলকাতাবাসী যে কোনও বিপদে পড়লে যোগাযোগ করতে পারে 033-22143024/1310/3230 এই তিনটি নম্বরে । পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে একটি হোয়াটস-অ্যাপ নম্বর । সেই নম্বরটি হল 9432624365 । এছাড়া রাজ্য প্রশাসনের হেল্পলাইন নম্বরগুলি তো আছেই।
আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য রাজ্য প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । নম্বর দুটি হল 22143526, 22141995 । পাশাপাশি রাজ্য সরকারের টোল-ফ্রি নম্বর 1070 কেও কাজে লাগানো হচ্ছে আমফান মোকাবিলায় । সব মিলিয়ে মোট 60 টি নম্বর চালু আছে । নবান্নের কন্ট্রোলরুম থেকে আমফান পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে । আবহাওয়া অফিস সূত্রে খবর, দিঘা থেকে 240 কিলোমিটার দূরে রয়েছে আমফান ঘূর্ণিঝড় । তার গতিবেগ এখন 200 কিলোমিটার । ইতিমধ্যেই ওড়িশার উপকূলবর্তী এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে প্রবল ঝড়-বৃষ্টি । জানা গেছে, স্থলভাগের দিকে একই রকম শক্তি নিয়ে এগিয়ে আসছে এই সাইক্লোন । যার ফলে কলকাতাসহ রাজ্যের 7 জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
কলকাতা পুলিশের তরফে সকাল থেকেই শুরু হয়ে গেছে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার । পাশাপাশি তৈরি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । রিভার ট্রাফিক পুলিশ সক্রিয় রয়েছে গঙ্গায় । গঙ্গারঘাট গুলিতে চালানো হচ্ছে নজরদারি । প্রবল জলোচ্ছ্বালের সম্ভাবনা থাকায় কাউকে গঙ্গায় নামতে দেওয়া হচ্ছে না । লালবাজারের তরফের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় কোনও গাছ পড়লে যত দ্রুত সম্ভব সেটি সরিয়ে ফেলতে হবে । এ বিষয়ে কলকাতা পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখে চলছে পুলিশ । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরবাসীকে অনুরোধ করেছেন, দুর্যোগের সময়ে প্রত্যেককে বাড়িতে থাকতে ।
কাজ শুরু কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুমের, চালু হোয়াটস-অ্যাপও - আমফান মোকাবিলায় কলকাতা পুলিশ
আমফান মোকাবিলায় ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ । খুলে দেওয়া হয়েছে বিশেষ কন্ট্রোল রুম । বিপদে পড়লে শহরবাসী 033-22143024/1310/3230 এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন । পাশপাশি হোয়াটস-অ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে । হোয়াটস অ্যাপ নম্বরটি হল 9432624365 । এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য রাজ্য প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । নম্বর দুটি হল 22143526, 22141995 । পাশাপাশি রাজ্য সরকারের টোল-ফ্রি 1070 নম্বরও কাজে লাগানো হচ্ছে ।
কলকাতা, 20 মে : আমফান মোকাবিলায় কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম । আজ সকাল 8 টা থেকে খোলা হয়েছে এই কন্ট্রোল রুম । কলকাতাবাসী যে কোনও বিপদে পড়লে যোগাযোগ করতে পারে 033-22143024/1310/3230 এই তিনটি নম্বরে । পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে একটি হোয়াটস-অ্যাপ নম্বর । সেই নম্বরটি হল 9432624365 । এছাড়া রাজ্য প্রশাসনের হেল্পলাইন নম্বরগুলি তো আছেই।
আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য রাজ্য প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । নম্বর দুটি হল 22143526, 22141995 । পাশাপাশি রাজ্য সরকারের টোল-ফ্রি নম্বর 1070 কেও কাজে লাগানো হচ্ছে আমফান মোকাবিলায় । সব মিলিয়ে মোট 60 টি নম্বর চালু আছে । নবান্নের কন্ট্রোলরুম থেকে আমফান পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে । আবহাওয়া অফিস সূত্রে খবর, দিঘা থেকে 240 কিলোমিটার দূরে রয়েছে আমফান ঘূর্ণিঝড় । তার গতিবেগ এখন 200 কিলোমিটার । ইতিমধ্যেই ওড়িশার উপকূলবর্তী এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে প্রবল ঝড়-বৃষ্টি । জানা গেছে, স্থলভাগের দিকে একই রকম শক্তি নিয়ে এগিয়ে আসছে এই সাইক্লোন । যার ফলে কলকাতাসহ রাজ্যের 7 জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
কলকাতা পুলিশের তরফে সকাল থেকেই শুরু হয়ে গেছে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার । পাশাপাশি তৈরি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । রিভার ট্রাফিক পুলিশ সক্রিয় রয়েছে গঙ্গায় । গঙ্গারঘাট গুলিতে চালানো হচ্ছে নজরদারি । প্রবল জলোচ্ছ্বালের সম্ভাবনা থাকায় কাউকে গঙ্গায় নামতে দেওয়া হচ্ছে না । লালবাজারের তরফের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় কোনও গাছ পড়লে যত দ্রুত সম্ভব সেটি সরিয়ে ফেলতে হবে । এ বিষয়ে কলকাতা পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখে চলছে পুলিশ । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরবাসীকে অনুরোধ করেছেন, দুর্যোগের সময়ে প্রত্যেককে বাড়িতে থাকতে ।