ETV Bharat / state

মোদির সফরে রাস্তা বন্ধের জের, যান চলাচল নিয়ে তৎপর কলকাতা পুলিশ

author img

By

Published : Jan 14, 2020, 8:43 AM IST

Updated : Jan 14, 2020, 9:44 AM IST

কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী । শহরজুড়ে বিক্ষোভ চলছিল । প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত যাত্রাপথের অনেকটাই সাধারণের জন্য বন্ধ করে রেখেছিল পুলিশ । তাতে প্রবল অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে । একদিকে বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ, অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ । সবমিলিয়ে অনেকটাই ঘুর পথে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে । এই বিষয়ে খবর পান কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । তাই আজ কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্সে ট্রাফিকের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনুজ ।

kolkata
kolkata

কলকাতা, 14 জানুয়ারি : প্রধানমন্ত্রীর শহরে আসা ঘিরে ছিল কড়া নিরাপত্তা । প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য রুটে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল । এই নিয়ে সমস্যায় পড়েছিল শহরবাসী । লালবাজার সূত্রে খবর, ভবিষ্যতে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ওই রাস্তাগুলি বন্ধ না করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার ।

কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী । শহরজুড়ে বিক্ষোভ চলছিল । স্লোগান উঠেছিল “গো ব্যাক মোদি"। VVIP প্রোটোকল মেনে তৈরি রাখা হয়েছিল বাহিনী ৷ নরেন্দ্র মোদির সুরক্ষায় মোতায়েন করা হয়েছিল চার হাজার পুলিশ কর্মী । পাশাপাশি ছিল SPG নিরাপত্তা । প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত যাত্রাপথের অনেকটাই সাধারণের জন্য বন্ধ রেখেছিল পুলিশ । তাতে প্রবল অসুবিধার সম্মুখীন হয় মানুষ । একদিকে বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ, অন্যদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ ৷ সবমিলিয়ে অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে । এই বিষয়ে কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্সে ট্রাফিকের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনুজ । জানিয়ে দেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী বা অন্য VVIP শহরে এলে ওই সময়টুকু রাস্তা বন্ধ করার প্রক্রিয়া চলতে পারে । কিন্তু তার জন্য সব রাস্তা বন্ধ করার প্রয়োজন নেই । আগামী দিনে বিষয়টি এমন না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার ।

গতকাল কলকাতা পুলিশের তরফ হয়েছিল ক্রাইম কনফারেন্স । সেখানে ন্যাশনাল বিউরো অফ ক্রাইম রেকর্ডসের দেওয়া তথ্য নিয়ে আলোচনা হয় । শহরের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে অভিনন্দন জানানো হয় পুলিশ ফোর্সকে ।

এদিকে, গত কয়েক মাসে কলকাতা শহরে বেড়েছে চুরির ঘটনা । চুরির কিনারা করার জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার । তিনি জানিয়েছেন আগামী তিন মাস পর কলকাতায় চুরির পরিসংখ্যান নিয়ে আলোচনা করবেন ।

কলকাতা, 14 জানুয়ারি : প্রধানমন্ত্রীর শহরে আসা ঘিরে ছিল কড়া নিরাপত্তা । প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য রুটে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল । এই নিয়ে সমস্যায় পড়েছিল শহরবাসী । লালবাজার সূত্রে খবর, ভবিষ্যতে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ওই রাস্তাগুলি বন্ধ না করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার ।

কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী । শহরজুড়ে বিক্ষোভ চলছিল । স্লোগান উঠেছিল “গো ব্যাক মোদি"। VVIP প্রোটোকল মেনে তৈরি রাখা হয়েছিল বাহিনী ৷ নরেন্দ্র মোদির সুরক্ষায় মোতায়েন করা হয়েছিল চার হাজার পুলিশ কর্মী । পাশাপাশি ছিল SPG নিরাপত্তা । প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত যাত্রাপথের অনেকটাই সাধারণের জন্য বন্ধ রেখেছিল পুলিশ । তাতে প্রবল অসুবিধার সম্মুখীন হয় মানুষ । একদিকে বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ, অন্যদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ ৷ সবমিলিয়ে অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে । এই বিষয়ে কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্সে ট্রাফিকের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনুজ । জানিয়ে দেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী বা অন্য VVIP শহরে এলে ওই সময়টুকু রাস্তা বন্ধ করার প্রক্রিয়া চলতে পারে । কিন্তু তার জন্য সব রাস্তা বন্ধ করার প্রয়োজন নেই । আগামী দিনে বিষয়টি এমন না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার ।

গতকাল কলকাতা পুলিশের তরফ হয়েছিল ক্রাইম কনফারেন্স । সেখানে ন্যাশনাল বিউরো অফ ক্রাইম রেকর্ডসের দেওয়া তথ্য নিয়ে আলোচনা হয় । শহরের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে অভিনন্দন জানানো হয় পুলিশ ফোর্সকে ।

এদিকে, গত কয়েক মাসে কলকাতা শহরে বেড়েছে চুরির ঘটনা । চুরির কিনারা করার জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার । তিনি জানিয়েছেন আগামী তিন মাস পর কলকাতায় চুরির পরিসংখ্যান নিয়ে আলোচনা করবেন ।

Intro:কলকাতা, 14 জানুয়ারি: কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। তখন শহরজুড়ে বিক্ষোভের চেহারা। কলকাতার বহু অংশে হয় বিক্ষোভ। স্লোগান ওঠে “গো ব্যাক প্রধানমন্ত্রী"। কালো পতাকা রক্তে কলকাতাকে প্রায় দুর্গ বানিয়ে ফেলেছিল পুলিশ। ভিভিআইপি প্রটোকল মেনে তৈরি রাখা হয়েছিল ফোর্স। প্রধানমন্ত্রীর সম্ভাব্য রুটে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। যা নিয়ে ক্ষুব্ধ ছিল শহরবাসী। আর তাই কলকাতার পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে যাতে বহু সময় ধরে ওই সব রাস্তা বন্ধ না করা হয়। লালবাজার সূত্রের খবর তেমনটাই।



Body:তৎপর ছিল কলকাতা পুলিশ। নরেন্দ্র মোদির সুরক্ষায় মোতায়েন করা হয়েছিল চার হাজার পুলিশ কর্মী। পাশাপাশি SPGর তরফে মোতায়েন করা হয়েছিল পুলিশকর্মী। প্রটোকল মেনে প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত যাত্রাপথের অনেকটাই সাধারণের জন্য বন্ধ করে রেখেছিল পুলিশ। তাতে প্রবল অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। একদিকে বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ, অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ। সবমিলিয়ে অনেকটাই ঘুর পথে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। যেটা জানতে পেরেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। আর তাই আজ কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্সে ট্রাফিকের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনুজ। জানিয়ে দেন ভবিষ্যতে প্রধান মন্ত্রীর বা অন্য ভিভিআইপি শহরে এলে ওই সময়টুকু রাস্তা বন্ধ করার প্রক্রিয়া চলতে পারে। কিন্তু তার জন্য পুরো রাস্তা বহন করার প্রয়োজন নেই। আগামী দিনে বিষয়টি এমন না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার।


Conclusion:
আজ কলকাতা পুলিশের তরফ হয়েছিল ক্রাইম কনফারেন্স। সেখানে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রেকর্ডসের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের স্থান উচ্চমানের থাকায় অভিনন্দন জানানো হয় পুরো পুলিশ ফোর্সকে। পাশাপাশি তথ্য বলছে, গত কয়েক মাসে কলকাতা শহরে বেড়েছে চুরির ঘটনা। চুরির কিনারা করার জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। তিনি জানিয়ে দিয়েছেন আগামী তিন মাস পর কলকাতার চুরির পরিসংখ্যান নিয়ে বসবেন কমিশনার।
Last Updated : Jan 14, 2020, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.